Close Ad close
Breaking
Sat. Nov 23rd, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 14 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 14 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 14 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৪ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 14 July. On this day Important Day in Bengali)

14 July : Click here

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 14 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 14 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 14 July in India. On this day Historical Famous Events in India)

14 July 1636 : ১৬৩৬ সালের আজকের দিনে সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।

14 July 1858 : ১৮৫৪ সালের আজকের দিনে রামকৃষ্ণের অন্যতম শিষ্য ও রামকৃষ্ণ কথামৃত রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তর জন্ম হয়।

14 July 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ, চিন্তক গোপাল গণেশ আগরকরের জন্ম হয়।

14 July 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে অন্ধ্রপ্রদেশের বিশিষ্ট কবি ও লেখক গাড়িমেল্লা সত্যনারায়নের জন্ম হয়।

14 July 1920 : ১৯২০ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ, দু’দফায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আসীন, ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী শংকররাও ভাবারও চৌহানের জন্ম হয়।

14 July 1971 : ১৯৭১ সালের আজকের দিনে রসায়নবিদ পুলিনবিহারী সরকারের মৃত্যু হয়।

14 July 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে গণিতজ্ঞ, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 14 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 14 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

14 July 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে বিশিষ্ট দাবা খেলোয়াড় রানি হামিদের জন্ম হয়। তিনি বাংলাদেশের প্রথম মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার।

14 July 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত হয়।

14 July 1982 : ১৯৮২ সালের আজকের দিনে ক্রিকেটার বিকাশ রঞ্জন দাসের জন্ম হয়।

14 July 2010 : ২০১০ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা ও পরিচালক বুল্বুল আহমেদের মৃত্যু হয়।

14 July 2019 : ২০১৯ সালের আজকের দিনে বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধান ও ১৯৮৩ থেকে ১৯৯০ অব্দি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসীন হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 14 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 14 July in the World. On this day Historical Famous Events in The World)

14 July 1223 : ১২২৩ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপের মৃত্যু হয়।

14 July 1743 : ১৭৪৩ সালের আজকের দিনে রুশ কবি গ্যাবিব্রলা রোমানোভিচ দারজাভিনের এর জন্ম হয়।

14 July 1756 : ১৭৫৬ সালের আজকের দিনে ইংরেজ কবি টমাস রোলান্ডসনের জন্ম হয়।

14 July 1789 : ১৭৮৯ সালের আজকের দিনে বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

14 July 1861 : ১৮৬১ সালের আজকের দিনে বিশ্বের প্রথম মেশিনগান তৈরী করা হয়।

14 July 1903 : ১৯০৩ সালের আজকের দিনে আমেরিকান লেখক আর্ভিং স্টোনের জন্ম হয়।

14 July 1910 : ১৯১০ সালের আজকের দিনে ফরাসি ড্যান্সার ও কোরিওগ্রাফার মারিউস পেটিপার মৃত্যু হয়।

14 July 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে মরিশাসের চিকিৎসক, রাজনীতিবিদ ও তৃতীয় প্রধানমন্ত্রী নাভিন রামগোলামের জন্ম হয়।

14 July 1958 : ১৯৫৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ নাট্যকার জাকিন্ট বেনাভেন্টের মৃত্যু হয়।

14 July 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে ইরাকের তৃতীয় ও শেষ বাদশাহ দ্বিতীয় ফয়সালের মৃত্যু হয়।

14 July 1960 : ১৯৬০ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী ও টক শো হোস্ট জেন লিঞ্চ এর জন্ম হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 14 July. On this day Famous Birthdays in Bengali)

14 July : Click here

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 14 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

14 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

14 July 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে মারা যান মদন মোহন, হিন্দি ফিল্ম মেলোডিয়াস মিউজিক ডিরেক্টর (জন্ম : 1924) ।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 14 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 14 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *