Close Ad close
Breaking
Sun. Nov 24th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 20 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 20 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 20 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২০ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 20 June. On this day Important Day in Bengali)

20 June : ২০ জুন আজ বিশ্ব শরণার্থী দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 20 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 20 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 20 June in India. On this day Historical Famous Events in India)

20 June 1702 : ১৭০২ সালের আজকের দিনে মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহিরের মৃত্যু হয়।

20 June 1756 : ১৭৫৬ সালের আজকের দিনে ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা পুনরুদ্ধার করেন।

20 June 1756 : ১৭৫৬ সালের আজকের দিনে অন্ধকূপ হত্যা সংঘটিত হয়। নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জনের মৃত্যু হয়।

20 June 1858 : ১৮৫৮ সালের আজকের দিনে গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে মহাবিদ্রোহের অবসান ঘটে।

20 June 1909 : ১৯০৯ সালের আজকের দিনে লেখক, রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদারের জন্ম হয়।

20 June 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার রমাকান্ত দেশাইয়ের জন্ম হয়।

20 June 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়।

20 June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা রাহুল খান্নার জন্ম হয়।

20 June 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার অমিয় চক্রবর্তীর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 20 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 20 June in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

20 June 1911 : ১৯১১ সালের আজকের দিনে প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামালের জন্ম হয়।

20 June 2019 : ২০১৯ সালের আজকের দিনে বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দলগতভাবে তাদের সর্বোচ্চ রান (৩৩৩) করে। যদিও বাংলাদেশ ম্যাচটা ৪৮ রানে হেরে যায়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 20 June in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 20 June in the World. On this day Historical Famous Events in The World)

20 June 1906 : ১৯০৬ সালের আজকের দিনে ইংরেজ চিত্রশিল্পী জন ক্লেটন অ্যাডামসের মৃত্যু হয়।

20 June 1917 : ১৯১৭ সালের আজকের দিনে পোলিশ গণিতবিদ হেলেনা রাসিওয়ার জন্ম হয়।

20 June 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে আমেরিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যানের জন্ম হয়।

20 June 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার রবার্ট রোডরিগুয়েয এর জন্ম হয়।

20 June 1971 : ১৯৭১ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ও প্রযোজক জোশ লুকাসের জন্ম হয়।

20 June 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে চেকোস্লোভিয়া ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর মুকুট জয় করে।

20 June 1976 :১৯৭৬ সালের আজকের দিনে ব্রাজিলিয়ান ফুটবলার জুলিয়ানো বেলেটির জন্ম হয়।

20 June 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জন্ম হয়।

20 June 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে আমেরিকান লেখক ক্লিফটন ফাডিমানের মৃত্যু হয়।

20 June 2010 : ২০১০ সালের আজকের দিনে ইতালিয়ান ফুটবল খেলোয়াড় রবার্টো রসাটোর মৃত্যু হয়।

20 June 2005 : ২০০৫ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবির মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 20 June. On this day Famous Birthdays in Bengali)

20 June 1952 : ১৯৫২ সালে ভারতীয় কবি ও ঔপন্যাসিক বিক্রম শেঠ কলকাতায় জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 20 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

20 June : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

20 June : Click here

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 20 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 20 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *