আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : The Famous Day 9 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : The Famous Day 9 June in History |
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৯ জুন।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 9 June. On this day Important Day in Bengali)
আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 9 June in History (Bengali)
আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 9 June in India (Bengali)
আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 9 June in India. On this day Historical Famous Events in Bengali)
9 June 1752 : ১৭৫২ সালের আজকের দিনে ত্রিচিনোপল্লিতে ফরাসি সেনাবাহিনী ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
9 June 1900 : ১৯০০ সালের আজকের দিনে রাঁচি জেলে বিশিষ্ট স্বাধীনতা সমগ্রামী বিরসা মুন্ডার মৃত্যু হয়।
9 June 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ভারতের প্রথম মহিলা আই.পি.এস কিরন বেদীর জন্ম হয়।
9 June 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
9 June 1991 : ১৯৯১ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রাজ খোসলার মৃত্যু হয়।
9 June 2011 : ২০১১ সালের আজকের দিনে বিখ্যাত শিল্পী মকবুল ফিদা হুসেনের মৃত্যু হয়।
9 June 2015 : ২০১৫ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেটার হেমন্ত কানিতকরের মৃত্যু হয়।
আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 9 June in Bangladesh (Bengali)
আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 9 June in Bangladesh. On this day Historica Famousl Events in Bengali)
9 June 1962 : ১৯৬২ সালের আজকের দিনে আওয়ামী লীগের সদস্য, নোয়াখালি থেকে নির্বাচিত সাংসদ একরামুল করিম চৌধুরীর জন্ম হয়।
9 June 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক কে এম এম কামরুল কাদেরের জন্ম হয়।
9 June 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুর জন্ম হয়।
9 June 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে ফুটবলার মুহম্মদ মোনেম মুন্নার জন্ম হয়।
9 June 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণের জন্ম হয়।
9 June 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেটার মুশফিকুর রহিমেরে জন্ম হয় ।
আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 9 June in World (Bengali)
আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 9 June in the World. On this day Historical Famous Events in Bengali)
9 June 67 : ৬৮ সালের আজকের দিনে রোমান সম্রাট নিরো আত্মহত্যা করেন।
9 June 1781 : ১৭৮১ সালের আজকের দিনে রেলওয়ে ব্যবস্থার প্রবর্তনকারী হিসেবে পরিচিত জর্জ স্টিফেনসানের জন্ম হয়।
9 June 1815 : ১৮১৫ সালের আজকের দিনে ভিয়েনা কংগ্রেসের সমাপ্তি ঘটে।
9 June 1834 : ১৮৩৪ সালের আজকের দিনে বাংলা গদ্যরীতির অন্যতম প্রবর্তক উইলিয়াম কেরীর মৃত্যু হয়।
9 June 1870 : ১৮৭০ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের মৃত্যু হয়।
9 June 1931 : ১৯৩১ সালের আজকের দিনে রবার্ট গোডার্ড প্রথম রকেটশক্তি দ্বারা চালিত আকাশযানের পেটেন্ট নেন।
9 June 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে কার্টুন জগতের অন্যতম বিখ্যাত চরিত্র ‘ডোনাল্ড ডাক’-এর আত্মপ্রকাশ ঘটে।
9 June 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে রাষ্ট্রপুঞ্জের ইউনেসকো আন্তর্জাতিক নথিপত্র পরিষদ (International Council of Archives) প্রতিষ্ঠা করে।
9 June 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে ‘পাইরেটস্ অফ দি ক্যারেবিয়ান’ শীর্ষক চলচ্চিত্র সিরিজে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত হওয়া অভিনেতা জনি ডেপের জন্ম হয়।
9 June 1970 : ১৯৭০ সালের আজকের দিনে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় বব ডিলানকে সন্মানীয় ‘ডক্টরেট অফ মিউজিক’ (Doctorate of Music) প্রদান করে।
আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 9 June. On this day Famous Birthdays in Bengali)
9 June 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রুপ মিশ্র, ভারতীয় বেসামরিক কর্মচারী।
9 June 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আমিশা প্যাটেল, ভারতীয় অভিনেত্রী।
9 June 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সোনম কাপুর, ভারতীয় অভিনেত্রী (নীরজা), ভারতের বোম্বেতে জন্মগ্রহণ করেছিলেন।
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 9 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)
আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 9 June. On this day Famous Deaths in Bengali)
9 June 1716 : ১৭১৬ সালে আজকের দিনে মারা যান বান্দা বাহাদুর, শিখ সামরিক কমান্ডার (মৃত্যুদণ্ডপ্রাপ্ত)।
9 June 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে হিন্দু নেতা ধীরেন্দ্র ভ্রমাচারী [উড়ন্ত স্বামী] 70 বছর বয়সে মারা যান।
9 June 2011 : ২০১১ সালে আজকের দিনে মারা যান এম এফ হোসেন, ভারতীয় শিল্পী, চিত্রশিল্পী (জন্ম – ১৯১৫)।
আজকের বিখ্যাত দিনে : The Famous Day 9 June in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 9 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।