Close Ad close
Breaking
Mon. Sep 30th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 19 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 19 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 19 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৯ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 19 July. On this day Important Day in Bengali)

19 July : Click here

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 19 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 19 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 19 July in India. On this day Historical Famous Events in India)

19 July 1296 : ১২৯৬ সালের আজকের দিনে জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন অধিকার করেন।

19 July 1763 : ১৭৬৩ সালের আজকের দিনে বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী  মির কাশিমকে পরাজিত করে।

19 July 1827 : ১৮২৭ সালের আজকের চিনে ১৮৫৭ এর মহাবিদ্রোহের অন্যতম পুরোধা মঙ্গল পাণ্ডের জন্ম হয়।

19 July 1863 : ১৮৬৩ সালের আজকের দিনে বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম হয়।

19 July 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী জয়ন্ত নারলিকরের জন্ম হয়।

19 July 1952 : ১৯৫২ সালের আজকের দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে 82 রান করে অলআউট হয়েছিল ভারত।

19 July 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেটার রজার বিনির জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 19 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 19 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

19 July 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের জন্ম হয়।

19 July 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ রওশন এরশাদের জন্ম হয়।

19 July 1958 : ১৯৫৪ সালের আজকের দিনে অভিনেতা, পরিচালক, লেখক, চিত্রশিল্পী আফজাল হোসেনের জন্ম হয়।

19 July 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে ক্রিকেটার নাহিদুল ইসলামের জন্ম হয়।

19 July 2012 : ২০১২ সালের আজকের দিনে বিংশ শতাব্দীর জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 19 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 19 July in the World. On this day Historical Famous Events in The World)

19 July 1374 : ১৩৭৪ সালের আজকের দিনে ইতালীয় কবি ও পণ্ডিত ফ্রাঞ্চেসকো পেত্রারকের মৃত্যু হয়।

19 July 1814 : ১৮১৪ সালের আজকের দিনে ইংরেজ ন্যাভিগেটর ও মানচিত্রকর ম্যাথু ফ্লিন্ডার্স এর মৃত্যু হয়।

19 July 1814 : ১৮১৪ সালের আজকের দিনে আমেরিকান ব্যবসায়ী ও ‘কোল্ট’স ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রতিষ্ঠাতা স্যামুয়েল কোল্টের জন্ম হয়।

19 July 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা ভ্লাদিমির মায়াকোভস্কির জন্ম হয়।

19 July 1898 : ১৮৯৪ সালের আজকের দিনে বাঙালি রাজনীতিবিদ, পাকিস্তানের দ্বিতীয় গভর্ণর জেনারেল ও প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের জন্ম হয়।

19 July 1902 : ১৯০২ সালের আজকের দিনে ভারতীয় গায়ক, পরিচালক, প্রযোজক, এবং চিত্রনাট্যকার সমুদল রাঘভচার্য এর জন্ম হয়।

19 July 1921 : ১৯২১ সালের আজকের দিনে আমেরিকান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, এবং নাট্যকার এলিজাবেথ স্পেন্সারের জন্ম হয়।

19 July 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক অং সানের মৃত্যু হয়।

19 July 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে লাওস স্বাধীনতা লাভ করে।

19 July 1952 : ১৯৫২ সালের আজকের দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।

19 July 1961 : ১৯৬১ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ক্যাম্পবেল স্কটের জন্ম হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 19 July. On this day Famous Birthdays in Bengali)

19 July 1827 : ১৮২৭ সালের আজকের দিনে মঙ্গল পান্ডে, ভারতের সিপাহী (সৈনিক) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৩৪ তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি (বি.এন.আই.) ভারতের বালিয়া জেলার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু – 1857)।

19 July 1863 : ১৮৬৩ সালের আজকের দিনে দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, নাট্যকার ও গীতিকার ব্রিটিশ ভারতের কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু – ১৯১৩)।

19 July 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগের রাষ্ট্রপতি, ব্রিটিশ ভারতের বাংলায় জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1965)।

19 July 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে জয়ন্ত নারলিকর, ভারতের জ্যোতির্বিজ্ঞানী ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 19 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

19 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

19 July 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে ভারতের চিকিত্সক ও শিক্ষক প্রাণনাথ ছুট্টানি মারা যান ৮১ বছর বয়সে।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 19 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 19 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *