Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 10 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 10 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 10 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১০ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 10 July. On this day Important Day in Bengali)

10 July : Click here

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 10 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 10 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 10 July in India. On this day Historical Famous Events in India)

10 July 1800 : ১৮০০ সালের আজকের দিনে ব্রিটিশ ভারত সরকার উপমহাদেশের উর্দু, হিন্দি এবং অন্যান্য ভাষা প্রচারের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছে।

10 July 1806 : ১৮০৬ সালের আজকের দিনে ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভেলোর বিদ্রোহ’ সংঘটিত হয়।

10 July 1942 : ১৯৪২ সালের আজকের দিনে দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।

10 July 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে মুহাম্মদ আলী জিন্নাহকে তত্কালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসাবে সুপারিশ করেন।

10 July 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে বিখ্যাত ক্রিকেটার সুনীল গাভাসকারের জন্ম হয়।

10 July 1951 : ১৯৫১ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিক রাজনাথ সিংয়ের জন্ম হয়।

10 July 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা অলোক নাথের জন্ম হয়।

10 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে চাঁদক বনভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাতির দল 24 জনকে নিহত করেছিল।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 10 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 10 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

10 July 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্ম হয়।

10 July 1920 : ১৯২০ সালের আজকের দিনে বিশিষ্ট শিক্ষাবিদ, মানবতাবাদী জ্যোতির্ময় গুহঠাকুরতার জন্ম হয়।

10 July 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

10 July 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস হয়।

10 July 2001 : ২০০১ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও বিশিষ্ট কূটনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 10 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 10 July in the World. On this day Historical Famous Events in The World)

10 July 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে বিখ্যাত সার্বীয় – মার্কিন আবিষ্কারক ও পদার্থবিজ্ঞানী নিকোলা টেসলার জন্ম হয়।

10 July 1871 : ১৮৭১ সালের আজকের দিনে বিশিষ্ট ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক মার্সেল প্রুস্ত্‌ এর জন্ম হয়।

10 July 1913 : ১৯১৩ সালের আজকের দিনে রোমানিয়া, বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

10 July 1924 : ১৯২৪ সালের আজকের দিনে ডেনমার্ক, গ্রীনল্যান্ডের ওপর প্রভুত্ব কায়েম করে নেয়।

10 July 1925 : ১৯২৫ সালের আজকের দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদের জন্ম হয়।

10 July 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে ফিজিতে সংবিধান অধিগ্রহণের মধ্য দিয়ে সেখানে বসবাসকারী ভারতীয়দের রাজনৈতিক অধিকার প্রদান করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 10 July. On this day Famous Birthdays in Bengali)

10 July 1682 : ১৬৮২ সালের আজকের দিনে বার্থলোমিয়াস জিগেনবাগ, ভারতের লুথরান ধর্মপ্রচারক, পালসনিটজ, স্যাক্সনিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু-1719)।

10 July 1923 : ১৯২৩ সালের আজকের দিনে জি. এ. কুলকার্নি, ভারতীয় (মারাঠি) লেখক (রামালখুনা), কর্ণাটকের এক্সম্বায় জন্মগ্রহণ করেছেন (মৃত্যু 1987)।

10 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে ভারতের মাদুরায় জন্মগ্রহণ করেছেন সুন্দর পিচাই [পিচাই সুন্দররাজন], ভারতীয় আমেরিকান প্রযুক্তি নির্বাহী, গুগলের প্রধান (2015-) এবং Alphabet (2019-)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 10 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

10 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

10 July 2000 : ২০০০ সালের আজকের দিনে মারা যান ভাককম মজিদ, ভারতীয় মুক্তিযোদ্ধা, ট্রাভানকোর-কোচিন আইনসভার সদস্য (জন্ম – ১৯০৯)।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 10 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 10 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *