Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 8 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 8 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 8 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৮ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 July. On this day Important Day in Bengali)

8 July : Click here

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 8 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 8 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 8 July in India. On this day Historical Famous Events in India)

8 July 1497 : ১৪৯৭ সালের আজকের দিনে পর্তুগিজ নৌচালক ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারতে আসার জন্য তিনি প্রথম ইউরোপীয় হয়ে যাত্রা শুরু করেন।

8 July 1914 : ১৯১৪ সালের আজকের দিনে বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্ম হয়।

8 July 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে অন্ধ্রপ্রদেশের চতুর্দশ মুখ্যমন্ত্রী ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডির জন্ম হয়।

8 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার ও সাতাশতম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়।

8 July 2003 : ২০০৩ সালের আজকের দিনে বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

8 July 2007 : ২০০৭ সালের আজকের দিনে অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্রশেখর সিংয়ের মৃত্যু হয়।

8 July 2013 : ২০১৩ ভারতের হায়দরাবাদে একটি হোটেল ধসে 12 মানুষ নিহত ও আহত হয়েছেন।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 8 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 8 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

8 July 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা প্রধান বিচারপতি নাজমুন আরা সুলতানার জন্ম হয়।

8 July 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের মৃত্যু হয়।

8 July 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে ক্রিকেটার মেহরাব হোসেনের জন্ম হয়।

8 July 2011 : ২০১১ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী  আমিনুল ইসলামের মৃত্যু হয়।

8 July 2013 : ২০১৩ সালের আজকের দিনে রেডিমেট পোশাক ও নীটওয়্যার শিল্পে অবিচ্ছিন্ন উন্নতির ধারা বজায় রাখতে ও সুরক্ষার স্বার্থে ‘সাস্টেনিবিলিটি কম্প্যাক্ট’ চালু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 8 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 8 July in the World. On this day Historical Famous Events in The World)

8 July 1497 : ১৪৯৭ সালের আজকের দিনে ভাস্কো ডা গামা ইউরোপ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন।

8 July 1777 : ১৭৭৭ সালের আজকের দিনে ভারমন্ট প্রথম কোনো মার্কিন রাজ্য হিসেবে দাসত্বকে বেআইনি বলে ঘোষণা করে।

8 July 1792 : ১৭৯২ সালের আজকের দিনে ফ্রান্স, প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করে।

8 July 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রথম প্রকাশিত হয়।

8 July 1895 : ১৮৯৫ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় ‘দেলাগোয়া বে রেলওয়ে’-র উদ্বোধন হয়।

8 July 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে কানাডার ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন চার্লস টুপার নির্বাচনে পরাজিত হয়ে পদত্যাগ করেন।

8 July 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকান বিশিষ্ট ক্রিকেটার ডেভ নৌর্স এর মৃত্যু হয়।

8 July 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে মার্কিন সেনাবাহিনীতে প্রথম মহিলাদের নিয়োগ শুরু হয়।

8 July 1951 : ১৯৫১ সালের আজকের দিনে বিশিষ্ট মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার অ্যাঞ্জেলিকা হিউস্টনের জন্ম হয়।

8 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে আরব ভূখন্ডের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় ইরাক।

8 July 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র নতুন সংবিধান গ্রহণ করে।

8 July 1981 : ১৯৮১ সালের আজকের দিনে বিশিষ্ট রুশ টেনিস তারকা আনাস্তাসিয়া মিসকিনার জন্ম হয়।

8 July 2003 : ২০০৩ সালের আজকের দিনে ইরানে বসবাসকারী যমজ বোন লোলেহ বিজানী ও লাদন বিজানীকে আলাদা করার অস্ত্রোপচার অসফল হয়।

8 July 2010 : ২০১০ সালের আজকের দিনে ক্রিস্টোফার নোলান পরিচালিত ও লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ‘ইনসেপশান’-এর প্রিমিয়ার লন্ডনে অনুষ্ঠিত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 8 July. On this day Famous Birthdays in Bengali)

8 July 1914 : ১৯১৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জ্যোতি বসু, ভারতীয় রাজনীতিবিদ।

8 July 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে উত্তর প্রদেশের আলিগড় শহরে জন্মগ্রহণ করেছিলেন বিজয় শেখর শর্মা, তিনি ভারতীয় প্রতিষ্ঠাতা এবং মোবাইল পেমেন্ট সংস্থা পেইটিএম-এর সিইও।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 8 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

8 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

8 July 2007 : ২০০৭ সালের আজকের দিনে চন্দ্র শেখর, ভারতের রাজনীতিবিদ, ভারতের 8 ম প্রধানমন্ত্রী (1990-91), 80 বছর বয়সে মারা গেলেন।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 8 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 8 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *