Close Ad close
Breaking
Sun. Jan 19th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 7 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 7 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 7 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৭ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 July. On this day Important Day in Bengali)

7 July : ৭ জুলাই আজ বিশ্ব চকোলেট দিবস।

7 July : ৭ জুলাই আজ বিশ্ব ক্ষমা দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 7 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 7 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 7 July in India. On this day Historical Famous Events in India)

7 July 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে ভারতে তফশিল জাতির অধিকার সংক্রান্ত আন্দোলনের পুরোধা রেট্টামালাই শ্রীনিবাসনের জন্ম হয়।

7 July 1914 : ১৯১৪ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাসের জন্ম হয়।

7 July 1931 : ১৯৩১ সালের আজকের দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী দীনেশ গুপ্তর মৃত্যু হয়।

7 July 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) প্রতিষ্ঠিত হয়।

7 July 1981 : ১৯৮১ সালের আজকের দিনে ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 7 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 7 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

7 July 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী আই.ভি রহমানের জন্ম হয়।

7 July 1982 : ১৯৮২ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট মডেল, উপস্থাপক ও অভিনেত্রী মমতাজ আলীয়া আকবরী ওরফে প্রত্যাশার জন্ম হয়।

7 July 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জন্ম হয়।

7 July 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে বাংলাদেশ সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়।

7 July 2007 : ২০০৭ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ এর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 7 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 7 July in the World. On this day Historical Famous Events in The World)

7 July 1901 : ১৯০১ সালের আজকের দিনে ইতালীয় চলচ্চিত্র পরিচালক ভিত্তোরিও দে সিকার জন্ম হয়।

7 July 1930 : ১৯৩০ সালের আজকের দিনে বিশিষ্ট স্কটিশ সাহিত্যিক, ও শার্লক হোম্‌সের গল্পসমূহের জন্য বিখ্যাত আর্থার কোনান ডয়েলের মৃত্যু হয়।

7 July 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে ইংরেজ ভ্রুণতত্ত্ব বিজ্ঞানী এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ‘স্কটিশ সেন্টার ফর রিজেনারেটিভ মেডিসিন বিভাগ’-এর সভাপতি ইয়ান উইলমুটের জন্ম হয়।

7 July 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে ইংরেজ প্রথম-শ্রেণীর ক্রিকেটার পল ফারব্রেসের জন্ম হয়।

7 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে জর্ডনের দ্বিতীয় বাদশাহ তালাল বিন আবদুল্লাহের মৃত্যু হয়।

7 July 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে নিউজিল্যান্ডের বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার কেটি পার্কিন্সের জন্ম হয়।

7 July 2011 : ২০১১ সালের আজকের দিনে লন্ডনে হ্যারি পটার সিরিজের অন্তিম চলচ্চিত্র ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট ২’-এর প্রিমিয়ার হয়।

7 July 2014 : ২০১৪ সালের আজকের দিনে জর্জিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও কূটনীতিক এডুয়ার্ড শেভার্দনাদজের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 7 July. On this day Famous Birthdays in Bengali)

7 July 1656 : ১৬৫৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গুরু হর কৃষান, শিখ ধর্মের 8 ম গুরু (মৃত্যু 1664)।

7 July 1981 : ১৯৮১ সালের আজকের দিনে ভারতে বিহারের রাঁচিতে জন্মগ্রহণ করেছেন এম. এস. ধোনি (মহেন্দ্র সিং ধোনি), তিনি ভারতীয় ক্রিকেটার, উইকেট কিপার ব্যাটসম্যান এবং ভারতের অধিনায়ক (ওয়ানডে: 2007-16, টেস্ট: 2008-14) ।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 7 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

7 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

7 July 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে ভারতীয় সেনা অফিসার ক্যাপ্টেন বিক্রম বাত্রা পরম বীরচক্রকে ভূষিত করেন (9 সেপ্টেম্বর, 1974) ।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 7 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 7 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *