Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 3 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 3 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 3 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 July. On this day Important Day in Bengali)

3 July : ৩ জুলাই আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 3 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 3 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 3 July in India. On this day Historical Famous Events in India)

3 July 1908 : ১৯০৮ মোজাফফরপুর বোমা হামলার প্রেক্ষিতে ব্রিটিশদের দ্বারা রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভারতীয় জাতীয়তাবাদী বাল গঙ্গাধর তিলককে গ্রেপ্তার করা হয়েছিল।

3 July 1912 : ১৯১২ সালের আজকের দিনে বাঙালী রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ অজিতকৃষ্ণ বসুর জন্ম হয়।

3 July 1918 : ১৯১৮ সালের আজকের দিনে তামিল ও তেলেগু সিনেমার অন্যতম বিশিষ্ট অভিনেতা, পরিচালক, প্রযোজক এস.ভি.রাঙ্গা রাওয়ের জন্ম হয়।

3 July 1932 : ১৯৩২ সালের আজকের দিনে বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবীর মৃত্যু হয়।

3 July 1952 : ১৯৫২ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী, কিশোরকুমারের পুত্র অমিত কুমারের জন্ম হয়।

3 July 1980 : ১৯৮০ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেটার হরভজন সিংয়ের জন্ম হয়।

3 July 2019 : ২০১৯ সালে ভারতে মুম্বাই ও তার আশেপাশের মহারাষ্ট্র রাজ্যে ভারী বর্ষা হয়েছে কমপক্ষে ৪৩ জন নিহত, এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 3 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 3 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

3 July 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।

3 July 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে রাজনীতিবিদ মোঃ শফিকুল ইসলাম শিমুলের জন্ম হয়।

3 July 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় সৈয়দ রাসেলের জন্ম হয়।

1991 : ১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ারের মৃত্যু হয়।

3 July 2009 : ২০০৯ সালের আজকের দিনে বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক আলাউদ্দিন আল আজাদের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 3 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 3 July in the World. On this day Historical Famous Events in The World)

3 July 324 : ৩২৪ সালের আজকের দিনে ‘অ্যাড্রোয়ানিপল’ এর যুদ্ধে রোমান সম্রাট প্রথম কনস্ট্যানটাইন তাঁর সহ-শাসক লিসিনিয়াসকে পরাস্ত করেন।

3 July 987 : ৯৮৭ সালের আজকের দিনে ক্যাপেটিয়ান বংশের প্রথম শাসক হিসেবে হিউজ ক্যাপেট ফ্রান্সের সিংহাসনে বসেন।

3 July 1720 : ১৭২০ সালের আজকের দিনে ডেনমার্ক ও সুইডেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

3 July 1767 : ১৭৬৭ সালের আজকের দিনে নরওয়ের সবচেয়ে প্রাচীন ও বর্তমানেও প্রচলিত সংবাদপত্র অ্যাড্রেসিয়াভিসেন (Adresseavisen)-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

3 July 1819 : ১৮১৯ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সেভিংস ব্যাঙ্ক হিসেবে নিউইয়র্কের ‘ব্যাঙ্ক অফ সেভিংস’-এর আত্মপ্রকাশ ঘটে।

3 July 1863 : ১৮৬৩ সালের আজকের দিনে আমেরিকান ভূখন্ডের সবচেয়ে ব্যপক মাত্রার যুদ্ধ ‘গেটিসবার্গের যুদ্ধ’ সংঘটিত হয়।

3 July 1883 : ১৮৮৩ সালের আজকের দিনে জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রান্‌ৎস কাফকার জন্ম হয়।

3 July 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সোভিয়েত সেনাবাহিনী ‘Operation Bagration’ দ্বারা মিন্সক নামক অঞ্চলটি নাৎসিদের হাত থেকে মুক্ত করে।

3 July 1962 : ১৯৬২ সালের আজকের দিনে ‘মিশন ইম্পসিবল’-সিরিজে অভিনয়ের করে বিখ্যাত বিশিষ্ট আমেরিকান অভিনেত্রী টম ক্রুজের জন্ম হয়।

3 July 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মার্কিন সঙ্গীতশিল্পী জিম মরিসনের মৃত্যু হয়।

3 July 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ‘Wikileaks’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জন্ম হয়।

2018 : ২০১৮ সালের আজকের দিনে সৌয়াদ অ্যাবডেরাহিম টিউনেশিয়ার টিউনিস অঞ্চলের প্রথম মহিলা মেয়র হিসেবে নির্বাচিত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 3 July. On this day Famous Birthdays in Bengali)

3 July 1910 : ১৯১০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন এরিক ফ্র্যাঙ্কলিন, ভারতীয় বেসামরিক কর্মচারী।

3 July 1941 : ১৯৪১ আদুর গোপালকৃষ্ণন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক (কথাপুশন, মাথিলুকাল), ব্রিটিশ ভারতের মানুডাডি, ট্রাভানকুরে জন্মগ্রহণ করেন।

3 July 1982 : ১৯৮২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন কানিকা, ভারতীয় অভিনেত্রী।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 3 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

3 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

3 July 2015 : ২০১৫ বারমুডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী (দ্য ইন্ডিয়ান ফাইটার) ডায়ানা ডগলাস 92 বছর বয়সে মারা গেলেন।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 3 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 3 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *