Close Ad close
Breaking
Sat. Oct 5th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 29 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 29 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 29 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৯ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 29 June. On this day Important Day in Bengali)

29 June : ২৯ জুন আজ আন্তর্জাতিক মাটি দিবস

29 June : ২৯ জুন আজ বিশ্ব শিল্প নকশা দিবস

29 June : ২৯ জুন আজ ক্যামেরা দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 29 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 29 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 29 June in India. On this day Historical Famous Events in India)

29 June 1864 : ১৮৬৪ সালের আজকের দিনে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয়। তিনি ছিলেন শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর।

29 June 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে বিশিষ্ট পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবীশের জন্ম হয়।

29 June 1873 : ১৮৭৩ সালের আজকের দিনে উনিশ শতকের প্রখ্যাত বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তর মৃত্যু হয়।

29 June 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে বাঙালি কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্ম হয়।

29 June 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে খ্যাতনামা বিশিষ্ট গণিতবিদ দামোদর ধর্মানন্দ কোসাম্বির মৃত্যু হয়।

29 June 2012 : ২০১২ সালে ভারতে 16 জন নকশাল মাওবাদী বিদ্রোহীদের পুলিশ হত্যা করেছে।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 29 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 29 June in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

29 June 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়ের জন্ম হয়।

29 June 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে লেখক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক সাদাত হোসাইনের জন্ম হয়।

29 June 2008 : ২০০৮ সালের আজকের দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ফকরুদ্দিন আহমেদ ইউ.এস. এর এম্বাসেডরের সঙ্গে তাঁর বৈঠকে ঘোষণা করেন বাংলাদেশ ইউরোপীয় রাষ্ট্র কসোভাকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেবে।

29 June 2014 : ২০১৪ সালের আজকের দিনে বাংলাদেশী বাঙালি কবি আবুল হোসেনের মৃত্যু হয়।

29 June 2015 : ২০১৫ সালের আজকের দিনে বাংলাদেশী চিকিৎসা বিজ্ঞানী মুজিবুর রহমানের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 29 June in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 29 June in the World. On this day Historical Famous Events in The World)

29 June 1613 : ১৬১৩ সালের আজকের দিনে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

29 June 1858 : ১৮৫৮ সালের আজকের দিনে পানামা খালের আমেরিকান ইঞ্জিনিয়ার জর্জ ওয়াশিংটন গোথেলসের জন্ম হয়।

29 June 1886 : ১৮৮৬ সালের আজকের দিনে ফ্রান্সের বিখ্যাত চিত্র শিল্পী এডলফ মন্টিসেলির মৃত্যু হয়।

29 June 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে শ্রীলংকার ৫ম রাষ্ট্রপতি চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গার জন্ম হয়।

29 June 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা করা হয়।

29 June 1958 : ১৯৫৪ সালের আজকের দিনে ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার, কোচ ও ম্যানেজার লেওভেগিল্ডো লিন্স ডা গামা জুনিয়রের জন্ম হয়।

29 June 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে ইংরেজ অভিনেত্রী ও গায়িকা জুলেইখা রবিনসনের জন্ম হয়।

29 June 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে আমেরিকান গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নিকোলে সচেরযিঙ্গের এর জন্ম হয়।

29 June 1980 : ১৯৮০ সালের আজকের দিনে বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনসের জন্ম হয়।

29 June 1990 : ১৯৯০ সালের আজকের দিনে ফরাসি ফুটবলার এভার ম্যাক্সিমিলিয়ানো দেভিদ বানেগার জন্ম হয়।

29 June 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী ও গায়িকা লানা টার্নারের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 29 June. On this day Famous Birthdays in Bengali)

29 June 1864 : ১৮৬৪ সালে আজকের দিনে আশুতোষ মুখোপাধ্যায়, বাঙালি শিক্ষাবিদ, আইনবিদ, ব্যারিস্টার এবং গণিতবিদ “বাংলার বাঘ” হিসাবে বর্ণিত, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু – ১৯২৪)।

29 June 1893 : ১৮৯৩ সালে আজকের দিনে প্রসন্ত চন্দ্র মহালানোবিস, ভারতীয় বিজ্ঞানী এবং প্রয়োগ পরিসংখ্যানবিদ (মহালানোবিস দূরত্ব), যার জন্ম তারিখ ভারতে প্রতিবছর “জাতীয় পরিসংখ্যান দিবস” হিসাবে উদযাপিত হয়, কলকাতায়, বাংলার, ব্রিটিশ ভারতের জন্ম হয় (মৃত্যু – 1972)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 29 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

29 June : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

29 June 1873 : ১৮৭৩ সালে আজকের দিনে মারা যান মাইকেল মধুসূদন দত্ত, বাঙালি কবি (জন্ম – 1824)।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 29 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 29 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *