Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 28 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 28 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 28 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৮ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 28 June. On this day Important Day in Bengali)

28 June : ২৮ জুন আজ বীমা সচেতনতা দিবস।

28 June : ২৮ জুন আজ আন্তর্জাতিক দেহ ছিদ্র দিবস।

28 June : ২৮ জুন আজ হ্যাপি হার্ট আলিঙ্গন দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 28 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 28 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 28 June in India. On this day Historical Famous Events in India)

28 June 1657 : ১৬৫৭ সালের আজকের দিনে দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।

28 June 1757 : ১৭৫৭ সালের আজকের দিনে মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।

28 June 1894 : ১৮৯৪ নাটাল আইনসভাটি দক্ষিণ আফ্রিকার ভারতীয় ফ্র্যাঞ্চাইজ বিলটি চালু করার পরিকল্পনা করেছে।

28 June 1898 : ১৮৯৪ সালের আজকের দিনে বাংলা ‘কল্লোল’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক গোকুলচন্দ্র নাগের জন্ম হয়।

28 June 1921 : ১৯২১ সালের আজকের দিনে ভারতের নবম প্রধানমন্ত্রী পি. ভি. নরসিমা রাওয়ের জন্ম হয়।

28 June 1958 : ১৯৫৪ সালের আজকের দিনে জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।

28 June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বিশিষ্ট বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবীশের মৃত্যু হয়।

28 June 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 28 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 28 June in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

28 June 1920 : ১৯২০ সালের আজকের দিনে ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রাণপুরুষ মোহাম্মদ আবুল কাশেমের জন্ম হয়।

28 June 1940 : ১৯৪০ সালের আজকের দিনে বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের জন্ম হয়।

28 June 1941 : ১৯৪১ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমানের জন্ম হয়।

28 June 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।

28 June 1990 : ১৯৯০ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট টিমের সদস্য তাহিন তাহেরার জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 28 June in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 28 June in the World. On this day Historical Famous Events in The World)

28 June 1491 : ১৪৯১ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির জন্ম হয়।

28 June 1577 : ১৫৭৭ সালের আজকের দিনে ফ্লেমিশ চিত্রশিল্পী ও কূটনীতিক পিটার পল রুবেনসের জন্ম হয়।

28 June 1712 : ১৭১২ সালের আজকের দিনে সুইজারল্যান্ডীয় দার্শনিক জঁ-জাক রুসোর জন্ম হয়।

28 June 1820: ১৮২০ সালের আজকের দিনে প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয়।

28 June 1838 : ১৮৩৮ সালের আজকের দিনে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক ঘটে।

28 June 1867 : ১৮৬৭ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক, কবি ও নাট্যকার লুইগি পিরান্ডেলোর জন্ম হয়।

28 June 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে আমেরিকান লেখক ও সমাজ কর্মী আলেকজান্ডার বেরকমানের মৃত্যু হয়।

28 June 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে ক্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন।

28 June 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে ইসরাইল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল হয়।

28 June 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ফরাসি ফুটবলার ফাবিয়ঁ বার্থেজের জন্ম হয়।

28 June 1992 : ১৯৯২ সালের আজকের দিনে বিশ্বচ্যাম্পিয়ন লাতভিয় দাবাড়ু মিখাইল তালের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 28 June. On this day Famous Birthdays in Bengali)

28 June 1787 : ১৭৮৭ হ্যারি স্মিথ, ইংরেজ সামরিক কমান্ডার এবং ব্রিটিশ-ভারতীয় বাহিনীর নেতা (আলিওয়ালের যুদ্ধ), ইংল্যান্ডের কেম্ব্রিজেশায়ার হুইটলসিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1860)।

28 June 1921 : ১৯২১ পি.ভি.নরসিমহা  নরসিংহ রাও, ভারতীয় রাজনীতিবিদ, ভারতের প্রধানমন্ত্রী (1991-96), ভারতের ওয়ারঙ্গল জেলায় জন্ম (মৃত্যু 2004)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 28 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

28 June : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

28 June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে প্রসন্ত চন্দ্র মহালানোবিস 78 বছর বয়সে মারা যান। তিনি ভারতীয় বিজ্ঞানী এবং প্রয়োগ পরিসংখ্যানবিদ (মহালানোবিস দূরত্ব), যার জন্ম তারিখ ভারতে প্রতি বছর “জাতীয় পরিসংখ্যান দিবস” হিসাবে পালিত হয়।

28 June 2009 : ২০০৯ সালের আজকের দিনে মারা যান এ. কে. লোহিতাদাস, ভারতীয় চিত্রনাট্যকার, পরিচালক, এবং প্রযোজক (জন্ম – ১৯৫৫)।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 28 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 28 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *