Close Ad close
Breaking
Tue. Nov 19th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 22 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 22 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 22 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২২ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 22 July. On this day Important Day in Bengali)

22 July : Click here

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 22 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 22 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 22 July in India. On this day Historical Famous Events in India)

22 July 1814 : ১৮১৪ সালের আজকের দিনে সমাজ সংস্কারক ও গদ্য লেখক প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) এর জন্ম হয়।

22 July 1847 : ১৮৪৭ সালের আজকের দিনে সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম হয়।

22 July 1918 : ১৯১৮ সালের আজকের দিনে প্রথম ভারতীয় যুদ্ধবিমান চালক ইন্দ্রলাল রায়ের যুদ্ধরত অবস্থায় মৃত্যু হয়।

22 July 1923 : ১৯২৩ সালের আজকের দিনে ভারতীয় গায়ক ও অভিনেতা মুকেশ চাঁদ মাথুরের জন্ম হয়।

22 July 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ভারতের গণ পরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।

22 July 2012 : ২০১২ প্রণব মুখার্জি ভারতের ১৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

22 July 2018 : ২০১৮ ভারতের চন্দ্রায়ণ মিশন, চন্দ্রায়ণ -২ সফলভাবে সতিশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা থেকে চাঁদের নরম ভূমিতে ল্যান্ডিং হওয়ার লক্ষ্য নিয়ে সফলভাবে যাত্রা শুরু করেছিল।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 22 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 22 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

22 July 1926 : ১৯২৬ সালের আজকের দিনে শহীদ অধ্যাপক ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম হয়।

22 July 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে রাজনীতিবিদ মশিউর রহমান রাঙ্গার জন্ম হয়।

22 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে গুয়াতেমালা বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

22 July 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে ক্রিকেটার জুপিটার ঘোষের জন্ম হয়।

22 July 2019 : ২০১৯ সালের আজকের দিনে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের অনুর্ধ উনিশ দল ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দেয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 22 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 22 July in the World. On this day Historical Famous Events in The World)

22 July 1861 : ১৪৬১ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা সপ্তম চার্লসের মৃত্যু হয়।

22 July 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জেমস হোয়েলের জন্ম হয়।

22 July 1917 : ১৯১৭ সালের আজকের দিনে আলেকজান্দার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।

22 July 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে উইলি পোস্ট প্রথম একা পৃথিবী প্রদক্ষিণ করেন। বায়ুযানে পৃথিবী প্রদক্ষিণ করতে তাঁর সময় লেগেছিল সাত দিন ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।

22 July 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে আমেরিকান গ্যাংস্টার জন ডিলিঞ্জারের মৃত্যু হয়।

22 July 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে ব্রিটেনে পাওরুটির রেশন চালু হয়।

22 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।

22 July 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে জার্মান অভিনেত্রী ফ্রাঙ্কা পটেন্টে এর জন্ম হয়।

22 July 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে ডেনিশ ফুটবলার ডেনিস রোমেডাহলের জন্ম হয়।

22 July 1980 : ১৯৮০ সালের আজকের দিনে বেলজিয়ান গায়িকা ও গীতিকার কেট রায়ানের জন্ম হয়।

22 July 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় স্টুয়ার্ট ডাউনিংয়ের জন্ম হয়।

22 July 1992 : ১৯৯২ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী ও গায়িকা সেলিনা গোমেজের জন্ম হয়।

22 July 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার হ্যারল্ড লারউডের মৃত্যু হয়।

22 July 2000 : ২০০০ সালের আজকের দিনে পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

22 July 2003 : ২০০৩ সালের আজকের দিনে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মুসেলের কাছে মার্কিন হামলায় নিহত হয়।

22 July 2013 : ২০১৩ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ডেনিস ফারিনার মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 22 July. On this day Famous Birthdays in Bengali)

22 July 1923 : ১৯২৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মুকেশ, ভারতীয় গায়ক (মৃত্যু 1976)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 22 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

22 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

22 July : Click here

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 22 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 22 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *