Close Ad close
Breaking
Fri. Oct 4th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 21 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 21 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২১ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 21 June. On this day Important Day in Bengali)

21 June : ২১ জুন আজ আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস।

21 June : ২১ জুন আজ বিশ্ব সঙ্গীত দিবস।


21 June : ২১ জুন আজ বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 21 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 21 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 21 June in India. On this day Historical Famous Events in India)

21 June 1862 : ১৮৬২ সালের আজকের দিনে অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুন ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

21 June 1912 : ১৯১২ সালের আজকের দিনে হিন্দি ভাষার গুরুত্বপূর্ণ লেখক বিষ্ণু প্রভাকরের জন্ম হয়।

21 June 1921 : ১৯২১ সালে আজকের দিনে যুক্তরাজ্য, আধিপত্য এবং ভারত, ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস হয়।

21 June 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে লর্ড মাউন্টব্যাটেন ভারতের গভর্নর জেনারেল পদত্যাগ করেছেন (পূর্বে শেষ ভাইসরয়)।

21 June 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

21 June 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জন্ম হয়।

21 June 1991 : ১৯৯১ সালে আজকের দিনে পি.ভি.নরসিমহা  নরসিংহ রাও কংগ্রেস সংখ্যালঘু সরকারের প্রধান হয়ে ভারতের প্রধানমন্ত্রী হন।

21 June 2012 : ২০১২ সালের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ, কূটনীতিজ্ঞ আবিদ হুসেনের মৃত্যু হয়।

21 June 2015 : ২০১৫ সালে ভারতের মুম্বাইতে মুনশাইন পান করে 94 জন মারা গেছে এবং 45 জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 21 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 21 June in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

21 June 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে একুশে পদক বিজয়ী সাংবাদিক, চলচ্চিত্রনির্মাতা সাদেক খানের জন্ম হয়।

21 June 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে একুশে পদক বিজয়ী বাংলাদেশী নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষ রাহিজা খানম ঝুনুর জন্ম হয়।

21 June 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি নির্মলেন্দু গুণের জন্ম হয়।

21 June 1991 : ১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশি কবি, গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ এর মৃত্যু হয়।

21 June 2002 : ২০০২ সালের আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ করেন। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করে।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 21 June in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 21 June in the World. On this day Historical Famous Events in The World)

21 June 1037 : ১০৩৭ সালের আজকের দিনে কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী ইবনে সিনার মৃত্যু হয়।

21 June 1377 : ১৩৭৭ সালের আজকের দিনে ইংল্যান্ড রাজা তৃতীয় এডওয়ার্ডের মৃত্যু হয়।

21 June 1631 : ১৬৩১ সালের আজকের দিনে ইংরেজ নৌসেনাপতি ও এক্সপ্লোরার জন স্মিথের মৃত্যু হয়।

21 June 1732 : ১৭৩২ সালের আজকের দিনে জার্মান পিয়ানোবাদক ও সুরকার জোহান ক্রিস্টোফ ফ্রেডরিখ বাচের জন্ম হয়।

21 June 1905 : ১৯০৫ সালের আজকের দিনে ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক ও সমালোচক জঁ-পল সার্ত্র্ এর জন্ম হয়।

21 June 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার ও কোচ জন হাগ এডরিচের জন্ম হয়।

21 June 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান পরিচালক ও প্রযোজক টনি স্কটের জন্ম হয়।

21 June 1952 : ১৯৫২ সালের আজকের দিনে নিউজিল্যান্ড বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার জেরেমি ভার্নন কোনির জন্ম হয়।

21 June 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর জন্ম হয়।

21 June 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে ফরাসি সাবেক ফুটবলার ও ম্যানেজার মিশেল ফ্রাংকোইশ প্লাতিনির জন্ম হয়।

21 June 1970 : ১৯৭০ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ান রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি সূকর্ণর মৃত্যু হয়।

21 June 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জুলিয়েটে লুইসের জন্ম হয়।

21 June 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব করেন।

21 June 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে প্রথমে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সঙ্গীত দিবস পালন করা শুরু হয়।

21 June 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে মেক্সিকান ফুটবল খেলোয়াড় পাবলো বাররেরার জন্ম হয়।

21 June 1990 : ১৯৯০ সালের আজকের দিনে ইরানে ভূমিকম্পে ৪০ হাজার মানুষের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 21 June. On this day Famous Birthdays in Bengali)

21 June : Click here

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 21 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

21 June : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

21 June : Click here

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 21 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 21 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *