Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 18 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 18 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 18 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৮ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 18 June. On this day Important Day in Bengali)

18 June : ১৮ জুন International Picnic Day পালিত হয়।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 18 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 18 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 18 June in India. On this day Historical Famous Events in India)

18 June 1576 : ১৫৭৬ সালের আজকের দিনে রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।

18 June 1913 : ১৯১৩ সালের আজকের দিনে মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।

18 June 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।

18 June 1946 : ১৯৪৬ ডঃ রাম মনোহর লোহিয়া, একজন সমাজতান্ত্রিক গোয়ায় পর্তুগিজদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন দিবসের ডাক দিয়েছিলেন।  পানজিমে এই রাস্তার নামানুসারে একটি রাস্তার নামকরণ করা হয়েছে।

18 June 1999 : ১৯৯৯ সালের হিন্দি ছবি “হাম দিল দে চুক সানাম” সঞ্জয় লীলা ভানসারি পরিচালিত, অভিনয় করেছেন সালমান খান, অজয় ​​দেবগন ও ঐশ্বরিয়া রায়।

18 June 2001 : ২০০১ নাগা বিদ্রোহী এবং ভারত সরকারের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে মণিপুরে বিক্ষোভ হয়।

18 June 2005 : ২০০৫ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার সৈয়দ মুশতাক আলীর মৃত্যু হয়।

18 June 2016 : ২০১৬ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, উদ্যোগপতি ডক্টর জেপিয়ারের মৃত্যু হয়।

18 June 2019 : ২০১৯ জলাধারগুলি শুকিয়ে যাওয়ার কারণে, 4 মিলিয়ন মানুষ নিয়ে ভারতের ষষ্ঠ বৃহত্তম শহর চেন্নাই ছাড়ছে।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 18 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 18 June in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

18 June 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে বাংলাদেশের একাদশ প্রধান বিচারপতি মেহমাদুল আমিন চৌধুরীর জন্ম হয়।

18 June 1950 : ১৯৫০ সালের আজকের দিনে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনামের জন্ম হয়।

18 June 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকি আখন্দের জন্ম হয়।

18 June 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিমের মৃত্যু হয়।

18 June 2002 : ২০০২ সালের আজকের দিনে শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিমের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 18 June in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 18 June in the World. On this day Historical Famous Events in The World)

18 June 1812 : ১৮১২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

18 June 1812 : ১৮১২ সালের আজকের দিনে রাশিয়ান সাংবাদিক ও লেখক ইভান গঞ্চারোভের জন্ম হয়।

18 June 1815 : ১৮১৫ সালের আজকের দিনে ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।

18 June 1902 : ১৯০২ সালের আজকের দিনে ইংরেজ লেখক ও কবি স্যামুয়েল বাটলারের মৃত্যু হয়।

18 June 1942 : ১৯৪২ সালের আজকের দিনে ইংরেজ পপ সঙ্গীত তারকা পল ম্যাককার্টনির জন্ম হয়।

18 June 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে সৌদি বাদশা ফয়সালকে হত্যার দায়ে প্রিন্স মুসায়েদকে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়।

18 June 2010 : ২০১০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী পর্তুগিজ সাংবাদিক, লেখক, কবি ও নাট্যকার জোসে সারামাগোর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 18 June. On this day Famous Birthdays in Bengali)

18 June : Click here

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 18 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

18 June : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 18 June. On this day Famous Deaths in Bengali)

18 June 1858 : ১৮৫৮ উত্তর ভারতের ঝাঁসি রাজ্যের রাজকুমারী এবং ভারতীয় বিদ্রোহের নেতা (১৮৫৭-৫৮) লক্ষ্মী বাই ২৩ বছর বয়সে মারা গেলেন।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 18 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 18 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *