Close Ad close
Breaking
Mon. Jan 20th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 18 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 18 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 18 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৮ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 18 July. On this day Important Day in Bengali)

18 July : আজ ১৮ জুলাই আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 18 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 18 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 18 July in India. On this day Historical Famous Events in India)

18 July 715 : ৭১৫ সালের আজকের দিনে সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসেমের মৃত্যু হয়।

18 July 1861 : ১৮৬১ সালের আজকের দিনে প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্ম হয়।

18 July 1909 : ১৯০৯ সালের আজকের দিনে কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দের  জন্ম হয়।

18 July 1914 : ১৯১৪ সালের আজকের দিনে গান্ধীজি নিষ্ক্রিয় প্রতিরোধের সফল প্রচারের পরে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেছিলেন।

18 July 1947 : ১৯৪৭ রাজা ষষ্ঠ জর্জ ভারতীয় স্বাধীনতা আইনে স্বাক্ষর করেছিলেন।

18 July 1971 : ১৯৭১ সালের আজকের দিনে জনপ্রিয় গায়ক ও গীতিকার সুখবিন্দর সিংয়ের জন্ম হয়।

18 July 1980 : ১৯৮০ সালের আজকের দিনে রোহিনী 1, প্রথম ভারতীয় উপগ্রহ, কক্ষপথে উৎক্ষেপণ করেন।

18 July 1982 : ১৯৮২ সালের আজকের দিনে হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্ম হয়।

18 July 2012 : ২০১২ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় অভিনেতা রাজেশ খান্নার মৃত্যু হয়।

18 July 2018 : ২০১৮ ভারতের চেন্নাইয়ে এক 12 বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের আক্রমণ করে সতেরো জন পুরুষ।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 18 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 18 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

18 July 1841 : ১৮৪১ সালের আজকের দিনে ঢাকা কলেজ প্রতিষ্ঠার অনুমোদন পাওয়া যায়।

18 July 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে বিশিষ্ট কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলীর জন্ম হয়।

18 July 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে ক্রিকেটার হাবিবুর রহমানের জন্ম হয়।

18 July 2019 : ২০১৯ সালের আজকের দিনে বাংলাদেশে ‘রাষ্ট্রীয় মৎস্যজীবি সপ্তাহ ২০১৯’ ও মৎস্যমেলার সূচনা হয়।

18 July 2019 : ২০১৯ সালের আজকের দিনে প্রথম কার্গো জাহাজ ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে আসে।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 18 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 18 July in the World. On this day Historical Famous Events in The World)

18 July 477 : ৪৭৭ খ্রিস্টপূর্বাব্দের আজকের দিনে ক্রিমিয়ার যুদ্ধ (রোমান বনাম এট্রাস্কান যুদ্ধ) হয় যেখানে রোমান সেনাবাহিনী পরাজয় বরণ করে।

18 July 1858 : ১৮৫৪ সালের আজকের দিনে স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।

18 July 1913 : ১৯১৩ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা রেড স্কেলটনের জন্ম হয়।

18 July 1914 : ১৯১৪ সালের আজকের দিনে ফরাসি ফুটবলার অস্কার হেইজারের জন্ম হয়।

18 July 1916 : ১৯১৬ সালের আজকের দিনে আমেরিকার বেসবল প্লেয়ার জনি হপের জন্ম হয়।

18 July 1918 : ১৯১৮ সালের আজকের দিনে অফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা ড. নেলসন ম্যান্ডেলার জন্মগ্রহণ করেন।

18 July 1925 : ১৯২৫ সালের আজকের দিনে অ্যাডলফ হিটলার-এর বই ‘মেরিন কাম্পট’ প্রথম প্রকাশিত হয়।

18 July 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে রুশ কবি ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কোর এর জন্ম হয়।

18 July 1940 : ১৯৪০ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা জেমস ব্রোলিনের জন্ম হয়।

18 July 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং কোচ ডেনিস লিলির জন্ম হয়।

18 July 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে ক্যালিফর্নিয়ায় মাউন্টেইন ভিউ ‘ইন্টেল’ কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

18 July 1992 : ১৯৯২ সালের আজকের দিনে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এ প্রথম ছবি (লেস হরিবিলেস কার্নেটেসের) পোস্ট করা হয়।

18 July 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে মুল্লাইটিভুর যুদ্ধ সংগঠিত হয়। এইদিন লিবারেশন টাইগারস অফ তামিল ইলম শ্রীলঙ্কার ১২০০ সৈন্যকে হত্যা করে।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 18 July. On this day Famous Birthdays in Bengali)

18 July 1811 : ১৮১১ উইলিয়াম মেকপিস ঠাকরে, ব্রিটিশ ঔপন্যাসিক (ভ্যানিটি ফেয়ার), ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন (মৃত্যু – 1863)।

18 July 1935 : ১৯৩৫ জয়েন্দ্র সরস্বতী, হিন্দু ধর্মাবলম্বী নেতা (69 তম শঙ্করাচার্য গুরু), তামিলনাড়ুর তানজাবুরের ইরুল্নেকিতে জন্মগ্রহণ করেছেন (মৃত্যু – 2018)।

18 July 1982 : ১৯৮২ সালের আজকের দিনে প্রিয়াঙ্কা চোপড়া, ভারতীয় অভিনেত্রী, গায়ক এবং বিউটি কুইন (মিস ওয়ার্ল্ড 2000), ভারতের জামশেদপুরে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 18 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

18 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

18 July 2012 : ২০১২ সালে ভারতীয় বলিউড অভিনেতা রাজেশ খান্না “ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার” 69 বছর বয়সে কিডনিজনিত সমস্যায় মারা যান।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 18 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 18 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *