Close Ad close
Breaking
Fri. Oct 4th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 17 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 17 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 17 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৭ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 17 July. On this day Important Day in Bengali)

17 July : আজ ১৭ জুলাই বিশ্ব ন্যায়বিচার দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 17 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 17 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 17 July in India. On this day Historical Famous Events in India)

17 July 1823 : ১৮২৩ সালের আজকের দিনে গভর্নর জেনারেল জন এ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়।

17 July 1855 : ১৮৫৫ সালের আজকের দিনে পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয়।

17 July 1861 : ১৮৬১ সালের আজকের দিনে কংগ্রেস কাগজের নোট অনুমোদন করে।

17 July 1917 : ১৯১৭ সালের আজকের দিনে বাঙালি নাট্যমঞ্চের খ্যাতনামা অভিনেতা বিজন ভট্টাচার্য এর জন্ম হয়।

17 July 1992 : ১৯৯২ সালের আজকের দিনে ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী ও গায়িকা কানন বালা দেবীর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 17 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 17 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

17 July 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পঞ্চম উপাচার্য মুশারফ হোসেন খানের জন্ম হয়।

17 July 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে গীতিকার নজরুল ইসলাম বাবুর জন্ম হয়।

17 July 1950 : ১৯৫০ সালের আজকের দিনের রাজনীতিবিদ, বাংলদেশের বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জন্ম হয়।

17 July 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে বাংলাদেশী বংশোদ্ভূত ইংরেজ রাজনীতিবিদ মানযিলা পলা উদ্দিনের জন্ম হয়।

17 July 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 17 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 17 July in the World. On this day Historical Famous Events in The World)

17 July 1058 : ১০৫৪ সালের আজকের দিনে সম্রাট তৃতীয় হেনরির পুত্র চতুর্থ হেনরির অভিষেক হয়।

17 July 1698 : ১৬৯৮ সালের আজকের দিনে ফরাসি গণিতবিদ ও দার্শনিক পিয়ের লুইস মাউপেরটুইসের জন্ম হয়।

17 July 1712 : ১৭১২ সালের আজকের দিনে ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।

17 July 1790 : ১৭৯০ সালের আজকের দিনে টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট করেন।

17 July 1797 : ১৭৯৭ সালের আজকের দিনে ফরাসি চিত্রশিল্পী হিপোলয়টে ডেলারচেভের জন্ম হয়।

17 July 1900 : ১৯০০ সালের আজকের দিনে ব্রিটিশ ম্যাগাজিন পাঞ্চ প্রকাশিত হয়।

17 July 1913 : ১৯১৩ সালের আজকের দিনে বিখ্যাত ফরাসী দার্শনিক রুজে গারুদীর জন্ম হয়।

17 July 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে ক্যালফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন হয়।

17 July 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে।

17 July 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার ২৭তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 17 July. On this day Famous Birthdays in Bengali)

17 July 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে লেহম্বার হুসেনপুরি, ভারতীয় গায়ক, ভারতের কাপুরতলায় জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 17 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

17 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

17 July : Click here

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 17 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 17 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *