আজকের বিখ্যাত দিনে : The Famous Day 2nd June (Bengali)
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২ জুন।
আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 2nd June in History (Bengali)
আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 2nd June in India (Bengali)
2nd June 1900 : ১৯০০ সালের আজকের দিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সমাজসংস্কারক শ্রী রাম শর্মা আচার্যের মৃত্যু হয়।
2nd June 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে বিশিষ্ট উদ্যোগপতি, ভারতের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির জন্ম হয়।
2nd June 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে বিখ্যাত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পরিচালক মণি রত্নমের জন্ম হয়।
2nd June 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসুর মৃত্যু হয়।
2nd June 1980 : ১৯৮০ সালের আজকের দিনে বিশিষ্ট তীরন্দাজ দোলা ব্যানার্জির জন্ম হয়।
2nd June 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেত্রী সোনাক্ষী সিনহার জন্ম হয়।
2nd June 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাজ কাপুরের মৃত্যু হয়।
2nd June 2014 : ২০১৪ সালের আজকের দিনে তেলেঙ্গানা আনুষ্ঠানিকভাবে ভারতের ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে।
2nd June 2015 : ২০১৫ সালের আজকের দিনে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক ও শিল্পী সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের মৃত্যু হয়।
আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 2nd June in Bangladesh (Bengali)
2nd June 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর জন্ম হয়।
2nd June 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের মৃত্যু হয়।
2nd June 1981 : ১৯৮১ সালের আজকের দিনে ঢাকায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দফন সম্পন্ন হয়।
2nd June 1981 : ১৯৮১ সালের আজকের দিনে কথাশিল্পী আকবর হোসেনের মৃত্যু হয়।
2nd June 1982 : ১৯৮২ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপুর জন্ম হয়।
আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 2nd June in World (Bengali)
2nd June 1535 : ১৫৩৫ সালের আজকের দিনে পোপ একাদশ লিওর জন্ম হয়।
2nd June 1731 : ১৭৩১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি মার্থা ওয়াশিংটনের জন্ম হয়।
2nd June 1965 : ১৮৬৫ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার জর্জ লোহম্যানের জন্ম হয়।
2nd June 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে সুইডেনের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক লাসে হালস্ত্রোমের জন্ম হয়।
2nd June 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়ার জন্ম হয়।
2nd June 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে পোপ দ্বিতীয় জন পল প্রথম কোনো পোপ হিসেবে কোনো কমিউনিস্ট দেশ (পোল্যান্ড) পরিভ্রমন করেন।
2nd June 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে ‘ভুটান ব্রডকাস্টিং সার্ভিস’ আনুষ্ঠানিকভাবে দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।
2nd June 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে শ্রীলঙ্কার বিখ্যাত ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের জন্ম হয়।
2nd June 2012 : ২০১২ সালের আজকের দিনে মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মুবারককে ২০১১ সালের মিশরীয় বিপ্লবের সময় ব্যপক হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়।