Close Ad close
Breaking
Thu. Jan 16th, 2025

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 4th June in Bengali

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 4th June in Bengali
আজকের বিখ্যাত দিনে : The Famous Day 4th June in Bengali

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৪ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

4th June : আন্তর্জাতিক আগ্রাসন আক্রান্ত শিশু দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : The Famous day 4th June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : The Famous day 4th June in India (Bengali)

4th June 1904 : ১৯০৪ সালের আজকের দিনে বিশিষ্ট পরিবেশবিদ ভগত পুরাণ সিং এর জন্ম হয়।

4th June 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেত্রী নূতনের জন্ম হয়।

4th June 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে বিশিষ্ট সংগীতশিল্পী, সঙ্গীত পরিচালক এস. পি. বালাসুব্রামনিয়ানের জন্ম হয়।

4th June 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে বিখ্যাত কৌতুকশিল্পী অশোক শরফের জন্ম হয়।

4th June 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।

4th June 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে বিশিষ্ট উদ্যোগপতি অনিল অম্বানির জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : The Famous day 4th June in Bangladesh (Bengali)

4th June 1925 : ১৯২৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মহিলা সাংবাদিক নূরজাহান বেগমের জন্ম হয়।

4th June 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে মুক্তিযোদ্ধা বাদল রহমানের জন্ম হয়।

4th June 1971 : ১৯৭১ সালের আজকের দিনে রাজাকার-আলবদরদের সহযোগিতায় পাকিস্তানি সেনা বাহিনী নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামে হানা দিয়ে প্রায় চারশো বাঙালিকে হত্যা করে।

4th June 2017 : ২০১৭ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’ পাড়ি জমায় মহাকাশে।

4th June 2018 : ২০১৮ সালের আজকের দিনে মহিলাদের এশিয়াকাপে বাংলাদেশ পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : The Famous day 4th June in World (Bengali)

4th June 1039 : ১০৩৯ সালের আজকের দিনে তৃতীয় হেনরি রোমের সম্রাট হন।

4th June 1674 : ১৬৭৪ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাসাচুসেটস শহরে ঘোড়দৌড়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

4th June 1783 : ১৭৮৩ সালের আজকের দিনে মন্টগলফিয়ার ভ্রাতৃদ্বয় প্রথম গরম হাওয়া দ্বারা চালিত বেলুন বাতাসে ওড়ান।

4th June 1845 : ১৮৪৫ সালের আজকের দিনে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়।

4th June 1896 : ১৮৯৬ সালের আজকের হেনরি ফোর্ড প্রথম তার ‘ফোর্ড’ ব্র্যান্ডের গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের রাস্তায় চালান।

4th June 1917 : ১৯১৭ সালের আজকের দিনে রিচার্ডস ও এলিয়টকে প্রথম পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়।

4th June 1920 : ১৯২০ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধের শেষে প্যারিস শান্তি সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির ত্রিয়ানোঁ চুক্তি (Traité de Trianon) স্বাক্ষরিত হয়।

4th June 1926 : ১৯২৬ সালের আজকের দিনে বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার ফ্রেড স্পোফোর্থ এর মৃত্যু হয়।

4th June 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন সেনাবাহিনী রোমের অভ্যন্তরে প্রবেশ করে।

4th June 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে মালদ্বীপে সংবিধানকে গ্রহণ করা হয়।

4th June 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বিশিষ্ট হাঙ্গেরীয় দার্শনিক গোর্গি লুকাসের মৃত্যু হয়।

4th June 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে জন ওয়েটজেল, টম বার্নেস ও জর্জ চ্যাস্টেইন একত্রে এ.টি.এম (ATM)-এর পেটেন্ট নেন।

4th June 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে বিশিষ্ট মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম হয়।

4th June 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে বিশিষ্ট জার্মান ফুটবল খেলোয়াড় লুকাস পোদোলস্কির জন্ম হয়।

4th June 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে জো ক্লার্ক কানাডার ইতিহাসে নবীনতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী : Today Famous Marriage Anniversary

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

4th June 1902 : ১৯০২ রিচার্ড অ্যালেন, ভারতের ফিল্ড হকি গোল টেন্ডার (অলিম্পিক গোল্ড মেডেল ১৯২৮), ভারতের নাগপুরে জন্মগ্রহণ করেন (মৃত্যু: ১৯৬৯)।

4th June 1936 : ১৯৩৬ নূতন বাহল, ভারতীয় অভিনেত্রী (সীমা, বন্দিনী), বোম্বাই, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন (মৃতু : ১৯৯১)।

4th June 1959 : ১৯৫৯ অনিল আম্বানি, ভারতীয় ব্যবসায়ী (রিলায়েন্স গ্রুপ), ভারতের বোম্বাই, মহারাষ্ট্র রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

4th June 2019 : ২০১৯  জিগস কালরা, ভারতীয় খাদ্য লেখক “ভারতীয় খাবারের জার”, ৭২ বছর বয়সে মারা গেলেন।

4th June 2020 : ২০২০ প্রয়াত খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 4th June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 4th June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *