Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 6 June in Bengali

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 6 June in Bengali
আজকের বিখ্যাত দিনে : The Famous Day 6 June in Bengali

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৬ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 6 June. On this day Important Day in Bengali)

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 6 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 6 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 6 June in India. On this day Historical Famous Events in Bengali)

6 June 1674 : ১৬৭৪ সালের আজকের দিনে শিবাজী মারাঠা সাম্রাজ্যের রাজা ‘ছত্রপতি’ হিসেবে মুকুট ধারণ করেন।

6 June 1879 : ১৮৭৯ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী, সাংবাদিক, সাহিত্যিক উপেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের জন্ম হয়।

6 June 1882 : ১৮৮২ আরব সাগরে ঘূর্ণিঝড়ে (মুম্বই, ভারত) ডুবেছিল এক লক্ষ (বিতর্কিত ঘটনা)।

6 June 1911 : ১৯১১ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি লেখক নীহাররঞ্জন গুপ্তর জন্ম হয়।

6 June 1929 : ১৯২৯ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক সুনীল দত্তের জন্ম হয়।

6 June 1970 : ১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেটার সুনীল জোশির জন্ম হয়।

6 June 1981 : ১৯৮১ সালের আজকের দিনে বিহারে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়।

6 June 1984 : 1984 ভারতবর্ষে স্বর্ণমন্দির অভ্যুত্থানের সাথে 1200 জন মারা যায়।

6 June 2004 : ২০০৪ সালের আজকের দিনে ভারতীয় সংসদ তামিল ভাষাকে প্রাচীন ভাষার (Classical Language) মর্যাদা প্রদান করে।

6 June 2004 : 2004 ভারতের তৎকালীন রাষ্ট্রপতি এ পি জি আব্দুল কালামের প্রতিনিধিত্বে ভারতের দুই পার্লামেন্টের সংযুক্ত অধিবেশনে তামিল ভাষাকে প্রাচীন ভাষার মর্যাদা দেওয়া হয়।

6 June 2017 : ২০১৭ ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় 20 বছর পর তার দ্বিতীয় নোবেল  “The Ministry Of Utmost” প্রকাশিত করে।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 6 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 6 June in Bangladesh. On this day Historica Famousl Events in Bengali)

6 June 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে রাজনীতিবিদ, আওয়ামী লীগের সদস্য এবং জাতীয় সংসদের প্রতিনিধি নিলুফার জারাফুল্লাহ এর জন্ম হয়।

6 June 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মহিলা মেয়র সেলিনা হায়াৎ আইভীর জন্ম হয়।

6 June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর।

6 June 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে বাংলাদেশে সকল বেসরকারী সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়।

6 June 2014 : ২০১৪ সালের আজকের দিনে বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলমের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 6 June in World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 6 June in the World. On this day Historical Famous Events in Bengali)

6 June 1799 : ১৭৯৯ সালের আজকের দিনে আমেরিকার অন্যতম স্বাধীনতা সংগ্রামী প্যাট্রিক হেনরির মৃত্যু হয়।

6 June 1844 : ১৮৪৪ সালের আজকের দিনে লন্ডনে ‘ইয়ং মেন’স ক্রিস্চান অ্যাসোসিয়েশন’ (YMCA) প্রতিষ্ঠিত হয়।

6 June 1882 : ১৮৮২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরি ডব্লিউ শেলী ‘Electronic Iron’-এর পেটেন্ট নেন।

6 June 1891 : ১৮৯১ সালের আজকের দিনে কানাডার প্রথম প্রধানমন্ত্রী জন এ ম্যাকডোনাল্ড এর মৃত্যু হয়।

6 June 1901 : ১৯০১ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণর জন্ম হয়।

6 June 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে পেরুতে ইনকাদের প্রাচীন শহর ‘মাচু পিচু’ খুঁজে বের করার কৃতিত্ব প্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ এবং মার্কিন সেনেটর ও গভর্নর হিরাম বিংঘাম এর মৃত্যু হয়।

6 June 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে প্রবাদপ্রতিম সুইডিশ টেনিস প্লেয়ার বিয়ন বর্গের জন্ম হয়।

6 June 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ভারতের সাথে বানিজ্যিক লেনদেনের পথ উন্মুক্ত করে দেন।

6 June 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে মার্কিন কংগ্রেস মাদার টেরেসাকে সোনার মেডেল দিয়ে সম্মানিত করে।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 6 June. On this day Famous Birthdays in Bengali)

6 June 1909 : ১৯০৯ তামিলনাড়ুর রাজধানী চেন্নাই জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার এম জি গোপালা।

6 June 1929 : ১৯২৯ পাঞ্জাবের ঝালুমে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ সুনীল দত্ত।

6 June 1943 : ১৯৪৩ অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদে আজকের দিনে জন্মগ্রহণ করেন পাকিস্তানি ক্রিকেটার আসিফ ইকবাল।

6 June 1969 : ১৯৬৯ কর্ণাটকের গদ্যোগে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার সুনীল জসি।

6 June 1986 : ১৯৮৬ কেরালার ত্রিশুর জেলায় আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী ভাবনা বালাচন্দ্রান।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 6 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 6 June. On this day Famous Deaths in Bengali)

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 6 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 6 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *