Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 7 June in Bengali

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 7 June in Bengali
আজকের বিখ্যাত দিনে : The Famous Day 7 June in Bengali

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৭ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 June. On this day Important Day in Bengali)

7 June : ৭ জুন, আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 7 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 7 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 7 June in India. On this day Historical Famous Events in Bengali)

7 June 1810 : ১৮১০ সালের আজকের দিনে নবাব সৈয়দ জিনে উদ্দিন বাংলার মসনদে বসেন।

7 June 1893 : ১৮৯৩ গান্ধীর নাগরিক অবাধ্যতার প্রথম কাজ।

7 June 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে অভিনেত্রী শ্যামার জন্ম হয়।

7 June 1955 : ১৯৫৫ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু USSR সফরে গেছিলেন।

7 June 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে ছয় দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ আহত হন।

7 June 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইউ.এস.এস.আর (USSR) পরিভ্রমন করেন।

7 June 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে ভারতের বিখ্যাত টেনিস খেলোয়ার মহেশ ভূপতির জন্ম হয়।

7 June 1979 : ১৯৭৯ ভাস্কর 1, ইন্ডিয়ান আর্থ রিসোর্স / মেটেরোলজি স্যাটেলাইট, চালু করা হয়েছিল

7 June 2002 : ২০০২ সালের আজকের দিনে ভারতের পঞ্চম উপরাষ্ট্রপতি বাসাপ্পা দানাপ্পা যাত্তীর মৃত্যু হয়।

7 June 2013 : ২০১৩ ভারতের হিমাচল প্রদেশের পাহাড়ী রাস্তায় একটি বাস ডুবে যাওয়ার পরে ১৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 7 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 7 June in Bangladesh. On this day Historica Famousl Events in Bengali)

7 June 1868 : ১৮৬৮ সালের আজকের দিনে একজন বিশিষ্ট বাঙালি সাংবাদিক, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত মোহাম্মদ আকরম খাঁর জন্ম হয়।

7 June 1871 : ১৮৭১ সালের আজকের দিনে ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ এর জন্ম হয়।

7 June 1974 : ১৯৭৩ সালের আজকের দিনে বাংলাদেশের পার্বত্যাঞ্চলে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনী গঠিত হয়।

7 June 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ফিরদৌস এর জন্ম হয়।

7 June 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।

7 June 2015 : ২০১৫ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 7 June in World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 7 June in the World. On this day Historical Famous Events in Bengali)

7 June 1527 : ১৫২৭ সালের আজকের দিনে পোপ সপ্তম ক্লিমেন্ট রোমের রাজা পঞ্চম চার্লসের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

7 June 1654 : ১৬৫৪ সালের আজকের দিনে চতুর্দশ লুই ফ্রান্সের রাজা হন।

7 June 1692 : ১৬৯২ সালের আজকের দিনে জামাইকায় বিধ্বংসী ভূমিকম্পের ফলের প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়।

7 June 1826 : ১৮২৬ সালের আজকের দিনে একজন বিশিষ্ট জার্মান আলোকবিজ্ঞানী ইয়োসেফ ফন ফ্রাউনহোফারের মৃত্যু হয়।

7 June 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে বিখ্যাত ফরাসি চিত্রকর পল গোগাঁর জন্ম হয়।

7 June 1929 : ১৯২৯ সালের আজকের দিনে ভ্যাটিকান সিটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।

7 June 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে ষষ্ঠ জর্জ ও এলিজাবেথ ব্রিটেনের রাজা ও রাণী হিসেবে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র পরিভ্রমন করেন।

7 June 1942 : ১৯৪২ সালের আজকের দিনে লিবিয়ার স্বৈরতান্ত্রিক নেতা মুয়াম্মার গদ্দাফির জন্ম হয়।

7 June 1952 : ১৯৫২ সালের আজকের দিনে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী তুর্কী সাহিত্যিক ওরহান পামুকের জন্ম হয়।

7 June 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে বিখ্যাত ইংরেজ গণিতবিদ যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ অ্যালান টিউরিংয়ের মৃত্যু হয়।

7 June 1970 : ১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় কাফুর জন্ম হয়।

7 June 2014 : ২০১৪ সালের আজকের দিনে মারিয়া শারাপোভা ফরাসি মহিলা ওপেন টেনিস প্রতিযোগিতায় জয়লাভ করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 7 June. On this day Famous Birthdays in Bengali)

7 June 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে উইলিয়াম ওয়ালরাভেন জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন ডাচ সাংবাদিক ও লেখক (ভারতীয় দৈনিক) (মৃত্যু 1943)।

7 June 1935 : ১৯৩৫ আমেরিকান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার টমাস কৈলাথ, ভারতের মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেছিলেন।

7 June 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে মহেশ ভূপতি (ভারতীয়, টেনিস প্রো) জন্মগ্রহণ করেন।

7 June 1981 : ১৯৮১ সালের আজকের দিনে ভারতীয় মডেল ও অভিনেত্রী অমৃতা রাও জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 7 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 7 June. On this day Famous Deaths in Bengali)

7 June 1970 : ১৯৭০ সালের আজকে দিনে ৯১ বছর বয়সে মারা যান ই এম ফোস্টার, ইংরেজি লেখক ও পন্যাসিক (মরিস, প্যাসেজ টু ইন্ডিয়া)।

7 June 2011 : ২০১১ সালের আজকের দিনে মারা যান নটরাজ রামকৃষ্ণ, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং সুরকার।  (জন্ম 1923)।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 7 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 7 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *