Close Ad close
Breaking
Thu. Oct 3rd, 2024

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 8 June in Bengali

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 8 June in Bengali
আজকের বিখ্যাত দিনে : The Famous Day 8 June in Bengali

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৮ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 June. On this day Important Day in Bengali)

8 June : ৮ জুন আজকে বিশ্ব মহাসাগর দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 8 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 8 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 8 June in India. On this day Historical Famous Events in Bengali)

8 June 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে ‘ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং স্টেশন’-এর নাম পরিবর্তন করে ‘অল ইন্ডিয়া রেডিয়ো’ রাখা হয়।

8 June 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়।

8 June 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে কর্নাটকী ঘরানার সঙ্গীতের বিখ্যাত গায়িকা মাধুরী মণি আইয়ারের মৃত্যু হয়।

8 June 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেত্রী শিল্পা শেঠীর জন্ম হয়।

8 June 2009 : ২০০৯ সালের আজকের দিনে বিশিষ্ট থিয়েটার লেখক ও পরিচালক হাবিব তানভির এর মৃত্যু হয়।

8 June 2012 : ২০১২ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার কে.এস.আর দাসের মৃত্যু হয়।

8 June 2018 : ২০১৮ ভারতে হোয়াটসঅ্যাপের গুজবে আসামের কার্বি অ্যাংলং জেলায় জনতার দ্বারা শিশু অপহরকারী সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 8 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 8 June in Bangladesh. On this day Historica Famousl Events in Bengali)

8 June 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেলখানাতেই প্রথম সরাসরি দেখা হয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের।

8 June 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পাকিস্তান সরকার বাংলাদেশে (বর্তমানের নিরিখে) প্রচলিত “বাংলা দেশ” লেখা সমস্ত ব্যাঙ্কনোট বেআইনি ঘোষণা করে।

8 June 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে ক্রিকেটার মুহম্মদ নুরুজ্জুমানের জন্ম হয়।

8 June 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে বাংলাদেশি তীরন্দাজ মুহম্মদ রুমান শানার জন্ম হয়।

8 June 2002 : ২০০২ সালের আজকের দিনে বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 8 June in World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 8 June in the World. On this day Historical Famous Events in Bengali)

8 June 1809 : ১৮০৯ সালের আজকের দিনে ‘আমেরিকান বিপ্লবের কন্ঠস্বর’ নামে পরিচিত থমাস পেইনের মৃত্যু হয়।

8 June 1845 : ১৮৪৫ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি এন্ড্রু জ্যাক্‌সনের মৃত্যু হয়।

8 June 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে ‘সেফটি পিন’-এর আবিষ্কর্তা ওয়াল্টার হান্টের মৃত্যু হয়।

8 June 1916 : ১৯১৬ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের জন্ম হয়।

8 June 1921 : ১৯২১ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ার দ্বিতীয় রাষ্ট্রপতি সুহার্ত এর জন্ম হয়।

8 June 1924 : ১৯২৪ সালের আজকের দিনে বিখ্যাত ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালোরির মৃত্যু হয়।

8 June 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বাগানে বিশ্বের সবচেয়ে বড়ো ফুলটি প্রস্ফুটিত হয়।

8 June 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নার্স-লির জন্ম হয়।

8 June 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে ব্রিটেনে প্রথমবারের মতো একটি মামলায় এক পুরুষ অন্য আরেক পুরুষকে ধর্ষনের অভিযোগে দোষীসাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়।

8 June 1970 : ১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলোর মৃত্যু হয়।

8 June 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে মিলিটারি ও অর্থনীতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

8 June 2018 : ২০১৮ সালের আজকের দিনে আই.বি.এম ও এন.ভিডিয়া কোম্পানি যুগ্মভাবে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার ‘সামিট’ (Summit)-অর উদ্ভাবন করে।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 8 June. On this day Famous Birthdays in Bengali)

8 June 1906 : ১৯০৬ নাজির আলি, ভারতীয় ক্রিকেট অলরাউন্ডার (২ টেস্ট; প্রথম ভারতীয় টেস্ট ১৯৩২), ভারতের পাঞ্জাব, জালন্ধুরে জন্মগ্রহণ করেন (মৃত্যু : ১৯৭৫)

8 June 1929 : ১৯২৯ ভি এম মুদ্দাইয়া, ভারতীয় ক্রিকেট স্পিন বোলার (২ টেস্ট), বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন, মহীশূর (মৃত্যু: ২০০৯)।

8 June 1975 : ১৯৭৫ সালের ৮ জুন শিল্পা শেঠি, ভারতীয় অভিনেত্রী জন্মগ্রহণ করেন (বয়স 45 বছর), মাঙ্গালোর, কর্ণাটক। 

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 8 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 8 June. On this day Famous Deaths in Bengali)

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 8 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 8 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *