Close Ad close
Breaking
Mon. Nov 25th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 16 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 16 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 16 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 16 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৬ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৬ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৬ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 16 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৬ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 16 October. On this day Important Day in Bengali)

16 October : আজ ১৬ অক্টোবর – বিশ্ব ছাত্র দিবস। ভারতের ‘মিসাইলম্যান’ খ্যাত সাবেক-এ রাষ্ট্রপতি আবদুল কালামের জন্মদিন উপলক্ষে সদ্য ঘোষিত হয় ‘বিশ্ব ছাত্র দিবস’। তিনি ছাত্রদের উদ্দেশে বলতেন, “স্বপ্ন, স্বপ্ন এবং স্বপ্ন। স্বপ্ন এক সময়ে চিন্তায় রূপান্তরিত হয়। সেই চিন্তাই পরে কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয়”। তাঁর নিজের জীবন থেকে সঞ্চিত অভিজ্ঞতা এবং বিচক্ষণতা সীমাহীন পরিসরের ফসল হিসাবে তিনি ছাত্রদের এমনটাও বলতেন, “তুমি যদি ব্যর্থ (ফেল) হও, তবে ভেঙে পড়ো না। কারণ, FAIL মানে হল ‘ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং”।

16 October : আজ ১৬ অক্টোবর – বিশ্ব খাদ্য দিবস। খাদ্য ও কৃষি সংস্থার সদস্য দেশগুলি ১৯৭৯ সালের নভেম্বরে বিশ তম সাধারণ সম্মেলনে বিশ্ব খাদ্য দিবস প্রতিষ্ঠা করে এবং ১৯৮১ সালের ১৬ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালনের আহ্বান জানায়। ১৯৮০ সালের ৫ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্তকে অনুমোদন করা হয় এবং সরকার ও আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় সংস্থাগুলিকে বিশ্ব খাদ্য দিবস উদযাপনে অবদান রাখার আহ্বান জানানো হয়। ১৯৮১ সাল থেকে প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস অনুষ্ঠিত হয়।

16 October : আজ ১৬ অক্টোবর – বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস। বর্তমানে নতুন নতুন ওষুধ ও আরও নতুন নতুন যন্ত্রপাতি ও মটিরিং সিস্টেম আবিষ্কারের ফলে অ্যানেসথেসিয়া বিভাগও ডিজিটাল যুগে প্রবেশ করেছে। অ্যানেসথেসিয়া যতই উন্নয়ন ঘটবে ততই জটিল অপারেশন করা সম্ভবপর হবে এবং রোগী মৃত্যুহারও কমবে এবং মানুষের অপারেশন ভীতিও কমবে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 16 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 16 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 16 October. Today’s Famous day on 16 October in India. On this day Historical Famous Events in India)

16 October 1756 : ১৭৫৬ সালের আজকের দিনে মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকাত জং পরাজিত ও নিহত হন।

16 October 1905: : ১৯০৫ সালের আজকের দিনে লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হয়।

16 October 1905 : ১৯০৫ সালের আজকের দিনে স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।

16 October 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।

16 October 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেমা মালিনী, তিনি ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।

16 October 1952 : ১৯৫২ সালের আজকের দিনে পাকিস্তান বনাম ভারত প্রথম টেস্ট শুরু, ভারতের দিল্লিতে।

16 October 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে টেস্ট অভিষেক হন কপিল দেব, ভারত বনাম পাকিস্তান ম্যাচে, ফয়সালাবাদে।

16 October 1991 : ১৯৯১ সালের আজকের দিনে ঝাড়খণ্ড ছাত্র যুব মোর্চা ভারতের রাঁচিতে একটি সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিল।

16 October 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র পরলোক গমন করেন ।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 16 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

16 October 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলাদেশি কবি ও গীতিকার।

16 October 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু মাসিমা পরলোক গমন করেন ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 16 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 16 October, Today’s Famous day on 16 October in the World. On this day Historical Famous Events in The World)

16 October 690 : ৬৯০ সালের আজকের দিনে উ জে টিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে টিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।

16 October 1710 : ১৭১০ সালে আজকের দিনে ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।

16 October 1829 : ১৮২৯ সালে আজকের দিনে আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।

16 October 1834 : ১৮৩৪ সালের আজকের দিনে আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।

16 October 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক অস্কার ওয়াইল্ড জন্মগ্রহণ করেন ।

16 October 1916 : ১৯১৬ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধেন। 

16 October 1923 : ১৯২৩ সালের আজকের দিনে ওয়াল্ট ডিজনি ও তাঁর ভাই ডিজনি মিলে দি ওয়াল্ট ডিজনি কম্পানি প্রতিষ্ঠা করেন।

16 October 1927 : ১৯২৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গুন্টার গ্রাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ জার্মান লেখক, কবি, নাট্যকার ও অঙ্কনশিল্পী।

16 October 1945 : ১৯৪৫ সালে আজকের দিনে কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।

16 October 1951 : ১৯৫১ সালে আজকের দিনে রাওয়ালপিন্ডিতে খুন হন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান।

16 October 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট বাজেয়াপ্ত করে।

16 October 2003 : ২০০৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন আভনি আরবাস, তিনি ছিলেন তুর্কি চিত্রশিল্পী।

16 October 2005 : ২০০৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন উরসুলা হওেলস, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।

16 October 2010 : ২০১০ সালের আজকের দিনে পরলোক গমন করেন বারবারা বিলিংসলির, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৬ অক্টোবর | Today Famous Birthdays : 16 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 16 October. On this day Famous Birthdays in Bengali)

16 October 1921 : ১৯২১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক সীতা রাম গোয়েল। তিনি ছিলেন সমাজতন্ত্রবিরোধী এবং নেহেরুর সমালোচক। তিনি ধর্মের সমালোচকও ছিলেন। রাম স্বরূপের সাথে একত্রে তিনি প্রকাশনা সংস্থা ভয়েস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন।

16 October 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে কটকে জন্মগ্রহণ করেন বিজু জনতা দলের নেতা এবং ওড়িশার মূখ্যমন্ত্রী নবীন পটনায়ক।

16 October 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে তামিলনাড়ুতে জন্ম গ্রহণ করেন ভারতীয় প্রখ্যাত অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ হেমা মালিনী। ১৯৬৮ সালে স্বপ্ন কা সওদাগর চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন। সর্বমোট ১১ বার ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন।

16 October 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন বলিউড অভিনেতা রাজীব খান্ডেলওয়াল।

16 October 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন টালিগঞ্জের অভিনেতা রাহুল ব্যানার্জী/অরুনোদয় ব্যানার্জী। তার অভিনীত প্রথম সিনেমা হল রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনি তুমি যে আমার , যা বক্স অফিসে প্রচুর সফলতা লাভ করে।

16 October 1991 : ১৯৯১ সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর। He is a member of the Indian cricket team and plays for Chennai Super Kings in IPL.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৬ অক্টোবর | Today Famous Deaths : 16 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 October. On this day Famous Deaths in Bengali)

16 October 1981 : ১৯৮১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বিংশ শতাব্দীর সর্বকালের সেরা সরোদবাদক রাধিকা মোহন মৈত্র। তিনি নরেন্দ্রনাথ ধর, কল্যাণ মুখোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত, সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্র মৈত্র, সমরেন্দ্রনাথ সিকদার ও ঐ প্রজন্মের আরও অনেক অসামান্য সংগীতশিল্পীদের গুরুদেবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি বহু পুরস্কার পেয়েছিলেন যেমন সংগীতচার্য উপাধি এবং ১৯৭১ সালে তিনি সংগীত নাটক আকাদেমি পুরস্কার লাভ করেন।

16 October 1994 : ১৯৯৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক গজেন্দ্রকুমার মিত্র। রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ-তারাশঙ্করের পর বাঙালী মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে গজেন্দ্রকুমার মিত্র অন্যতম।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৬ অক্টোবর : The Famous Day 16 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১৬ অক্টোবর : The Famous Day 16 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৬ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *