Close Ad close
Breaking
Wed. Nov 20th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৭ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 17 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৭ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 17 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৭ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 17 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৭ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 17 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৭ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৭ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৭ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 17 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৭ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 17 October. On this day Important Day in Bengali)

17 October : আজ ১৭ অক্টোবর – আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস। বিশ্বজুড়ে দারিদ্র্য, ক্ষুধা ও মানুষের অসমতা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। ১৯৯৫ সালকে জাতিসংঘ আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ বর্ষ ঘোষণা করে। জাতিসংঘ সাধারণ পরিষদের পর্যবেক্ষণে দেশে দেশে দারিদ্র্য ও বঞ্চনা বিশেষ গুরুত্ব পায়। উন্নয়নশীল দেশগুলোয় ৯০ দশকের উন্নয়নে দারিদ্র্য ও বঞ্চনা দূরীকরণ প্রাধান্য লাভ করে। এ বিবেচনায় দারিদ্র্য ও বঞ্চনা দূরীকরণের জন্য সচেতনতা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এক্ষেত্রে কতিপয় এনজিওর উদ্যোগকে ১৯৯২ সালের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অভিনন্দন জানানো হয়। বিশেষ করে ফ্রান্সভিত্তিক এনজিও এটিডি ফোর্থ ওয়ার্ল্ডসহ তাদের অতি দারিদ্র্য দূরীকরণ আন্দোলনের সফলতায় ১৭ই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালনের কথা পর্যালোচনা করা হয়। এ আলোকে সাধারণ পরিষদও উল্লিখিত সভায় ১৭ই অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস ঘোষণা করে।

17 October : আজ ১৭ অক্টোবর – বিশ্ব ট্রমা দিবস। “ট্রমা” বলতে বোঝায়, শরীরে বা মনে সৃষ্ট কোন আঘাত। যেমন— পথ দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, হিংস্রতা, নারী, শিশু ও বয়স্কদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন। এরকম বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 17 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 17 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 17 October. Today’s Famous day on 17 October in India. On this day Historical Famous Events in India)

17 October 1817 : ১৮১৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্যার সৈয়দ আহমদ খান বাহাদুর, তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ যিনি ভারতের মুসলিমদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেন।

17 October 1846 : ১৮৪৬ সালের আজকের দিনে সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।

17 October 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।

17 October 1890 : ১৮৯০ সালের আজকের দিনে পরলোক গমন করেন লালন, বাউল সম্রাট। তিনি একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।

17 October 1905 : ১৯০৫ সালের আজকের দিনে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।

17 October 1920 : ১৯২০ সালের আজকের দিনে প্রবাসে [তাসখন্দে] ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

17 October 1940 : ১৯৪০ সালের আজকের দিনে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।

17 October 1970 : ১৯৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অনিল কুম্বলে, তিনি ভারতীয় ক্রিকেটার।

17 October 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে কলকাতার মাদার টেরেসা নোবেল শান্তি পুরষ্কার পান।

17 October 1994 : ১৯৯৪ কপিল দেবের ফাইনাল ওয়ানডে (বনাম ওয়েস্ট ইন্ডিজ)।

17 October 2003 : ২০০৩ ভারতের মধ্য প্রদেশ রাজ্যের নপুংসকরা রাজনৈতিক পার্টি জিতি জিতি রাজনীতিতে ভাসছেন।

17 October 2008 : ২০০৮ টেস্ট ক্রিকেটে শচীন টেন্ডুলকার সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ব্রায়ান লারার ১২,০০০ রান পেরিয়ে রেকর্ডকে হারিয়ে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 17 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

17 October 1962 : ১৯৬২ সালের আজকের দিনে গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।

17 October 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন আবদুল মালেক উকিল, তিনি ছিলেন একজন বাংলাদেশ আইনজীবি ও রাজনীতিবিদ।

17 October 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে সাংবাদিক এস এম আলী পরলোক গমন করেন ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 17 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 17 October, Today’s Famous day on 17 October in the World. On this day Historical Famous Events in The World)

17 October 1586 : ১৫৮৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফিলিপ সিডনি, তিনি ছিলেন ইংরেজ সভাসদ ও কবি।

17 October 1903 : ১৯০৩ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড়ান ঘটান।

17 October 1915 : ১৯১৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আর্থার মিলার, তিনি ছিলেন মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক।

17 October 1920 : ১৯২০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মিগুয়েল ডেলিবেস, তিনি ছিলেন স্প্যানিশ সাংবাদিক ও লেখক।

17 October 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে নোবেলজয়ী স্পেনীয় জীববিজ্ঞানী শান্তিয়াগো রামন হাই কাজাল মৃত্যুবরণ করে

17 October 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জেনিভা নিরস্ত্রিকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবে সকল দেশের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র অথবা অন্য যে কোনো গণ বিধ্বংসী অস্ত্র পৃথিবীর কক্ষপথে মোতায়েন না করার আহ্বান জানানো হয়।

17 October 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অরবিন্দ ডি সিলভা, তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার।

17 October 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে চীনের ছিং রাজবংশের শেষ রাজা ফুই চিকিৎসার ব্যর্থতায় মারা যান।

17 October 1980 : ১৯৮০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হাফিজ, তিনি পাকিস্তানি ক্রিকেটার।

17 October 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে সিউলে ১৬০টি দেশের অংশগ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।

17 October 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়।

17 October 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন হাকিম সাইদ, তিনি ছিলেন পাকিস্তানি পণ্ডিত ও রাজনীতিবিদ।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৭ অক্টোবর | Today Famous Birthdays : 17 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 17 October. On this day Famous Birthdays in Bengali)

17 October 1774 : ১৭৭৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক লালন। যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।

17 October 1817 : ১৮১৭ সালে আজকের দিনে দিল্লীতে জন্মগ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের দার্শনিক ও রাজনীতিবীদ সৈয়দ আহমদ খান। তিনি “মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ” প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে “আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়” নামে পরিচিতি লাভ করে। 

17 October 1947 : ১৯৪৭ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতের বিশিষ্ট কমিউনিস্ট রাজনীতিবিদ বৃন্দা কারাত। ইনি ২০০৫ সালের ১১ই এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)’র হয়ে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।

17 October 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী স্মিতা পাতিল। তিনি হিন্দি ও মারাঠি ভাষা মিলিয়ে ৮০-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

17 October 1970 : ১৯৭০ সালে আজকের দিনে কর্ণাটকে জন্মগ্রহণ করেন একদিনের এবং টেস্ট উভয় ক্রিকেটের ভারতের সর্বোচ্চ উইকেট ধারী খেলোয়াড় অনিল কুম্বলে। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। এক ইনিংসে ১০ টি উইকেট নেয়ার রেকর্ড ও আছে তার নামে।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৭ অক্টোবর | Today Famous Deaths : 17 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 17 October. On this day Famous Deaths in Bengali)

17 October 1890 : ১৮৯০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ‘বাউল সম্রাট’ লালন(যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন নামে ও পরিচিত), যার জন্ম তারিখ ও মৃত্যু তারিখ একই।

17 October 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বাল্যকাল থেকেই গোপন বিপ্লবী কার্যকলাপে যুক্ত ছিলেন। ১৭ বছর বয়সে আই.এস.সি. পড়ার সময় বন্দি হন। প্রথমে হিজলি বন্দিনিবাসে থাকেন। এখান থেকে বি.এ. পরীক্ষা দিয়ে ডিস্টিংশনসহ পাস করেন। পরে তাকে রাজস্থানের দেউলি বন্দীশিবিরে পাঠানো হয়। এখানে অসুস্থ হয়ে ভুল ব্যবস্থার জন্য মারা যান।

17 October 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।

17 October 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি লেখক ও সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার। ১৯২২ খ্রিস্টাব্দে ‘আনন্দবাজার’ পত্রিকা প্রকাশিত হলে সম্পাদকীয় বিভাগে যোগদান। পরে প্রায় ২০ বছর এই পত্রিকার সম্পাদক। এছাড়াও যুক্ত ছিলেন ‘স্বরাজ’, ‘সত্যযুগ’, ‘অরণি’ পত্রিকার সঙ্গে।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৭ অক্টোবর : The Famous Day 17 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১৭ অক্টোবর : The Famous Day 17 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৭ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *