আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২০ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 20 October
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২০ অক্টোবর : Today’s Famous Day in Historical Events : 20 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২০ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২০ অক্টোবর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২০ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 20 October
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২০ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 20 October. On this day Important Day in Bengali)
20 October : আজ ২০ অক্টোবর – বিশ্ব পরিসংখ্যান দিবস ৷
20 October : আজ ২০ অক্টোবর – বিশ্ব অস্টিওপরোসিস দিবস ৷
20 October : আজ ২০ অক্টোবর – জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস (বাংলাদেশ)।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 20 October
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 20 October
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 20 October. Today’s Famous day on 20 October in India. On this day Historical Famous Events in India)
20 October 1786 : ১৭৮৬ সালের আজকের দিনে উইলিয়াম কেরির পুত্র ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক ফেলিক্স কেরি জন্মগ্রহণ করেন ।
20 October 1854 : ১৮৫৪ সালে আজকের দিনে অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
20 October 1871 : ১৮৭১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অতুলপ্রসাদ সেন, তিনি ছিলেন বাঙালি কবি, গীতিকার ও গায়ক ছিলেন।
20 October 1962 : ১৯৬২ সালের আজকের দিনে নতুন করে ভারত-চীন সংঘর্ষের সূত্রপাত হয়।
20 October 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ভারত-যুগোস্লাভিয়ার যুক্ত ইশতেহারে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়। প্রেসিডেন্ট টিটো উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ মুজিবের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।
20 October 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বীরেন্দ্র শেহবাগ, তিনি ভারতীয় ক্রিকেটার।
20 October 1991 : ১৯৯১ সালের আজকের দিনে ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
20 October 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে কমিউনিস্ট নেতা বারীন দত্ত পরলোক গমন করেন ।
20 October 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে অন্ধ প্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 20 October
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
20 October 1909 : ১৯০৯ সালের আজকের দিনে ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি পরলোক গমন করেন ।
20 October 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে কবি ওমর আলী জন্মগ্রহণ করেন ।
20 October 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলী জন্মগ্রহণ করেন।
20 October 1992 : ১৯৯২ সালের আজকের দিনে আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
20 October 1992 : ১৯৯২ সালের আজকের দিনে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির পরলোক গমন করেন ।
20 October 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে শিল্পপতি জহুরুল ইসলাম পরলোক গমন করেন ।
20 October 2005 : ২০০৫ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। প্রতি বছর এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালন করে বিশ্ববিদ্যালয়টি।
20 October 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন অলি আহাদ, তিনি ছিলেন বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 20 October
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 20 October, Today’s Famous day on 20 October in the World. On this day Historical Famous Events in The World)
20 October 1818 : ১৮১৮ সালে আজকের দিনে ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।
20 October 1822 : ১৮২২ সালের আজকের দিনে লেখক টমাস হিউজ জন্মগ্রহণ করেন ।
20 October 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন
20 October 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে দার্শনিক ও শিক্ষাতাত্ত্বিক জন ডিউয়ি জন্মগ্রহণ করেন ।
20 October 1890 : ১৮৯০ সালের আজকের দিনে পর্যটক ও লেখক স্যার রিচার্ড বার্টন পরলোক গমন করেন ।
20 October 1922 : ১৯২২ সালের আজকের দিনে ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।
20 October 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে গুয়াতেমালায় গণ-অভ্যুত্থানে প্রতিক্রিয়াশীল একনায়কতন্ত্রের অবসান ঘটে।
20 October 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রপ্তানি নিষিদ্ধ করে।
20 October 1970 : ১৯৭০ সালের আজকের দিনে সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
20 October 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন কার্ল ফের্ডিনান্ড কোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চেক বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী।
20 October 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন পল ডিরাক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
আজকের বিখ্যাত জন্মদিন : ২০ অক্টোবর | Today Famous Birthdays : 20 October
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 20 October. On this day Famous Birthdays in Bengali)
20 October 1786 : ১৭৮৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন উইলিয়াম কেরির পুত্র ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক ফেলিক্স কেরি।
20 October 1859 : ১৮৫৯ সালে আজকের দিনে হুগলী জেলায় জন্ম গ্রহণ করেন বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি।
20 October 1871 : ১৮৭১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক অতুলপ্রসাদ সেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।
20 October 1891 : ১৮৯১ সালে আজকের দিনে ইংল্যাণ্ডে জন্ম গ্রহণ করেন ১৯৩২ খ্রিষ্টাব্দে নিউট্রনের আবিষ্কারক জেমস চ্যাডউইক। এই অবদানের জন্য তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন।
20 October 1914 : ১৯১৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ ভূপেশ গুপ্ত।
20 October 1920 : ১৯২০ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী, পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। ১৯শে মার্চ ১৯৭২ থেকে ২১শে জুন ১৯৭৭ পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
20 October 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন স্বনামধন্য খেলোয়াড় বীরেন্দ্র শেওয়াগ। তিনি বীরু, নজফগড়ের নবাব ও আধুনিক ক্রিকেটের জেন মাস্টার নামেও পরিচিত।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২০ অক্টোবর | Today Famous Deaths : 20 October
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 20 October. On this day Famous Deaths in Bengali)
20 October 2010 : ২০১০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য পার্থসারথি শর্মা। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
আজকের বিখ্যাত দিনে ২০ অক্টোবর : The Famous Day 20 October in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২০ অক্টোবর : The Famous Day 20 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২০ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।