Close Ad close
Breaking
Sun. Nov 24th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 28 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 28 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 28 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 28 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৮ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৮ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 28 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 28 October. On this day Important Day in Bengali)

28 October : আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 28 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 28 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 28 October. Today’s Famous day on 28 October in India. On this day Historical Famous Events in India)

28 October 1627 : ১৬২৭ সালের আজকের দিনে মোগল সম্রাট জাহাঙ্গীর পরলোক গমন করেন।

28 October 1867 : ১৮৬৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন  ভগিনী নিবেদিতা, আইরিশ বংশোদ্ভূত ভারতীয় নার্সের, শিক্ষাব্রতী ও লেখিকা।

28 October 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী পরলোক গমন করেন।

28 October 1900 : ১৯০০ সালের আজকের দিনে পরলোক গমন করেন ম্যাক্স মুলার, তিনি ছিলেন বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।

28 October 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।

28 October 2002 : ২০০২ সালের আজকের দিনে পরলোক গমন করেন অন্নদাশঙ্কর রায়, তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 28 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

28 October 1962 : ১৯৬২ সালের আজকের দিনে গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।

28 October 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে সম্মুুখযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হন।

28 October 2006 : ২০০৬ সালের আজকের দিনে বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়তের সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 28 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 28 October, Today’s Famous day on 28 October in the World. On this day Historical Famous Events in The World)

28 October 1492 : ১৪৯২ সালের আজকের দিনে ক্রিস্টোফোর কলম্বাস কিউবা উপকুল আবিস্কার করেছিলেন।

28 October 1638 : ১৬৩৮ সালের আজকের দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

28 October 1726 : ১৭২৬ সালের আজকের দিনে জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।

28 October 1746 : ১৭৪৬ সালে আজকের দিনে পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি।

28 October 1831 : ১৮৩১ সালের আজকের দিনে মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।

28 October 1886 : ১৮৮৬ সালের আজকের দিনে নিউইয়র্ক পোতাশ্রয়ে ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থাল্ড কর্তৃক নির্মিত স্টাচু অব লিবার্টি স্থাপন করা হয়।  

28 October 1904 : ১৯০৪ সালে আজকের দিনে সেন্ট লুইস পুলিশ তদন্তে নতুন পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের প্রচলন করে।

28 October 1918 : ১৯১৮ সালের আজকের দিনে চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে। 

28 October 1920 : ১৯২০ সালের আজকের দিনে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।

28 October 1929 : ১৯২৯ সালের আজকের দিনে ফ্লোরিডায় একটি বিমানে প্রথমবারের মতো শিশু জন্মের ঘটনা ঘটে।

28 October 1940 : ১৯৪০ সালের আজকের দিনে ইতালি গ্রিস আক্রমণ করে।

28 October 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন  বিল গেটস, তিনি মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা ও সাবেক সি ই ও।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৮ অক্টোবর | Today Famous Birthdays : 28 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 28 October. On this day Famous Birthdays in Bengali)

28 October 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বিল গেটস, তিনি মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

28 October 1866 : ১৮৬৬ সালে আজকের দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জন্ম গ্রহণ করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার।  প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে তার বইগুলি ছোটদের মনোরঞ্জন করে আসছে। ছোটদের অক্ষর পরিচয় থেকে সাহিত্যরস পরিবেশনের এক আকর্ষণীয় ও অভিনব কৌশল অবলম্বন করে তিনি বাংলা শিশুসাহিত্যে পথিকৃতের সম্মান লাভ করেন।তিনি বাংলা শিশু সাহিত‍্যের অন‍্যতম শ্রেষ্ঠ ছড়াকার।

28 October 1867 : ১৮৬৭ সালে আজকের দিনে আয়ারল্যান্ডে জন্ম গ্রহণ করেন ভগিনী নিবেদিতা/মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ১৮৯৫ খ্রিস্টাব্দে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং ১৮৯৮ খ্রিস্টাব্দে ভারতে চলে আসেন। একই বছর ২৫ মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন “নিবেদিতা”।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২৮ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 28 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 28 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

28 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৮ অক্টোবর | Today Famous Deaths : 28 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 28 October. On this day Famous Deaths in Bengali)

28 October 1627 : ১৬২৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মোগল সম্রাট জাহাঙ্গী নুরুদ্দীন মহম্মদ সেলিম/জাহাঙ্গীর, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তিনি ১৬০৫ সাল থেকে তার মৃত্যু অবধি ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেন।

28 October 1894 : ১৮৯৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক দে, রেভারেন্ড লালবিহারী। তিনি ছিলেন জমিদারি প্রথার বিরোধী। কৃষকদের দুর্দশা সম্পর্কে তাঁর রচনাবলি তাঁরই সমকালীন দুই প্রতিভাধর লেখক  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কিশোরীচাঁদ মিত্রের চিন্তাজগতকে প্রভাবিত করেছিল। তাঁরা দুজনেই কৃষকদের সমস্যা সম্পর্কে ক্ষুরধার লেখা প্রকাশ করেন। তাঁদের মতামত ১৮৮০ সালের রেন্ট কমিশনের রিপোর্টকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ফলে ১৮৮৫ সালের বেঙ্গল ল্যান্ড টেন্যানসি অ্যাক্ট কার্যকর হয়, যা বাংলার কৃষকদের স্বার্থ রক্ষার ‘ম্যাগনা কার্টা’ নামে পরিচিত।

28 October 1900 : ১৯০০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স মুলার, তিনি ছিলেন বিখ্যাত ভারতবিশারদ, দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, সমাজতত্ত্ববিদ, অধ্যাপক, সংস্কৃত ভাষায় সুপ্রসিদ্ধ জার্মান পণ্ডিত ও অনুবাদক। রুশ দার্শনিক আফ্রিকান আলেকসান্দ্রোভিচ স্পিরের ডেংকেন উন্ট ভির্কলিশকাইট (“চিন্তা ও বাস্তবতা”) শিরোনামের লেখা তাকে প্রবলভাবে প্রভাবিত করেছিল।

28 October 2002 : ২০০২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্করের অনেক লেখা লীলাময় ছদ্মনামে প্রকাশিত হয়েছিল। অন্নদাশঙ্কর রায় প্রাপ্ত অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে: সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬২), আনন্দ পুরস্কার (দুইবার-১৯৮৩, ১৯৯৪), বিদ্যাসাগর পুরস্কার, শিরোমণি পুরস্কার (১৯৯৫), রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলাদেশের জেবুন্নিসা পুরস্কার।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৮ অক্টোবর : The Famous Day 28 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৮ অক্টোবর : The Famous Day 28 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৮ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *