আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 21 November
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ নভেম্বর : Today’s Famous Day in Historical Events : 21 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২১ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ নভেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 21 November
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 21 November. On this day Important Day in Bengali)
21 November : আজ ২১ নভেম্বর – আজ বিশ্ব টেলিভিশন দিবস। ১৯২৬ সালের আজকের এই দিনে বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই ১৯৯৬ সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 21 November
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 21 November
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 21 November. Today’s Famous day on 21 November in India. On this day Historical Famous Events in India)
21 November 1908 : ১৯০৮ সালের আজকের দিনে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।
21 November 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দীদের মুক্তির দাবিতে কলকাতা ছাত্র শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।
21 November 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে স্বাধীন ভারতে প্রথম ডাকটিকিট প্রবর্তিত হয়।
21 November 1962 : ১৯৬২ সালের আজকের দিনে চীন-ভারতের যুদ্ধবিরতি ঘটে।
21 November 1970 : ১৯৭০ সালের আজকের দিনে পরলোক গমন করেন চন্দ্রশেখর ভেঙ্কট রামন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
21 November 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন পুণ্যলতা চক্রবর্তী, তিনি ছিলেন শিশু সাহিত্যিক।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 21 November
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
21 November 1841 : ১৮৪১ সালের আজকের দিনে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো।
21 November 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন কবির বকুল, তিনি বাংলাদেশের গীতিকার।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 21 November
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 21 November, Today’s Famous day on 21 November in the World. On this day Historical Famous Events in The World)
21 November 1272 : ১২৭২ সালের আজকের দিনে প্রিন্স এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হন।
21 November 1694 : ১৬৯৪ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন ভলতেয়ার, তিনি ছিলেন ফরাসি লেখক ও দার্শনিক।
21 November 1783 : ১৭৮৩ সালের আজকের দিনে মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।
21 November 1791 : ১৭৯১ সালের আজকের দিনে কর্নেল নেপোলিয়ন বোনাপার্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ফ্রান্সের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন।
21 November 1806 : ১৮০৬ সালের আজকের দিনে ঐতিহাসিক বার্লিন আদেশ জারী করা হয়েছিল।
21 November 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে বিজ্ঞানী এডিসন তাঁর ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন। যেটি দিয়ে রেকর্ড করা যায় এবং শোনা যায়।
21 November 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।
21 November 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন বিল বিক্সবয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
21 November 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে নোবেল জয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজিরিয়া ত্যাগ করেন।
21 November 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন আব্দুস সালাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানী পদার্থবিজ্ঞানী।
আজকের বিখ্যাত জন্মদিন : ২১ নভেম্বর | Today Famous Birthdays : 21 November
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 21 November. On this day Famous Birthdays in Bengali)
21 November 1870 : ১৮৭০ সালের আজকের দিনে স্ট্যানলি জ্যাকসন, ইংলিশ ক্রিকেটার (ইংল্যান্ডের অধিনায়ক, বাংলার গভর্নর), ইংল্যান্ডের ইয়র্কশায়ার, লিডস, চ্যাপেল অ্যালার্টনে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1947)।
21 November 1982 : ১৯৮২ সালের আজকের দিনে আরটি ছাবরিয়া, ভারতীয় বলিউড অভিনেত্রী এবং মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড 2000, মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২১ নভেম্বর | Today Famous Deaths : 21 November
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 21 November. On this day Famous Deaths in Bengali)
21 November 1970 : ১৯৭০ সালের আজকের দিনে চন্দ্রশেখরা ভেঙ্কট রমন, ভারতীয় পদার্থবিদ (আলো ছড়িয়ে দেওয়ার জন্য নোবেল পুরষ্কার ১৯৩০), ৮২ বছর বয়সে মারা গেলেন।
আজকের বিখ্যাত দিনে ২১ নভেম্বর : The Famous Day 21 November in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 21 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২১ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।