আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 26 November
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ নভেম্বর : Today’s Famous Day in Historical Events : 26 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৬ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৬ নভেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 26 November
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 26 November. On this day Important Day in Bengali)
26 November : আজ ২৬ নভেম্বর – আইন দিবস (Law day)।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 26 November
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 26 November
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 26 November. Today’s Famous day on 26 November in India. On this day Historical Famous Events in India)
26 November 1890 : ১৮৯০ সালের আজকের দিনে শিক্ষাবিদ ও ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
26 November 1923 : ১৯২৩ সালের আজকের দিনে গণিতবিদ যাদবচন্দ্র চক্রবর্তী পরলোক গমন করেন ।
26 November 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার পরলোক গমন করেন ।
26 November 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।
26 November 1972 : ১৯৭২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অর্জুন রামপাল, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল ও টেলিভিশান উপস্থাপক।
26 November 1992 : ১৯৯২ সালের আজকের দিনে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কমবয়েসী ক্রিকেটার হিসেবে [১৯ বছর ২২ দিন] শচীন টেন্ডুলকার ১ হাজার রান করেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 26 November
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
26 November 1919 : ১৯১৯ সালের আজকের দিনে ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই-এর জন্মগ্রহণ করেন ।
26 November 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে বাংলাদেশে গণবাহিনী কর্তৃক ভারতীয় হাইকমিশনার সময় সেনকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয় এতে চার জন নিহত হয়।
26 November 2004 : ২০০৪ সালের আজকের দিনে জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 26 November
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 26 November, Today’s Famous day on 26 November in the World. On this day Historical Famous Events in The World)
26 November 1379 : ১৩৭৯ সালের আজকের দিনে ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়।
26 November 1703 : ১৭০৩ সালের আজকের দিনে ইংল্যান্ডে এক প্রচন্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের জীবনহানি ঘটে।
26 November 1922 : ১৯২২ সালের আজকের দিনে বৃটিশ প্রত্নবিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিশরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতানখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন।
26 November 1922 : ১৯২২ সালের আজকের দিনে দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সী মুক্তি পেয়েছিলো।
26 November 1931 : ১৯৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আ্যডলফ পেরেজ ইসকুইভেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার চিত্রশিল্পী, ভাস্কর ও সমাজ কর্মী।
26 November 2001 : ২০০১ সালের আজকের দিনে নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানী।
26 November 2004 : ২০০৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফিলিপ ডি ব্রকা, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
26 November 2010 : ২০১০ সালের আজকের দিনে পরলোক গমন করেন পাললে হুল্ড, তিনি ছিলেন ডেনিশ অভিনেতা।
26 November 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন জোসেফ মুরে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্লাস্টিক সার্জন।
আজকের বিখ্যাত জন্মদিন : ২৬ নভেম্বর | Today Famous Birthdays : 26 November
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 26 November. On this day Famous Birthdays in Bengali)
26 November : আজ ২৬ নভেম্বর – No Record.
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৬ নভেম্বর | Today Famous Deaths : 26 November
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 26 November. On this day Famous Deaths in Bengali)
26 November : আজ ২৬ নভেম্বর – No Record.
আজকের বিখ্যাত দিনে ২৬ নভেম্বর : The Famous Day 26 November in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 26 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৬ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।