Close Ad close
Breaking
Sun. Sep 29th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 2 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 2 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 2 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 2 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 2 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 2 December. On this day Important Day in Bengali)

2 December : আজ ২ ডিসেম্বর – জাতীয় দূষণ নিয়ন্ত্রণ (National Pollution Control)।

2 December : আজ ২ ডিসেম্বর – বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস (World Computer literacy day)।

2 December : আজ ২ ডিসেম্বর – দাসত্ব বিলুপ্তির আন্তর্জাতিক দিবস (International day of abolition of slavery)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 2 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 2 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 2 December. Today’s Famous day on 2 December in India. On this day Historical Famous Events in India)

2 December 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তাঁরা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।

2 December 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বমান ইরানী, তিনি ভারতীয় অভিনেতা ও গায়ক।

2 December 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।

2 December 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 2 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

2 December 1892 : ১৮৯২ সালের আজকের দিনে বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানি জন্মগ্রহণ করেন।

2 December 1921 : ১৯২১ সালের আজকের দিনে পটুয়া চিত্রশিল্প কামরুল হাসান জন্মগ্রহণ করেন।

2 December 1960 : ১৯৬০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুবর্ণা মুস্তাফা, তিনি বাংলাদেশী অভিনেত্রী।

2 December 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন সৈয়দ এমদাদ আলী, তিনি ছিলেন বাংলাদেশী সাহিত্যিক।

2 December 1991 : ১৯৯১ সালের আজকের দিনে পরলোক গমন করেন বিমল মিত্র, তিনি ছিলেন বাংলাদেশী কথাসাহিত্যিক।

2 December 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশ সরকার ও পার্বত্য বিচ্ছিন্নতাবাদী শান্তি বাহিনীর সঙ্গে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 2 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 2 December, Today’s Famous day on 2 December in the World. On this day Historical Famous Events in The World)

2 December 1852 : ১৮৫২ সালের আজকের দিনে তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।

2 December 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।

2 December 1881 : ১৮৮১ সালের আজকের দিনে কার্ল মার্কসের স্ত্রী ও আমৃত্যু সহযোদ্ধা জেনি মার্কস পরলোক গমন করেন।

2 December 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে তুর্কি কবি নেমিক কামাল পরলোক গমন করেন।

2 December 1925 : ১৯২৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জুলি হ্যারিস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

2 December 1930 : ১৯৩০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গ্যারি স্ট্যানলি বেকার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

2 December 1942 : ১৯৪২ সালের আজকের দিনে আমেরিকার শিকাগো শহরে পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি চালু করা হয়।

2 December 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।

2 December 1981 : ১৯৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ব্রিটনি স্পিয়ার্স, আমেরিকান গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

2 December 1982 : ১৯৮২ সালের আজকের দিনে ইউনিভার্সিটি অব উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিন্ড প্রতিস্থাপন করা হয়। এ কৃত্রিম হৃৎপিন্ড দিযে় দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক ১১২ দিন বেঁচে ছিলেন।

2 December 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফিলিপ্ লার্কিন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।

2 December 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন লুইস ফেদেরিকো লেলইর, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টিনার চিকিৎসক ও বায়োকেমিস্ট।

আজকের বিখ্যাত জন্মদিন : ২ ডিসেম্বর | Today Famous Birthdays : 2 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 2 December. On this day Famous Birthdays in Bengali)

2 December : আজ ২ ডিসেম্বর – No Record.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২ ডিসেম্বর | Today Famous Deaths : 2 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 2 December. On this day Famous Deaths in Bengali)

2 December : আজ ২ ডিসেম্বর – No Record.

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২ ডিসেম্বর : The Famous Day 2 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 2 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *