Close Ad close
Breaking
Fri. Oct 4th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 8 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 8 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 8 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 8 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৮ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৮ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 8 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 December. On this day Important Day in Bengali)

8 December : আজ ৮ ডিসেম্বর – No Record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 8 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 8 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 8 December. Today’s Famous day on 8 December in India. On this day Historical Famous Events in India)

8 December 1900 : ১৯০০ সালের আজকের দিনে খ্যাতিমান নৃত্যশিল্পী উদয়শঙ্কর জন্মগ্রহণ করেন।

8 December 1913 : ১৯১৩ সালের আজকের দিনে কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ জন্মগ্রহণ করেন।

8 December 1930 : ১৯৩০ সালে আজকের দিনে মহাকরণে অলিন্দ যুদ্ধে বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংসে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে কারাবিভাগের প্রধান অত্যাচারী ইংরেজ অফিসার এন. জি. সিম্পসনকে হত্যা করেন।

8 December 1942 : ১৯৪২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেমন্ত কানিদকর, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটার।

8 December 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর জন্মগ্রহণ করেন।

8 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচী বন্দরে হামলা করে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 8 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

8 December 1920 : ১৯২০ সালের আজকের দিনে শাইখুলহিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসাইন পরলোক গমন করেন।

8 December 1928 : ১৯২৮ সালের আজকের দিনে সাংবাদিক এম এস আলী জন্মগ্রহণ করেন।

8 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি ও মৌলভীবাজার জেলা পাক হানাদার মুক্ত হয়।

8 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।

8 December 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন আ. ন. ম. বজলুর রশীদ, তিনি ছিলেন বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।

8 December 2012 : ২০১২ সালের আজকের দিনে খান সারওয়ার মুর্শিদ পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 8 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 8 December, Today’s Famous day on 8 December in the World. On this day Historical Famous Events in The World)

8 December 0065 : ০০৬৫ খ্রিস্টপূর্বের এই দিনে জন্মগ্রহণ করেন হোরেস, তিনি ছিলেন রোমান সৈনিক ও কবি।

8 December 1609 : ১৬০৯ সালের আজকের দিনে ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।

8 December 1794 : ১৭৯৪ সালের আজকের দিনে হেরাল্ড অব রুটল্যান্ডের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

8 December 1868 : ১৮৬৮ সালের আজকের দিনে লন্ডনের ওযে়ষ্ট মিনিস্টারে প্রথম সড়ক বাতি প্রজ্জ্বলন করা হয়।

8 December 1881 : ১৮৮১ সালের আজকের দিনে ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায়।

8 December 1922 : ১৯২২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লুসিয়ান ফ্রয়েড, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।

8 December 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন টমাস রবার্ট চেক, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

8 December 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুং এর নেতৃত্বে কমিউনিষ্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।

8 December 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে জার্মান গণিতবিদ হেরমান ভাইল পরলোক গমন করেন।

8 December 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে গ্রীসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।

8 December 1980 : ১৯৮০ সালের আজকের দিনে বিটলসের কিংবন্তী গায়ক, গীতিকার ও শান্তিকর্মী জন লেনন নিউ ইয়র্কে মার্ক ডেভিড চাপম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন এক ব্যক্তির গুলিতে নিহত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৮ ডিসেম্বর | Today Famous Birthdays : 8 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 8 December. On this day Famous Birthdays in Bengali)

8 December : আজ ৮ ডিসেম্বর – No Record.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৮ ডিসেম্বর | Today Famous Deaths : 8 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 8 December. On this day Famous Deaths in Bengali)

8 December : আজ ৮ ডিসেম্বর – No Record.

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৮ ডিসেম্বর : The Famous Day 8 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 8 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৮ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *