Close Ad close
Breaking
Fri. Oct 4th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 9 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 9 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 9 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 9 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৯ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৯ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 9 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 9 December. On this day Important Day in Bengali)

9 December : আজ ৯ ডিসেম্বর – আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস।

9 December : আজ ৯ ডিসেম্বর – আন্তর্জাতিক সম্প্রচার দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 9 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 9 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 9 December. Today’s Famous day on 9 December in India. On this day Historical Famous Events in India)

9 December 1658 : ১৬৫৮ সালের আজকের দিনে ডাচ সেনাবাহিনী ভারতের হারবার শহর কুইলন (কোয়েলান) দখল করেছিলেন।

9 December 1758 : ১৭৫৮ সালের আজকের দিনে ভারতের মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন ও ফ্রান্সের মধ্যে ১৮ মাসের যুদ্ধ শুরু হয়।

9 December 1883 : ১৮৮৩ সালের আজকের দিনে ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়।

9 December 1926 : ১৯২৬ সালের আজকের দিনে কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

9 December 1927 : ১৯২৭ সালের আজকের দিনে ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস জন্মগ্রহণ করেন।

9 December 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সোনিয়া গান্ধী, তিনি ইতালিয়ান বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ।

9 December 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।

9 December 1981 : ১৯৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দিয়া মির্জা, তিনি ভারতীয় একজন মডেল ও অভিনেত্রী।

9 December 2018 : ২০১৮ সালের আজকের দিনে অযোধ্যায় বিতর্কিত ধর্মীয় স্থানগুলিতে হিন্দু মন্দির তৈরির দাবিতে কয়েক হাজার হাজার মানুষ ভারতের দিল্লিতে মিছিল করেছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 9 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

9 December 1880 : ১৮৮০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন  বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি ছিলেন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক।

9 December 1932 : ১৯৩২ সালের আজকের দিনে পরলোক গমন করেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি ছিলেন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 9 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 9 December, Today’s Famous day on 9 December in the World. On this day Historical Famous Events in The World)

9 December 1608 : ১৬০৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জন মিলটন, তিনি ছিলেন একজন ইংরেজ কবি।

9 December 1641 : ১৬৪১ সালের আজকের দিনে পরলোক গমন করেন এন্থনি ভ্যান ডয়ক, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।

9 December 1742 : ১৭৪২ সালের আজকের দিনে সুইডেনের বিখ্যাত রসায়নবিদ কার্ল উইলহেম শিল জন্মগ্রহণ করেন।

9 December 1748 : ১৭৪৮ সালের আজকের দিনে ফরাসী রসায়নবিদ ক্লাউড লুই বার্থোলে জন্মগ্রহণ করেন।

9 December 1793 : ১৭৯৩ সালের আজকের দিনে নিউ ইয়র্ক শহরের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ নোয়াহ ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

9 December 1905 : ১৯০৫ সালের আজকের দিনে ফ্রান্সে রাষ্ট্র থেকে গীর্জা পৃথকীকরণ আইন পাশ হয়।

9 December 1916 : ১৯১৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন নাটসুমে সসেকি, তিনি ছিলে জাপানি লেখক ও কবি।

9 December 1926 : ১৯২৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেনরি ওয়ে কেন্ডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ, ফটোগ্রাফার ও পর্বতারোহী।

9 December 1941 : ১৯৪১ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন প্রজাতন্ত্র, ফিলিপাইন কমনওয়েলথ, কিউবা, গুয়াতেমালা, ও কোরিয়া প্রজাতন্ত্র জার্মানী ও ইতালীর বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করে।

9 December 1961 : ১৯৬১ সালের আজকের দিনে ট্যাঙ্গানিকা বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

9 December 1964 : ১৯৬৪ সালে ট্যাঙ্গানিকার সাথে যোগ দেয় জান্জিবার দ্বীপ, তখন এটি নাম নেয় ইউনাইটেড রিপাবলিক অব ট্যাঙ্গানিকা ও জান্জিবার। একই বছর নাম পাল্টে রাখে ইউনাইটেড রিপাবলিক অব তান্জানিয়া।

আজকের বিখ্যাত জন্মদিন : ৯ ডিসেম্বর | Today Famous Birthdays : 9 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 9 December. On this day Famous Birthdays in Bengali)

9 December 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে সোনিয়া গান্ধী, ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ (1998-2017 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি), ইতালির ভেনেটোর লুসিয়ায় জন্মগ্রহণ করে।

9 December 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে শত্রুঘ্ন সিনহা, ভারতীয় অভিনেতা (দোস্তানা) এবং রাজনীতিবিদ (সংসদ সদস্য, লোকসভা ২০০৯-১৯), ব্রিটিশ ভারতের পাটনা, বিহারে জন্মগ্রহণ করেন।

9 December 1981 : ১৯৮১ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা, ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৯ ডিসেম্বর | Today Famous Deaths : 9 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 9 December. On this day Famous Deaths in Bengali)

9 December : আজ ৯ ডিসেম্বর – No Record.

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৯ ডিসেম্বর : The Famous Day 9 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 9 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৯ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *