আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 19 December
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ ডিসেম্বর : Today’s Famous Day in Historical Events : 19 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৯ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৯ ডিসেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 19 December
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 19 December. On this day Important Day in Bengali)
19 December : আজ ১৯ ডিসেম্বর – গোয়ার মুক্তি দিবস (Goa’s liberation day)।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 19 December
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 19 December
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 19 December. Today’s Famous day on 19 December in India. On this day Historical Famous Events in India)
19 December 1869 : ১৮৬০ সালের আজকের দিনে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি পরলোক গমন করেন।
19 December 1904 : ১৯০৪ সালের আজকের দিনে ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভ জন্মগ্রহণ করেন।
19 December 1927 : ১৯২৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন রামপ্রসাদ বিসমিল, তিনি ছিলেন ভারতীয় ব্রিটিশবিরোধী বিপ্লবী, কবি ও সমাজ কর্মী।
19 December 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রতিভা পাতিল, তিনি ভারতের ১৩ তম ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।
19 December 1942 : ১৯৪২ সালের আজকের দিনে ফ্যাসিস্ট বিরোধী বাঙালি লেখক শিল্পী সাহিত্যকদের দু’দিন ব্যাপি প্রথম সম্মেলন শুরু হয়।
19 December 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে ইন্দিরা গান্ধীকে সংসদীয় বিশেষ অধিকার লঙ্ঘন মামলায় ৭ দিনের জন্য তিহার জেলে যেতে হয়।
19 December 2008 : ২০০৮ চন্দা কোচর আই সি আই সি আই ব্যাংকের CEO এবং ব্যবস্থাপনা পরিচালক পদে কে. ভি. কামথের উত্তরসূরি হিসাবে নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 19 December
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
19 December 1911 : ১৯১১ সালের আজকের দিনে ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ইন্তেকাল।
19 December 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন আবদুল কাদির, তিনি ছিলেন বাঙালি কবি, সাহিত্য, সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত।
19 December 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে প্রাবন্ধিক ও গবেষক ড. খায়রুল বশর (রশীদ আল ফারুকী) পরলোক গমন করেন।
19 December 1996 : ১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 19 December
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 19 December, Today’s Famous day on 19 December in the World. On this day Historical Famous Events in The World)
19 December 0211 : ০২১১ সালের আজকের দিনে পরলোক গমন করেন পুব্লিয়ের সেপ্টিমিউস গেটা, তিনি ছিলেন রোমান সম্রাট।
19 December 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন এমিলি ব্রোন্টে, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।
19 December 1852 : ১৮৫২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলবার্ট আব্রাহাম মাইকেলসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ, রসায়নবিদ ও অধ্যাপক।
19 December 1861 : ১৮৬১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইটাল সভেভো, তিনি ছিলেন ইতালীয় লেখক ও নাট্যকার।
19 December 1875 : ১৮৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মিলেভা মেরিক, তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
19 December 1903 : ১৯০৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জর্জ ডেভিস স্নেল্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও ঔষধ আবিস্কারক।
19 December 1910 : ১৯১০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জ্যঁ জ্যেঁনে, তিনি ছিলেন ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
19 December 1941 : ১৯৪১ সালের আজকের দিনে জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
19 December 1941 : ১৯৪১ সালের আজকের দিনে সালে হিটলার জার্মান বাহিনীর কর্তৃত্ব গ্রহণ করে।
19 December 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে সালে মস্কো-লন্ডন বিমান চলাচল শুরু।
19 December 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রিকি পন্টিং, তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
19 December 2004 : ২০০৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন হারবার্ট চার্লস ব্রাউন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
আজকের বিখ্যাত জন্মদিন : ১৯ ডিসেম্বর | Today Famous Birthdays : 19 December
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 19 December. On this day Famous Birthdays in Bengali)
19 December 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে প্রতিভা পাতিল, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি (2007-12) এবং রাজস্থানের রাজ্যপাল (2004-07) ভারতের নাদগাঁওয়ে জন্মগ্রহণ করেন।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৯ ডিসেম্বর | Today Famous Deaths : 19 December
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 19 December. On this day Famous Deaths in Bengali)
19 December : আজ ১৯ ডিসেম্বর – No record.
আজকের বিখ্যাত দিনে ১৯ ডিসেম্বর : The Famous Day 19 December in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 19 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৯ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।