Close Ad close
Breaking
Sat. Nov 23rd, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৩ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 23 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৩ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 23 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৩ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 23 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৩ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 23 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৩ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৩ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৩ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 23 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৩ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 23 December. On this day Important Day in Bengali)

23 December : আজ ২৩ ডিসেম্বর – কৃষক দিবস (ভারত) (Farmer’s Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 23 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 23 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 23 December. Today’s Famous day on 23 December in India. On this day Historical Famous Events in India)

23 December 1885 : ১৮৪৫ সালের আজকের দিনে আইনজ্ঞ দেশব্রতী রাসবিহারী ঘোষ জন্মগ্রহণ করেন।

23 December 1912 : ১৯১২ সালের আজকের দিনে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ [দ্বিতীয়] হাতিতে চড়ে দিল্লিতে প্রবেশকালে বোমার আঘাতে নিহত হন।

23 December 1921 : ১৯২১ সালের আজকের দিনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়য়ের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।

23 December 1919 : ১৯১৯ সালের আজকের দিনে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট ১৯১৯ প্রবর্তন হয়।

23 December 1926 : ১৯২৬ সালের আজকের দিনে পাঞ্জাবী আবদুর রশিদের পিস্তলের গুলিতে  আর্য সমাজ নেতা শ্রদ্ধানন্দ নিহত হন।

23 December 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে নিখিল ভারত ললিতকলা প্রদর্শনী প্রথম অনুষ্ঠিত হয়।

23 December 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে ভারত ও সিলোন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রায় ৪,৮৫০ জন নিহত হয়েছিল।

23 December 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে ভারতের হরিয়ানায় একটি স্কুলের অনুষ্ঠানে অগ্নিকান্ডে ৩ শতাধিক মৃত্যুবরণ করে।

23 December 2004 : ২০০৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন পি ভি নরসিমা রাও, তিনি ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 23 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

23 December 1930 : ১৯৩০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলতাফ মাহমুদ, তিনি ছিলেন বাংলাদেশী সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা।

23 December 1952 : ১৯৫২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মুহাম্মদ জাফর ইকবাল, তিনি বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ।

23 December 2011 : ২০১১ সালের আজকের দিনে পরলোক গমন করেন আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ), তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 23 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 23 December, Today’s Famous day on 23 December in the World. On this day Historical Famous Events in The World)

23 December 1273 : ১২৭৩ সালের আজকের দিনে ইনকিয়াম নগরে প্রখ্যাত ফারসি কবি সুফি মাওলানা জালালউদ্দীন রূমী (রহ.) পরলোক গমন করেন।

23 December 1597 : ১৫৯৭ সালের আজকের দিনে জার্মান সমালোচক ও কবি মার্টিন ওপিৎসের জন্মগ্রহণ করেন।

23 December 1631 : ১৬৩১ সালের আজকের দিনে ইংরেজ কবি মাইকেল ড্রাইটন পরলোক গমন করেন।

23 December 1732 : ১৭৩২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রিচার্ড আর্করাইট, তিনি ছিলেন ইংরেজ ব্যবসায়ী, আবিষ্কারকর, ওয়াটার ফ্রেম ও স্পিনিং ফ্রেম এর উদ্ভাবক।

23 December 1911 : ১৯১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নিয়েলস কাজ জেরনে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত ডেনিশ চিকিৎসক ও ঔষধ আবিস্কারক।

23 December 1932 : ১৯৩২ সালের আজকের দিনে প্রথম কৃত্রিম প্লাষ্টিক তৈরী হয়।

23 December 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন করেন জে. হার্টওয়েল হেরিসন ও যোসেফ ই মুরে।

23 December 1962 : ১৯৬২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্টিফান ওয়াল্টার হেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান পদার্থবিদ ও রসায়নবিদ।

23 December 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে আটলান্টিক মহাসাগরে ‘ন্যাক্সলিয়া’ জাহাজ অগ্নিকান্ডে ১১৭ জনের মৃত্যু এবং ৯১৯ জনকে উদ্ধার করা হয়।

23 December 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের কাবুল দখল করে।

23 December 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কেনি মিলার, তিনি স্কটিশ ফুটবল।

23 December 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন জোয়ান লিন্ডসে, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান লেখক।

23 December 2013 : ২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন মিখাইল কালাশনিকভ, তিনি ছিলেন একে-৪৭-এর উদ্ভাবক।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৩ ডিসেম্বর | Today Famous Birthdays : 23 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 23 December. On this day Famous Birthdays in Bengali)

23 December 1902 : ১৯০২ সালের আজকের দিনে চরণ সিং, ভারতীয় রাজনীতিবিদ, ভারতের ৫ ম প্রধানমন্ত্রী (1979-80), ব্রিটিশ ভারতের নূরপুর জেলায় জন্মগ্রহণ করেন (মৃত্যু : 1987)।

23 December 1918 : ১৯১৮ সালের আজকের দিনে কুমার পলানা, ভারতীয় চরিত্র অভিনেতা এবং ভোডভিলিয়ান (বোতল রকেট, রুশমোর), ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেছেন (মৃত্যু :  2013)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৩ ডিসেম্বর | Today Famous Deaths : 23 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 23 December. On this day Famous Deaths in Bengali)

23 December 2004 : ২০০৪ সালের আজকের দিনে পি. ভি. ভি. নরসিমহা রাও, ভারতের রাজনীতিবিদ, ভারতের নবম প্রধানমন্ত্রী (1991-96) 83 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

23 December 2010 : ২০১০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন কে. করুণাকরণ, ভারতীয় রাজনীতিবিদ (জন্ম : 1918)।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৩ ডিসেম্বর : The Famous Day 23 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৩ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 23 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৩ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *