Close Ad close
Breaking
Sat. Nov 23rd, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ জানুয়ারি | Today's Historical Events 3 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৩ জানুয়ারি | Today's Historical Events 3 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ জানুয়ারি | Today’s Historical Events 3 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ জানুয়ারি  : Today’s Historical Events 3 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ৩ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ জানুয়ারি  : Today’s Historical Events 3 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৩ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 3 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 January. On this day Important Day in Bengali)

3 January : আজ ৩ জানুয়ারি – অপমান দিবস (Humiliation Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 3 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 3 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 3 January. Today’s Famous day on 3 January in India. On this day Historical Famous Events in India)

3 January 1653 : ১৬৫৩ সালের আজকের দিনে ভারতে পর্তুগিজ শাসনের বশ্যতা এড়াতে প্রয়াস সেন্ট থমাস খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কুনান ক্রস ওথ নেওয়া হয়েছে।

3 January 1831 : ১৮৩১ সালের আজকের দিনে কবি ও সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলের জন্ম হয়। তাঁকে প্রথম ভারতীয় শিক্ষিকা হিসেবে গণ্য করা হয়।

3 January 1911 : ১৯১১ সালের আজকের দিনে ভারত সরকার ঘোষণা করেছে যে দক্ষিণ আফ্রিকার নাটালে অভিবাসনকে 1 জুলাই থেকে নিষিদ্ধ করা হয়েছে।

3 January 1921 : ১৯২১ সালে আজকের দিনে চিত্র পরিচালক চেতন আনন্দের জন্ম হয়।

3 January 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার চেতন শর্মার পাঞ্জাবের লুধিয়ানাতে জন্ম হয়। ২৩টি টেস্ট ম্যাচ ও ৪৫টি ওয়ানডে ম্যাচে দ্রুত গতির বোলার হিসেবে তিনি ভারতের হয়ে খেলেছেন।

3 January 2002 : ২০০২ সালের আজকের দিনে ভারতীয় গণিতজ্ঞ এবং ইঞ্জিনিয়ার সতীশ ধাওয়ানের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 3 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

3 January 1782 : ১৭৮২ সালের আজকের দিনে সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 3 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 3 January, Today’s Famous day on 3 January in the World. On this day Historical Famous Events in The World)

3 January 1777 : ১৭৭৭ সালের আজকের দিনে আমেরিকার স্বাধীনতা সংগ্রামে আমেরিকান জেনারেল জর্জ ওয়াশিংটন ব্রিটিশ জেনারেল লর্ড কর্নওয়ালিশকে যুদ্ধে পরাজিত করেন। এই যূদ্ধ ব্যাটল অব প্রিন্সেটন নামে পরিচিত।

3 January 1890 : ১৮৭০ সালের আজকের দিনে ব্রুকলিন ব্রিজ নির্মাণের ভিত্তিস্থাপন হয়। এই সেতুটি নিউ ইয়র্ক সিটিতে ইস্ট রিভারের ওপর অবস্থিত। এটি হল পৃথিবীর সর্বপ্রথম স্টিল-ওয়ারে নির্মিত সাসপেনসান ব্রিজ।

3 January 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে নিউ ইয়র্কের লিক অবজারভেটরিতে সর্বপ্রথম জেমস লিক টেলিস্কোপ ব্যবহৃত হয়। টেলিস্কোপটির ব্যাস ছিল ৯১ সেন্টিমিটার, এটি ছিল তৎকালীন বৃহত্তম প্রতিসারক টেলিস্কোপ।

3 January 1925 : ১৯২৫ সালের আজকের দিনে বেনিটো মুসোলিনি ইতালির ওপর তাঁর একনায়কতান্ত্রিক শাসনের কথা ঘোষণা করেন।

3 January 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে হ্যামিল্টন ওয়াচ কোম্পানি প্রথম বিদ্যুৎচালিত ঘড়ি তৈরি করেন।

3 January 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়। ক্যারিবিয়ান দ্বীপগুলি নিয়ে গঠিত একটি রাজনৈতিক সমন্বয় ছিল এটি, যার রাজধানী ছিল ত্রিনিদাদ ও টোবাগো -এর পোর্ট অব স্পেন।

3 January 1962 : ১৯৬২ সালের আজকের দিনে পোপ জন ২৩ ফিদেল কাস্ত্রোকে সমাজচ্যুত করেন। ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার কমিউনিস্ট বিপ্লবী, যিনি ১৯৫৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী এবং কিউবার প্রেসিডেন্ট ছিলেন। তাঁর নেতৃত্বে কিউবা একদলীয় কমিউনিস্ট দেশে পরিণত হয়।

3 January 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে মঙ্গল গ্রহের দক্ষিণ গোলার্ধের ভূমি ও জলবায়ু পর্যবেক্ষণের জন্য নাসা ‘মার্স পোলার ল্যান্ডার’ লঞ্চ করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩ জানুয়ারি | Today Famous Birthdays : 3 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 3 January. On this day Famous Birthdays in Bengali)

3 January 1960 : ১৯৬০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সন্দীপ মারওয়াহ ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা, নোইডা, ভারত।

3 January 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে চেতন শর্মা, ভারতীয় ক্রিকেট ফাস্ট বোলার ভারতের পাঞ্জাব, লুধিয়ায় জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩ জানুয়ারি | Today Famous Deaths : 3 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 3 January. On this day Famous Deaths in Bengali)

3 January 2005 : ২০০৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন জেএন দীক্ষিত, ভারতীয় সরকারী কর্মকর্তা (জন্ম : 1936)।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৩ জানুয়ারি : The Famous Day 3 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ জানুয়ারি | Today’s Historical Events : 3 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *