Close Ad close
Breaking
Sun. Nov 17th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ জানুয়ারি | Today's Historical Events 4 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৪ জানুয়ারি | Today's Historical Events 4 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ জানুয়ারি | Today’s Historical Events 4 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ জানুয়ারি  : Today’s Historical Events 4 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ৪ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ জানুয়ারি  : Today’s Historical Events 4 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৪ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 4 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 4 January. On this day Important Day in Bengali)

4 January : আজ ৪ জানুয়ারি – বিশ্ব ব্রেইল দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 4 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 4 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 4 January. Today’s Famous day on 4 January in India. On this day Historical Famous Events in India)

4 January 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে তামিলনাড়ুতে সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রধান বিচারপতি পতঞ্জলি শাস্ত্রীর জন্ম হয়।

4 January 1932 : ১৯৩২ সালের আজকের দিনে ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড উইলিংডন গান্ধী ও নেহেরুকে গ্রেপ্তার করেছিলেন।

4 January 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে ওড়িশাতে সাংবাদিক, লেখিকা সরোজিনী সাহুর জন্ম হয়। ১৯৯৩ সালে তিনি ওড়িশা সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান। ভারতের ২৫ জন ব্যতিক্রমী মহিলার মধ্যে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে ‘কিন্ডলে ম্যাগাজিন’।

4 January 1998 : ১৯৯৮ সালে আজকের দিনে প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক রাহুল দেব বর্মনের মৃত্যু হয়।

4 January 2014 : ২০১৪ সালের আজকের দিনে ভারতের গোয়ায় তিনতলা বিল্ডিং নির্মাণ সাইট ধসের পরে 14 জন নিহত হয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 4 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

4 January 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।

4 January 1950 : ১৯৫০ সালের আজকের দিনে বাংলাদেশের একজন কবি এবং সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেনের জন্ম হয়।

4 January 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্ম হয়।

4 January 1971 : ১৯৭১ সালের আজকের দিনে জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।

4 January 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 4 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 4 January, Today’s Famous day on 4 January in the World. On this day Historical Famous Events in The World)

4 January 0046 : ৪৬ খ্রিস্টপূর্বাব্দে আজকের দিনে আফ্রিকার রোমান প্রদেশে রোমের লেফটেন্যান্ট ও পরবর্তী কনসাল জুলিয়াস সিজারের সাথে যুদ্ধ বাধে তিতাস লেবিয়েনাসের। এই যুদ্ধ ব্যাটল অব রুসপিনা নামে পরিচিত।

4 January 1643 : ১৬৪৩ সালের আজকের দিনে ইংল্যান্ডে  বিশ্ববরেণ্য গণিতজ্ঞ, পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিদ, ক্লাসিক্যাল মেকানিক্সের জনক স্যার আইজ্যাক নিউটনের জন্ম হয়।

4 January 1762 : ১৭৬২ সালের আজকের দিনে স্পেন ও ন্যাপলস-এর সঙ্গে সাত বছরের যুদ্ধে লিপ্ত হয় গ্রেট ব্রিটেন।

4 January 1847 : ১৮৪৭ সালের আজকের দিনে স্যামুয়েল কোল্ট তাঁর প্রথম রিভলবার আমেরিকা সরকারের হাতে দেন।

4 January 1853 : ১৮৫৩ সালের আজকের দিনে অপহৃত ও আমেরিকার দক্ষিণাঞ্চলে বিক্রীত হওয়ার পর সলোমন নর্থ ১২ বছরের দাসত্ব কাটিয়ে শেষ পর্যন্ত স্বাধীন হলেন। তাঁর বিখ্যাত আত্মজীবনী ‘টুয়েলভ ইয়ার্স এ স্লেভ’ জাতীয় বেস্ট সেলার হয়।

4 January 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে আন্টার্কটিকা ও মাদাগাস্কার দ্বীপের মাঝে ভারত মহাসাগরে অবস্থিত ম্যাকডোনাল্ডস আইল্যান্ডস আবিষ্কার করেন ক্যাপ্টেন উইলিয়াম ম্যাকডোনাল্ড। দুটি আগ্নেয়গিরি থাকায় এই দ্বীপ জনমানবহীন।

4 January 1884 :১৮৮৪ সালের আজকের দিনে গনতান্ত্রিক সমাজচেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ‘ফ্যাবিয়ান সোসাইটি’। এর কার্যালয় ছিল লন্ডনে।

4 January 1903 : ১৯০৩ সালের আজকের দিনে তোপসি নামক একটি হাতিকে তড়িতাহত করে মেরে ফেলে কোনি আইল্যান্ডের লুনা পার্কের মালিকেরা। এডিসন ফিল্ম কোম্পানি এই ঘটনাটি ফ্রেমবন্দী করে।

4 January 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ইংল্যান্ডের থেকে স্বাধীনতা লাভ করে ব্রহ্মদেশ, যার পরবর্তী নাম হয় মায়ানমার। ইউ নু হন ব্রহ্মদেশের প্রথম প্রধানমন্ত্রী।

4 January 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে রাশিয়া দ্বারা প্রেরিত কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ তিন সপ্তাহ কর্মরত থাকার পর ব্যাটারি অক্ষম হওয়ায় কক্ষপথ থেকে পৃথিবীতে এসে পড়ে।

4 January 1960 : ১৯৬০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক এ্যালবার্ট কাম্যুর মৃত্যু হয়।

4 January 2004 : ২০০৪ সালের আজকের দিনে ‘নাসা’ দ্বারা প্রেরিত মঙ্গলযান ‘স্পিরিট’ মঙ্গল গ্রহে অবতরণ করে।

4 January 2010 : ২০১০ সালের আজকের দিনে দীর্ঘতম অট্টালিকা বুর্জ খলিফার উদ্বোধন হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৪ জানুয়ারি | Today Famous Birthdays : 4 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 4 January. On this day Famous Birthdays in Bengali)

4 January 1924 : ১৯২৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সেবাস্তিয়ান ক্যাপেন, ভারতীয় ধর্মতত্ত্ববিদ (মৃত্যু : 1993)।

4 January 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নাবিলা জামশেদ, ভারতীয় লেখক।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৪ জানুয়ারি | Today Famous Deaths : 4 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 4 January. On this day Famous Deaths in Bengali)

4 January 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে সালে ভারতীয় চলচ্চিত্রের স্কোর সুরকার (1942: একটি প্রেমের গল্প) আরডি বর্মণ 54 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৪ জানুয়ারি : The Famous Day 4 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ জানুয়ারি | Today’s Historical Events : 4 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *