Close Ad close
Breaking
Mon. Sep 30th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ জানুয়ারি | Today's Historical Events 11 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১১ জানুয়ারি | Today's Historical Events 11 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ জানুয়ারি | Today’s Historical Events 11 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ জানুয়ারি  : Today’s Historical Events 11 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ১১ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ জানুয়ারি  : Today’s Historical Events 11 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১১ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 11 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 11 January. On this day Important Day in Bengali)

11 January : আজ ১১ জানুয়ারি – জাতীয় মানব পাচার সচেতনতা দিবস (National Human Trafficking Awareness Day)।

11 January : আজ ১১ জানুয়ারি – জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ (National Road Safety Week)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 11 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 11 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 11 January. Today’s Famous day on 11 January in India. On this day Historical Famous Events in India)

11 January 1779 : ১৭৭৯ সালের আজকের দিনে চিং-থাং খোম্বা মণিপুরের রাজা হয়েছিলেন।

11 January 1866 : ১৮৬৬ সালের আজকের দিনে ভারতীয় আলোকচিত্র শিল্পী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর  জন্ম হয়।

11 January 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের জন্ম হয়।

11 January 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিল সিমন্স প্রথম আত্মপ্রকাশ করেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মাদ্রাজের স্টেডিয়ামে।

11 January 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে  ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত ক্যামেরাম্যান শঙ্কররাও সাভেকরের মৃত্যু হয়।

11 January 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে রঞ্জি ট্রফিতে হায়দ্রাবাদ অন্ধ্র প্রদেশের বিপক্ষে 6 উইকেটে 944 রানের স্কোর করেছিলো।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 11 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

11 January 1921 : ১৯২১  সালের আজকের দিনে বাংলাদেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিমের জন্ম হয়।

11 January 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলীর জন্ম হয়।

11 January 1972 : ১৯৭২ সালের আজকের দিনে রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।

11 January 2014 : ২০১৪ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যু হয়।

11 January 2015 : ২০১৫ সালের আজকের দিনে বাংলাদেশের  প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক  চাষী নজরুল ইসলামের মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 11 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 11 January, Today’s Famous day on 11 January in the World. On this day Historical Famous Events in The World)

11 January 1811 : ১৮১১ সালের আজকের দিনে স্কটল্যান্ডে প্রথম মহিলা গল্ফ টুর্নামেন্ট শুরু হয়।

11 January 1927 : ১৯২৭ সালের আজকের দিনে রয়্যাল থিয়েটার চালু হয়।

11 January 1922 : ১৯২২ সালের আজকের দিনে ডায়াবেটিস প্রতিরোধক হিসেবে মানুষের দেহে প্রথম ইনসুলিন প্রয়োগ করা হয়।

11 January 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে ইউনাইটেড স্টেটসের সার্জেন জেনারেল ডাঃ লুথার টেরি(M.D) প্রথম প্রকাশ করেন একটা ইতিহাসিক তথ্য যে ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

11 January 2007 : ২০০৭ সালের আজকের দিনে জে. কে রাউলিং এডিনবার্গের ব্যানোর‍্যাল হোটেলের ৫৫২ রুমে বসে হ্যারিপটার নাটকের সপ্তম তথা শেষ অধ্যায় শেষ করেন।

11 January 2008 : ২০০৮ সালের আজকের দিনে এডমন্ড হিলারী পরলোক গমন করেন।

11 January 2018 : ২০১৮ সালের আজকের দিনে চায়নার বেজিং শহরে বেইয়্যাং ইউনিভার্সিটি ( Beihang University) তে প্রথম তাৎপর্যপূর্ণ # Me Too আন্দোলন শুরু হয় এক অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভি্যোগে(Sexual misconduct)।

আজকের বিখ্যাত জন্মদিন : ১১ জানুয়ারি | Today Famous Birthdays : 11 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 11 January. On this day Famous Birthdays in Bengali)

11 January 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন শিবু সোরেন, ভারতীয় রাজনীতিবিদ।

11 January 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে রাহুল দ্রাবিড়, ভারতীয় ক্রিকেট ব্যাটসম্যান এবং অধিনায়ক (164 টি টেস্ট, 13,288 রান @ 52.31, 36 x 100s; 344 ODIs) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেছেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১১ জানুয়ারি | Today Famous Deaths : 11 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 11 January. On this day Famous Deaths in Bengali)

11 January 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে লাল বাহাদুর শাস্ত্রী, ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের প্রধানমন্ত্রী (1964-66) 61 বছর বয়সে মারা যান।

11 January 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে ঘনশ্যাম দাস বিড়লা (ভারতীয় শিল্পপতি ও শিক্ষাবিদ) 88 বছর বয়সে মারা যান।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর | Today’s History Question and Answer or History QNA

  1. জাতীয় মানব পাচার সচেতনতা দিবস – National Human Trafficking Awareness Day কবে পালন করা হয়?

Ans. ১১ জানুয়ারি (11 January)।

  1. চিং-থাং খোম্বা কবে মণিপুরের রাজা হয়েছিলেন?

Ans. ১১ই জানুয়ারি ১৭৭৯ (11th January 1779)।

  1. রাহুল দ্রাবিড় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১১ই জানুয়ারি ১৯৭৩ (11th January 1973) সালে রাহুল দ্রাবিড় ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় ক্রিকেট ব্যাটসম্যান এবং অধিনায়ক (164 টি টেস্ট, 13,288 রান @ 52.31, 36 x 100s; 344 ODIs)।

  1. লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১১ই জানুয়ারি ১৮৬৬ (11th January 1866) সালে লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী জন্মগ্রহণ করেন, তিনি ভারতীয় আলোকচিত্র শিল্পী।

  1. নীলিমা ইব্রাহিম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১১ই জানুয়ারি ১৯২১ (11th January 1921) সালে নীলিমা ইব্রাহিম জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।

  1. ভারতীয় রাজনীতিবিদ শিবু সোরেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১১ই জানুয়ারি ১৯৪৪ (11th January 1944) সালে ভারতীয় রাজনীতিবিদ শিবু সোরেন জন্মগ্রহণ করেন।

  1. লাল বাহাদুর শাস্ত্রী কবে মারা যান?

Ans. ১১ই জানুয়ারি ১৯৬৬ (11th January 1966) সালে লাল বাহাদুর শাস্ত্রী 61 বছর বয়সে মারা যান। তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের প্রধানমন্ত্রী (1964-66)।

  1. ঘনশ্যাম দাস বিড়লা কবে মারা যান?

Ans. ১১ই জানুয়ারি ১৯৮৩ (11th January 1983) সালে ঘনশ্যাম দাস বিড়লা 88 বছর বয়সে মারা যান। তিনি ছিলেন ভারতীয় শিল্পপতি ও শিক্ষাবিদ।

  1. মীর শওকত আলী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১১ই জানুয়ারি ১৯৩৮ (11th January 1938) সালে মীর শওকত আলী জন্মগ্রহণ করেন। তিনি হলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

  1. কবে বাংলাদেশে রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন?

Ans. ১১ই জানুয়ারি ১৯৭২ (11th January 1972) সালে বাংলাদেশে রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।

  1. কবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মারা যান?

Ans. ১১ই জানুয়ারি ২০১৪ (11th January 2014) সালে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যু হয়।

  1. বাংলাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক  চাষী নজরুল ইসলামের কবে মৃত্যু হয়?

Ans. ১১ই জানুয়ারি ২০১৫ (11th January 2015) সালে বাংলাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক  চাষী নজরুল ইসলামের মৃত্যু হয়।

  1. রয়্যাল থিয়েটার কবে চালু হয়?

Ans. ২০১৫ সালের ১১ই জানুয়ারি ২০১৫ (11th January 2015) রয়্যাল থিয়েটার চালু হয়।

  1. ডায়াবেটিস প্রতিরোধক হিসেবে মানুষের দেহে প্রথম ইনসুলিন কবে প্রয়োগ করা হয়?

Ans. ১৯২২ সালের ১১ই জানুয়ারি (11th January 1922) ডায়াবেটিস প্রতিরোধক হিসেবে মানুষের দেহে প্রথম ইনসুলিন প্রয়োগ করা হয়।

  1. ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রথম কে বলেন?

Ans. ১৯৬৪ সালের ১১ই জানুয়ারি (11th January 1964) ইউনাইটেড স্টেটসের সার্জেন জেনারেল ডাঃ লুথার টেরি(M.D) প্রথম প্রকাশ করেন একটা ইতিহাসিক তথ্য যে ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

  1. এডমন্ড হিলারী কবে পরলোক গমন করেন?

Ans. ২০০৮ সালের ১১ই জানুয়ারি (11th January 2008) এডমন্ড হিলারী পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত দিনে ১১ জানুয়ারি : The Famous Day 11 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ জানুয়ারি | Today’s Historical Events : 11 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *