Close Ad close
Breaking
Sun. Nov 17th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ জানুয়ারি | Today's Historical Events 27 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ জানুয়ারি | Today's Historical Events 27 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ জানুয়ারি | Today’s Historical Events 27 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ জানুয়ারি  : Today’s Historical Events 27 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৭ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ জানুয়ারি  : Today’s Historical Events 27 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৭ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৭ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 27 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৭ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 27 January. On this day Important Day in Bengali)

27 January : আজ ২৭ জানুয়ারি – আন্তর্জাতিক হত্যাকান্ড স্মরণ দিবস।

27 January : আজ ২৭ জানুয়ারি – আন্তর্জাতিক স্মৃতি দিবস (International Day of Commemoration)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 27 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 27 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 27 January. Today’s Famous day on 27 January in India. On this day Historical Famous Events in India)

27 January 1782 : ১৭৮২ সালের এই দিনে ওয়াহাবি আন্দোলনের বিশিষ্ট নেতা তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম হয়।

27 January 1905 : ১৯০৫ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিমের জন্ম হয়।

27 January 1917 : ১৯১৭ সালের এই দিনে  নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভীর  মৃত্যু হয়।

27 January 1921 : ১৯২১ সালের এই দিনে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যা স্বাধীনতার পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়।

27 January 2009 : ২০০৯ সালের এই দিনে ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর. ভেঙ্কটরমনের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 27 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

27 January 2005 : ২০০৫ সালের এই দিনে বাংলাদেশের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 27 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 27 January, Today’s Famous day on 27 January in the World. On this day Historical Famous Events in The World)

27 January 1820 : ১৮২০ সালের এই দিনে ফ্যাবিয়েন গটলিয়েব ভন বেলিংশাউসেন এবং মিখাইল লাজারেভের নেতৃত্বে পরিচালিত প্রথম রাশিয়ান আন্টার্কটিক অভিযান আন্টার্কটিকার ভূখন্ডকে আবিষ্কার করে।

27 January 1880 : ১৮৮০ সালের এই দিনে থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।

27 January 1888 : ১৮৮৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি তে ন্যাশানাল জিওগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠা হয়।

27 January 1924 : ১৯২৪ সালের এই দিনে লেনিনের দেহ রাশিয়ায় মস্কোর রেড স্কোয়্যারে সমাধিতে স্থান পায়।

27 January 1942 : ১৯৪২ সালের এই দিনে বিশিষ্ট লোকসংগীত শিল্পী কেট উলফ্ জন্মগ্রহণ করেন।

27 January 1944 : ১৯৪৪ সালের এই দিনে সোভিয়েত রাশিয়ার সৈন্যরা অবশেষে স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয়।

27 January 1973 : ১৯৭৩ সালের এই দিনে ফ্রান্সের প্যারিসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

27 January 1984 : ১৯৮৪ সালের এই দিনে সংগীত জগতের বিখ্যাত পপতারকা মাইকেল জ্যাকসন পেপসি কোম্পানির একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে অভিনয় করার সময় পুড়ে যান।

27 January 1996 : ১৯৯৬ সালের এই দিনে জার্মানি আন্তর্জাতিক হত্যাকান্ড স্মরণ দিবস পালন করে।

27 January 2002 : ২০০২ সালের এই দিনে নাইজেরিয়ার লেগোস শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে এগারোশো জন নিহত এবং প্রায় কুড়ি হাজার লোক গৃহহারা হয়।

27 January 2004 : ২০০৪ সালের এই দিনে বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়।

27 January 2006 : ২০০৬ সালের এই দিনে ওয়েস্টার্ন ইউনিয়ন টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং পরিষেবা বন্ধ করে দেয়।

27 January 2008 : ২০০৮ সালের এই দিনে ইন্দোনেশিয়ার ২য় রাষ্ট্রপতি সুহার্ত পরলোক গমন করেন।

27 January 2014 : ২০১৪ সালের এই দিনে টিউনেশিয়ার জাতীয় সংবিধান সভা নতুন সংবিধান পাস করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৭ জানুয়ারি | Today Famous Birthdays : 27 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 27 January. On this day Famous Birthdays in Bengali)

27 January 1886 : ১৮৮৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রাধাবিনোদ পাল প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাপান-বন্ধু ভারতীয় নামে সুপরিচিত।

27 January 1905 : ১৯০৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।

27 January 1924 : ১৯২৪ সালের আজকের দিনে সাবু (দস্তগীর), ভারতীয় অভিনেতা ব্রিটিশ ভারতের মহীশূরে জন্মগ্রহণ করেন (বাগানের চোর, এলিফ্যান্ট বয়, ড্রাম) (মৃত্যু:1963)।

27 January 1927 : ১৯২৭ সালের আজকের দিনে মাইকেল ক্রেগ (গ্রেগসন), আমেরিকান অভিনেতা (এস্কেপ 2000, ভল্টের ভল্ট), ব্রিটিশ ভারতের পুুনায় জন্মগ্রহণ করেন।

27 January 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি (মৃত্যু: 2019)।

27 January 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ববি দেওল, ভারতীয় অভিনেতা।

27 January 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিক্রম ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৭ জানুয়ারি | Today Famous Deaths : 27 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 27 January. On this day Famous Deaths in Bengali)

27 January 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে সূর্য মাস্টার (আজিমিয়া অর্ডার), কালানদার বাবা আউলিয়া প্রায় 81 বছর বয়সে মারা যান।

27 January 2009 : ২০০৯ সালের আজকের দিনে আর (রামস্বামী) ভেঙ্কটরমণ ভারতের রাজনীতিবিদ, ভারতের অষ্টম রাষ্ট্রপতি ভেঙ্কটরামন 98 বছর বয়সে মারা যান।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৭ জানুয়ারি | Today’s History Question and Answer : 27 January | History QNA 

  1. আন্তর্জাতিক হত্যাকান্ড স্মরণ দিবস কবে পালন করা হয়?

Ans. ২৭ জানুয়ারি (27 January) আন্তর্জাতিক হত্যাকান্ড স্মরণ দিবস পালন করা হয়।

  1. আন্তর্জাতিক স্মৃতি দিবস (International Day of Commemoration) কবে পালন করা হয়?

Ans. ২৭ জানুয়ারি (27 January) আন্তর্জাতিক স্মৃতি দিবস (International Day of Commemoration) পালন করা হয়।

  1. রাধাবিনোদ পাল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৬ সালের ২৭ জানুয়ারি (27 January 1886) রাধাবিনোদ পাল জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাপান-বন্ধু ভারতীয় নামে সুপরিচিত ছিলেন।

  1. আবুল হাশিম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০৫ সালের ২৭ জানুয়ারি (27 January 1905) আবুল হাশিম জন্মগ্রহণ করেন। তিনি ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।

  1. মাইকেল ক্রেগ (গ্রেগসন) কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২৭ সালের ২৭ জানুয়ারি (27 January 1927) মাইকেল ক্রেগ (গ্রেগসন) ব্রিটিশ ভারতের পুুনায় জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকান অভিনেতা (এস্কেপ 2000, ভল্টের ভল্ট)।

  1. ভারতীয় অভিনেতা ববি দেওল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৭ সালের ২৭ জানুয়ারি (27 January 1967) ভারতীয় অভিনেতা ববি দেওল জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় চলচ্চিত্র পরিচালক বিক্রম ভাট কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৯ সালের ২৭ জানুয়ারি (27 January 1969) ভারতীয় চলচ্চিত্র পরিচালক বিক্রম ভাট জন্মগ্রহণ করেন।

  1. আর (রামস্বামী) ভেঙ্কটরমণ কবে মারা যান?

Ans. ২০০৯ সালের ২৭ জানুয়ারি (27 January 2009) আর (রামস্বামী) ভেঙ্কটরমণ ভারতের রাজনীতিবিদ, ভারতের অষ্টম রাষ্ট্রপতি ভেঙ্কটরামন 98 বছর বয়সে মারা যান।

  1. ওয়াহাবি আন্দোলনের বিশিষ্ট নেতা তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর কবে জন্ম হয়?

Ans. ১৭৮২ সালের ২৭ জানুয়ারি (27 January 1782) ওয়াহাবি আন্দোলনের বিশিষ্ট নেতা তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম হয়।

  1. নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভীর কবে মৃত্যু হয়?

Ans. ১৯১৭ সালের ২৭ জানুয়ারি (27 January 1917) নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভীর মৃত্যু হয়।

  1. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?

Ans. ১৯২১ সালের ২৭ জানুয়ারি (27 January 1921) ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যা স্বাধীনতার পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়।

  1. বাংলাদেশের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে কবে হত্যা করা হয়?

Ans. ২০০৫ সালের ২৭ জানুয়ারি (27 January 2005) বাংলাদেশের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়।

আজকের বিখ্যাত দিনে ২৭ জানুয়ারি – The Famous Day 27 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ জানুয়ারি | Today’s Historical Events : 27 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *