Close Ad close
Breaking
Sun. Nov 24th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি | Today's Historical Events 30 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি | Today's Historical Events 30 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি | Today’s Historical Events 30 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি  : Today’s Historical Events 30 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ৩০ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি  : Today’s Historical Events 30 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৩০ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩০ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 30 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩০ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 30 January. On this day Important Day in Bengali)

30 January : আজ ৩০ জানুয়ারি – ভারতের জাতীয় শহীদ দিবস।

30 January : আজ ৩০ জানুয়ারি – আন্তর্জাতিক কুষ্ঠরোগ দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 30 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 30 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 30 January. Today’s Famous day on 30 January in India. On this day Historical Famous Events in India)

30 January 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা গান্ধীজিকে গুলি করে হত্যা করেন নাথুরাম গডসে।

30 January 1972 : ১৯৭২ সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার জহির রায়হান পরলোক গমন করেন।

30 January 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে ক্রিকেটার কপিল দেব রিচার্ড হ্যাডলির ৪৩১ টি উইকেটের বিশ্ব রেকর্ডে পৌঁছন।

30 January 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে পন্ডিত রবিশঙ্করকে ‘ভারতরত্ন’ প্রদান করে সম্মানিত করা হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 30 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

30 January : আজ ৩০ জানুয়ারি – No record.

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 30 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 30 January, Today’s Famous day on 30 January in the World. On this day Historical Famous Events in The World)

30 January 1873 : ১৮৭৩ সালের আজকের দিনে বিশিষ্ট কল্পবিজ্ঞান লেখক জুলে ভার্নে-এর ‘৮০ দিনে সারা পৃথিবী ভ্রমণ’ ফ্রান্সে পেইরে-জুলে হেতজেল কর্তৃক প্রকাশিত হয়।

30 January 1882 : ১৮৮২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডেলানো রুজ্‌ভেল্ট জন্মগ্রহণ করেন।

30 January 1931 : ১৯৩১ সালের আজকের দিনে চার্লি চ্যাপলিন পরিচালিত ও অভিনীত হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘সিটি লাইটস’ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থিয়েটারে প্রথম প্রদর্শিত হয়।

30 January 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবার্গ, অ্যাডল্ফ হিটলারকে জার্মানির রাইখ চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেন।

30 January 1962 : ১৯৬২ সালের আজকের দিনে জর্ডনের চতুর্থ বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জন্মগ্রহণ করেন।

30 January 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে রেঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে ‘রেঞ্জার ৬’ উৎক্ষেপণ হয়।

30 January 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে লন্ডনের সেন্ট পলস্ ক্যাথিড্রালে উইনস্টন চার্চিলের শেষকৃত্য সম্পন্ন হয়। এটি ছিল পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কতৃক সম্পন্ন অন্ত্যেষ্টি ক্রিয়া।

30 January 1972 : ১৯৭২ সালের আজকের দিনে কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা হয়।

30 January 1982 : ১৯৮২ সালের আজকের দিনে ৪০০ লাইন দীর্ঘ প্রথম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লেখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি অ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।

30 January 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা করা হয়।

30 January 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।

30 January 2000 : ২০০০ সালের আজকের দিনে আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ‘ফ্লাইট ৪৩১’ বিধ্বস্ত হয়ে ১৬৯ জনের মৃত্যু ঘটে।

30 January 2003 : ২০০৩ সালের আজকের দিনে বেলজিয়াম সমলিঙ্গ বিবাহকে আইনসম্মত করে দেয়।

30 January 2006 : ২০০৬ সালের আজকের দিনে নাইজেরিয়ার দালোরি গ্রামে বোকো হারাম জঙ্গীদের মোটরবাইক আক্রমনে ৬৫ জনের মৃত্যু ঘটে ও ১৩৬ জন আহত হন।

30 January 2017 : ২০১৭ সালের আজকের দিনে মধ্য চীনের কিছু বিজ্ঞানী এখনও অবধি পরিচিত মানুষের সবচেয়ে প্রাচীন পূর্বসূরী ৫৪০ মিলিয়ন বছর বয়সের ‘স্যাকরহিটাস’ নামক জীবাষ্মের সম্মন্ধে তথ্য প্রকাশ করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩০ জানুয়ারি | Today Famous Birthdays : 30 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 30 January. On this day Famous Birthdays in Bengali)

30 January 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে জয়শঙ্কর প্রসাদ, হিন্দি কবি, নাট্যকার এবং উপন্যাসিক, ভারতের বারাণসীতে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1937)।

30 January 1910 : ১৯১০ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ চিদাম্বরম সুব্রহ্মণ্যম পোলাচি তালিকায় জন্মগ্রহণ করেন (মৃত্যু: 2000)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩০ জানুয়ারি | Today Famous Deaths : 30 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 30 January. On this day Famous Deaths in Bengali)

30 January 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী (মোহনদাস করমচাঁদ গান্ধী), ভারতের স্বাধীনতা কর্মী ও আধ্যাত্মিক নেতা, ৭৮ বছর বয়সে হিন্দু চরমপন্থীদের দ্বারা নয়াদিল্লিতে হত্যা করা হয়েছিল।

30 January 1960 : ১৯৬০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক (জন্ম: 1881)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৩০ জানুয়ারি | Today’s History Question and Answer : 30 January | History QNA 

  1. ভারতের জাতীয় শহীদ দিবস কবে পালন করা হয়?

Ans. ৩০ জানুয়ারি (30 January) ভারতের জাতীয় শহীদ দিবস পালন করা হয়।

  1. আন্তর্জাতিক কুষ্ঠরোগ দিবস পালন করা হয়?

Ans. ৩০ জানুয়ারি (30 January) আন্তর্জাতিক কুষ্ঠরোগ দিবস পালন করা হয়।

  1. জয়শঙ্কর প্রসাদ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৯ সালের ৩০ জানুয়ারি (30 January 1889) জয়শঙ্কর প্রসাদ ভারতের বারাণসীতে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি কবি, নাট্যকার এবং উপন্যাসিক।

  1. ভারতীয় রাজনীতিবিদ চিদাম্বরম সুব্রহ্মণ্যম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১০ সালের ৩০ জানুয়ারি (30 January 1910) ভারতীয় রাজনীতিবিদ চিদাম্বরম সুব্রহ্মণ্যম পোলাচি তালিকায় জন্মগ্রহণ করেন।

  1. মহাত্মা গান্ধী কবে মারা যান?

Ans. ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি (30 January 1948) মহাত্মা গান্ধী (মোহনদাস করমচাঁদ গান্ধী), ভারতের স্বাধীনতা কর্মী ও আধ্যাত্মিক নেতা, ৭৮ বছর বয়সে হিন্দু চরমপন্থীদের দ্বারা নয়াদিল্লিতে হত্যা করা হয়।

  1. বাঙালি সাহিত্যিক ও সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কবে মারা যান?

Ans. ১৯৬০ সালের ৩০ জানুয়ারি (30 January 1960) বাঙালি সাহিত্যিক ও সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মারা যান।

  1. প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার জহির রায়হান কবে মারা যান?

Ans. ১৯৭২ সালের ৩০ জানুয়ারি (30 January 1972) প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার জহির রায়হান মারা যান।

  1. কবে পন্ডিত রবিশঙ্করকে ‘ভারতরত্ন’ প্রদান করে সম্মানিত করা হয়?

Ans. ১৯৯৯ সালের ৩০ জানুয়ারি (30 January 1999) পন্ডিত রবিশঙ্করকে ‘ভারতরত্ন’ প্রদান করে সম্মানিত করা হয়।

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডেলানো রুজ্‌ভেল্ট কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮২ সালের ৩০ জানুয়ারি (30 January 1882) মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডেলানো রুজ্‌ভেল্ট জন্মগ্রহণ করেন।

  1. বেলজিয়াম কবে সমলিঙ্গ বিবাহকে আইনসম্মত করে দেয়?

Ans. ২০০৩ সালের ৩০ জানুয়ারি (30 January 2003) বেলজিয়াম সমলিঙ্গ বিবাহকে আইনসম্মত করে দেয়।

আজকের বিখ্যাত দিনে ৩০ জানুয়ারি – The Famous Day 30 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি | Today’s Historical Events : 30 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *