Close Ad close
Breaking
Sat. Nov 23rd, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ ফেব্রুয়ারি | Today's Historical Events 5 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৫ ফেব্রুয়ারি | Today's Historical Events 5 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ ফেব্রুয়ারি | Today’s Historical Events 5 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 5 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ৫ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 5 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৫ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 5 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 February. On this day Important Day in Bengali)

5 February : আজ ৫ ফেব্রুয়ারি – জাতীয় গ্রন্থাগার দিবস (বাংলাদেশ)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 5 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 5 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 5 February. Today’s Famous day on 5 February in India. On this day Historical Famous Events in India)

5 February 1831 : ১৮৩১ সালের আজকের দিনে প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা ‘দ্য রিফর্মার’-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

5 February 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি লেখক, কবি, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্যের মৃত্যু হয়।

5 February 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক ‘চৈতন্য লাইব্রেরি’ প্রতিষ্ঠিত হয়।

5 February 1921 : ১৯২১ সালের আজকের দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিশিষ্ট বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

5 February 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে ভারতীয় বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

5 February 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র তারকা অভিষেক বচ্চনের জন্ম হয়।

5 February 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা সন্তোষ দত্তের মৃত্যু হয়।

5 February 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেনের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 5 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

5 February 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পন্ডিত ও লেখক।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 5 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 5 February, Today’s Famous day on 5 February in the World. On this day Historical Famous Events in The World)

5 February 1783 : ১৭৮৩ সালের আজকের দিনে সুইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।

5 February 1817 : ১৮১৭ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।

5 February 1866 : ১৮৬৬ সালের আজকের দিনে বিশিষ্ট স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথের জন্ম হয়।

5 February 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে বিশিষ্ট ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভের জন্ম হয়।

5 February 1900 : ১৯০০ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি সম্পন্ন হয়।

5 February 1923 : ১৯২৩ সালের আজকের দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।

5 February 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে বিখ্যাত কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন কর্তৃক লিখিত, পরিচালিত ও অভিনীত নির্বাক চলচ্চিত্র ‘মডার্ন টাইমস’ মুক্তি পায়।

5 February 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে লাহোরে অনুষ্ঠিত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।

5 February 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে বিশিষ্ট আর্জেন্টিনার ফুটবলার কার্লোস তেভেজের জন্ম হয়।

5 February 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে বর্তমান প্রজন্মের বিশিষ্ট পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্ম হয়।

5 February 1992 : ১৯৯২ সালের আজকের দিনে বিশিষ্ট ফুটবলার নেইমার জুনিয়রের জন্ম হয়।

5 February 2014 : ২০১৪ সালের আজকের দিনে প্রত্নতত্ববিদরা চতুর্দশ শতাব্দীর ভাইকিংদের জটুনভিল্লুর রুনিক সংকেতাবলীর পাঠোদ্ধার করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৫ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 5 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 5 February. On this day Famous Birthdays in Bengali)

5 February 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা অভিষেক বচ্চন, ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৫ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 5 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5 February. On this day Famous Deaths in Bengali)

5 February 1927 : ১৯২৭ সালের আজকের দিনে ইন্নায়েত খান, ভারতীয় সুফি (1914 সালে পশ্চিমের (লন্ডন) সূফী আদেশের প্রতিষ্ঠাতা), 44 বছর বয়সে মারা যান।

5 February 1981 : ১৯৮১ সালের আজকের দিনে কুডা বক্স, ভারতীয় রহস্যময়ী (আমি দেখতে চাই), 75 বছর বয়সে মারা যান।

5 February 2008 : ২০০৮ সালের আজকের দিনে মহাশি মহেশ যোগী , ভারতীয় গুরু যিনি ট্রান্সসেন্টেন্টাল মেডিটেশন বিকাশ করেছিলেন, তিনি 90 বছর বয়সে মারা যান।

5 February 2019 : ২০১৯ সালের আজকের দিনে দক্ষিণায়নি ‘গাজা মুঠাসসী, হাতির’ বৃদ্ধা ‘ভারতীয় হাতি, বন্দীদশায় প্রাচীনতম, কেরালায় 88 বছর বয়সে মারা যান।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৫ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 5 February | History QNA 

  1. ভারতীয় অভিনেতা অভিষেক বচ্চন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি (5 February 1976) ভারতীয় অভিনেতা অভিষেক বচ্চন, ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।

  1. জাতীয় গ্রন্থাগার দিবস (বাংলাদেশ) কবে পালন করা হয়?

Ans. ৫ ফেব্রুয়ারি (5 February) জাতীয় গ্রন্থাগার দিবস (বাংলাদেশ) পালন করা হয়।

  1. সাপ্তাহিক পত্রিকা ‘দ্য রিফর্মার’-এর প্রথম সংস্করণ কবে প্রকাশিত হয়?

Ans. ১৮৩১ সালের ৫ ফেব্রুয়ারি (5 February 1831) প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা ‘দ্য রিফর্মার’-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

  1. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য কবে মারা যান?

Ans. ১৮৫৯ সালের ৫ ফেব্রুয়ারি (5 February 1859) ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য মারা যান।

  1. ভারতীয় বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় কবে মারা যান?

Ans. ১৯৫৫ সালের ৫ ফেব্রুয়ারি (5 February 1955) ভারতীয় বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় মারা যান।

আজকের বিখ্যাত দিনে ৫ ফেব্রুয়ারি – The Famous Day 5 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 5 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *