আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ ফেব্রুয়ারি | Today’s Historical Events 6 February in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ ফেব্রুয়ারি : Today’s Historical Events 6 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ৬ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ ফেব্রুয়ারি : Today’s Historical Events 6 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ৬ ফেব্রুয়ারি।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 6 February
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 6 February. On this day Important Day in Bengali)
6 February : আজ ৬ ফেব্রুয়ারি – মহিলা যৌনাঙ্গ বিয়োগের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (International day against female genital mutilation)।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 6 February
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 6 February
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 6 February. Today’s Famous day on 6 February in India. On this day Historical Famous Events in India)
6 February 1888 : ১৮৮৮ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালীর জন্ম হয়।
6 February 1907 : ১৯০৭ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।
6 February 1932 : ১৯৩২ সালের এই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করেন।
6 February 1937 : ১৯৩৭ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।
6 February 1946 : ১৯৪৬ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মৃত্যু হয়।
6 February 1947 : ১৯৪৭ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালীর মৃত্যু হয়।
6 February 1976 : ১৯৭৬ সালের এই দিনে ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক পরলোক গমন করেন।
6 February 1991 : ১৯৯১ সালের এই দিনে কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও ‘বার্ন অ্যান্ড শেফার্ড’ ভষ্মীভূত হয়ে যায়।
6 February 1997 : ১৯৯৭ সালের এই দিনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন -এই সকল বিশিষ্ট ব্যক্তিত্বকে একযোগে “দেশিকোত্তম” সম্মানে ভূষিত করা হয়।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 6 February
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
6 February 1972 : ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবার কলকাতায় এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ প্রদান করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 6 February
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 6 February, Today’s Famous day on 6 February in the World. On this day Historical Famous Events in The World)
6 February 1840 : ১৮৪০ সালের এই দিনে ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ উপনিবেশ হিসেবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ ঘটে।
6 February 1894 : ১৮৯৪ সালের এই দিনে উইলিয়াম পেইন্টার ‘বোতল খোলার বিশেষ যন্ত্র’-এর প্যাটেন্ট লাভ করেন
6 February 1911 : ১৯১১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি রোনাল্ড রেগনের জন্ম হয়।
6 February 1921 : ১৯২১ সালের এই দিনে বিখ্যাত কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন অভিনীত চলচ্চিত্র ‘দ্য কিড’ আত্মপ্রকাশ করে।
6 February 1929 : ১৯২৯ সালের এই দিনে ট্রাঙ্কুলাইজার আবিষ্কর্তা কলিন মারডকের জন্ম হয়।
6 February 1942 : ১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ যুক্তরাজ্য থাইল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
6 February 1958 : ১৯৫৮ সালের এই দিনে এই দিনে মিউনিখ বিমান দুর্ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেড-এর আটজন খেলোয়াড়সহ তেইশজন যাত্রী মৃত্যুবরণ করেন।
6 February 1971 : ১৯৭১ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হগের জন্ম হয়।
6 February 1998 : ১৯৯৮ সালের এই দিনে ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের নাম পাল্টে ‘রোনাল্ড রেগন জাতীয় বিমানবন্দর’ রাখা হয়।
6 February 2018 : ২০১৮ সালের এই দিনে বিখ্যাত উদ্যোক্তা এলন মাস্ক-এর কোম্পানি ‘স্পেস-এক্স’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ‘ফ্যালকন হেভি’ নিক্ষেপ করে।
আজকের বিখ্যাত জন্মদিন : ৬ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 6 February
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 6 February. On this day Famous Birthdays in Bengali)
6 February 1891 : ১৮৯১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।
6 February 1895 : ১৮৯৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বসন্ত কুমার বিশ্বাস, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৬ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 6 February
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 6 February. On this day Famous Deaths in Bengali)
6 February 1931 : ১৯৩১ সালের আজকের দিনে ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরু র প্রয়াণ দিবস।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৬ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 6 February | History QNA
- মহিলা যৌনাঙ্গ বিয়োগের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (International day against female genital mutilation) কবে পালন করা হয়?
Ans. ৬ ফেব্রুয়ারি (6 February) মহিলা যৌনাঙ্গ বিয়োগের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (International day against female genital mutilation) পালন করা হয়।
- ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী অমর বসু কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৯১ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 1891) ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী অমর বসু জন্মগ্রহণ করেছিলেন।
- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব বসন্ত কুমার বিশ্বাস কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৯৬ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 1895) ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব বসন্ত কুমার বিশ্বাস জন্মগ্রহণ করেন।
- ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরু কবে মারা যান?
Ans. ১৯৩১ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 1931) ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরু কবে মারা যান।
- বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৮৮ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 1888) বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী জন্মগ্রহণ করেন।
- বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় কবে মারা যান?
Ans. ১৯০৭ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 1907) বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় মারা যান।
- ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় কবে মারা যান?
Ans. ১৯৩৭ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 1937) ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় মারা যান।
- কবে ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের নাম পাল্টে ‘রোনাল্ড রেগন জাতীয় বিমানবন্দর’ রাখা হয়?
Ans. ১৯৯৮ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 1998) ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের নাম পাল্টে ‘রোনাল্ড রেগন জাতীয় বিমানবন্দর’ রাখা হয়।
- এলন মাস্ক-এর কোম্পানি ‘স্পেস-এক্স’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ‘ফ্যালকন হেভি’ কবে নিক্ষেপ করে?
Ans. ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 2018) এলন মাস্ক-এর কোম্পানি ‘স্পেস-এক্স’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ‘ফ্যালকন হেভি’ নিক্ষেপ করে।
- কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন অভিনীত চলচ্চিত্র ‘দ্য কিড’ কবে আত্মপ্রকাশ করে?
Ans. ১৯২১ সালের ৬ ফেব্রুয়ারি (6 February 1921) কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন অভিনীত চলচ্চিত্র ‘দ্য কিড’ আত্মপ্রকাশ করে।
আজকের বিখ্যাত দিনে ৬ ফেব্রুয়ারি – The Famous Day 6 February in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 6 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।