Close Ad close
Breaking
Mon. Sep 30th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ ফেব্রুয়ারি | Today's Historical Events 24 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ ফেব্রুয়ারি | Today's Historical Events 24 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ ফেব্রুয়ারি | Today’s Historical Events 24 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 24 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৪ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 24 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৪ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৪ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 24 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৪ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 24 February. On this day Important Day in Bengali)

24 February : আজ ২৪ ফেব্রুয়ারি – কেন্দ্রীয় শুল্ক দিবস (ভারত)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 24 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 24 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 24 February. Today’s Famous day on 24 February in India. On this day Historical Famous Events in India)

24 February 1739 : ১৭৩৯ সালের  আজকের দিনে কারনালের যুদ্ধে ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মহম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।

24 February 1786 : ১৭৮৬ সালের আজকের দিনে চার্লস কর্নওয়ালিস ভারতের গভর্নর-জেনারেল নিযুক্ত হন।

24 February 1822 : ১৮২২ সালের  আজকের দিনে আমেদাবাদ বিশ্বের প্রথম স্বামীনারায়ণ মন্দির উদ্বোধন করা হয়।

24 February 1924 : ১৯২৪ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী কারাগার থেকে মুক্তি পান।

24 February 1942 : ১৯৪২ সালের আজকের দিনে ভারতীয় পণ্ডিত, সাহিত্য বিশেষজ্ঞ এবং নারীবাদী সমালোচক গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের জন্ম হয়।

24 February 1948 : ১৯৪৮ সালের  আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ এবং অভিনেত্রী জয়ারাম জয়ললিতার জন্ম হয়।

24 February 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে ভারতীয় সঙ্গীতশিল্পী নাকাশ আজিজের জন্ম হয়।

24 February 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে বলিউড অভিনেতা অজয় দেবগন (২৯) এবং অভিনেত্রী কাজল মুখোপাধ্যায় (২৪) বিবাহ হয়।

24 February 2010 : ২০১০ সালের আজকের দিনে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন।

24 February 2018 : ২০১৮ সালের আজকের দিনে ভারতীয় নায়িকা শ্রীদেবীর মৃত্যু হয় ।

24 February 2019 : ২০১৯ সালের আজকের দিনে উত্তর-পূর্ব ভারতের গোলাঘাট জেলায় বিষাক্ত বুটলেট অ্যালকোহল পান করার পরে কমপক্ষে ১৩৩ জন মারা গেছে এবং ২০০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

24 February 2020 : ২০২০ সালের আজকের দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাক্ষাত করে 2 দিনের ভারত সফর শুরু করেছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 24 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

24 February 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলামের জন্ম হয়।

24 February 1952 : ১৯৫২ সালের আজকের দিনে ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।

24 February 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইনস।

24 February 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে শেখ মুজিবুর রহমান “বাকশাল” প্রতিষ্ঠা করেন। বাকশাল অর্থাৎ  বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় আওয়ামী পার্টি (মোজাফফর) এবং জাতীয় লীগ নিয়ে গঠিত একটি রাজনৈতিক ফ্রন্ট।

24 February 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফের মৃত্যু হয়।

24 February 2016 : ২০১৬ সালের আজকের দিনে বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 24 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 24 February, Today’s Famous day on 24 February in the World. On this day Historical Famous Events in The World)

24 February 1386 : ১৩৮৬  সালের আজকের দিনে নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায়ের মৃত্যু হয়।

24 February 1821 : ১৮২১ সালে আজকের দিনে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়।

24 February 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা লুই ফিলিপকে ক্ষমতা থেকে অপসারিত করা হয়।

24 February 1918 : ১৯১৮ সালের আজকের দিনে এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়৷

24 February 1920 : ১৯২০ সালের আজকের দিনে নাৎসি পার্টি গঠন করা হয়।

24 February 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশার মৃত্যু হয়।

24 February 2008 : ২০০৮ সালের আজকের দিনে ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরো ৩ বছর বহাল ছিলেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৪ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 24 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 24 February. On this day Famous Birthdays in Bengali)

24 February 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জয়রাম জয়ললিতা, ভারতীয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (মৃত্যু: 2016)।

24 February 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সঞ্জয় লীলা ভানশালী, ভারতীয় বলিউড পরিচালক (হাম দিল দে চুক সানাম, দেবদাস)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৪ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 24 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 24 February. On this day Famous Deaths in Bengali)

24 February 2011 : ২০১১ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন অনন্ত পাই, ভারতীয় শিক্ষাবিদ এবং কমিকসের স্রষ্টা (জন্ম: 1929)।

24 February 2018 : ২০১৮ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন শ্রীদেবী কাপুর [শ্রী আম্মা ইয়াঙ্গার আইয়াপান], তিনি ভারতীয় অভিনেত্রী এবং চলচ্চিত্র প্রযোজক ভারতীয় সিনেমার “প্রথম মহিলা সুপারস্টার” ( হিম্মতওয়ালা, সোলভা সাওয়ান)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৪ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 24 February | History QNA 

  1. কেন্দ্রীয় শুল্ক দিবস (ভারত) কবে পালন করা হয়?

Ans. ২৪ ফেব্রুয়ারি (24 February) কেন্দ্রীয় শুল্ক দিবস (ভারত) পালন করা হয়।

  1. জয়রাম জয়ললিতা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 1948) জয়রাম জয়ললিতা জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন।

  1. ভারতীয় বলিউড পরিচালক সঞ্জয় লীলা ভানশালী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৩ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 1963) ভারতীয় বলিউড পরিচালক সঞ্জয় লীলা ভানশালী জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় শিক্ষাবিদ অনন্ত পাই কবে মারা যান?

Ans. ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 2011) ভারতীয় শিক্ষাবিদ অনন্ত পাই মারা যান।

  1. ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী কাপুর কবে মারা যান?

Ans. ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 2018) ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী কাপুর মারা যান।

  1. চার্লস কর্নওয়ালিস ভারতের গভর্নর-জেনারেল হিসেবে কবে নিযুক্ত হন?

Ans. ১৭৮৬ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 1786) চার্লস কর্নওয়ালিস ভারতের গভর্নর-জেনারেল নিযুক্ত হন।

  1. বিশ্বের প্রথম স্বামীনারায়ণ মন্দির কোথায় উদ্বোধন করা হয়?

Ans. ১৮২২ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 1822) আমেদাবাদ বিশ্বের প্রথম স্বামীনারায়ণ মন্দির উদ্বোধন করা হয়।

  1. মহাত্মা গান্ধী কারাগার থেকে কবে মুক্তি পান?

Ans. ১৯২৪ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 1924) মহাত্মা গান্ধী কারাগার থেকে মুক্তি পান।

  1. ভারতীয় পণ্ডিত, সাহিত্য বিশেষজ্ঞ এবং নারীবাদী সমালোচক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪২ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 1942) ভারতীয় পণ্ডিত, সাহিত্য বিশেষজ্ঞ এবং নারীবাদী সমালোচক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় সঙ্গীতশিল্পী নাকাশ আজিজ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৫ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 1985) ভারতীয় সঙ্গীতশিল্পী নাকাশ আজিজ জন্মগ্রহণ করেন।

  1. ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার কবে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন?

Ans. ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 2010) ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন।

  1. বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি (24 February 1939) বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২৪ ফেব্রুয়ারি – The Famous Day 24 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 24 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *