Close Ad close
Breaking
Thu. Nov 21st, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ ফেব্রুয়ারি | Today's Historical Events 27 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ ফেব্রুয়ারি | Today's Historical Events 27 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ ফেব্রুয়ারি | Today’s Historical Events 27 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 27 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৭ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 27 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৭ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৭ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 27 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৭ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 27 February. On this day Important Day in Bengali)

27 February : আজ ২৭ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মেরু ভল্লুক দিবস।

27 February : আজ ২৭ ফেব্রুয়ারি – বিশ্ব এনজিও দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 27 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 27 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 27 February. Today’s Famous day on 27 February in India. On this day Historical Famous Events in India)

27 February 1803 : ১৮০৩ সালের আজকের দিনে বোম্বেতে (বর্তমান মুম্বাই) বিধ্বংসী অগ্নিকান্ড ঘটে।

27 February 1912 : ১৯১২ সালের আজকের দিনে মারাঠা কবি, সাহিত্যিক বিষ্ণু বমন শিরওয়াদকারের জন্ম হয়।

27 February 1831 : ১৮৩১ সালের আজকের দিনে বিপ্লবী চন্দ্র শেখর আজাদের মৃত্যু হয়।

27 February 1940 : ১৯৪০ সালের আজকের দিনে ভারতীয় চিত্রশিল্পী ভি.বিশ্বনাথন জন্মগ্রহণ করেন।

27 February 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে ভারতীয় হকি খেলোয়াড় সন্দীপ সিং-ের জন্ম হয়।

27 February 2002 : ২০০২ সালের আজকের দিনে গোধরা হত্যাকান্ডে অযোধ্যা ফেরৎ ৫৯ জন তীর্থযাত্রীর মৃত্যু ঘটে।

27 February 2013 : ২০১৩ সালের আজকের দিনে ভারতের কলকাতায় একটি বাজারে আগুনে ২০ জন নিহত হয়েছেন।

27 February 2019 : ২০১৯ সালের আজকের দিনে পাকিস্তান একটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে এবং বিমান চালককে ধরে নিয়েছিল, আরও বিতর্কিত কাশ্মীর অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তোলে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 27 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

27 February 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।

27 February 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।

27 February 1991 : ১৯৯১ সালের আজকের দিনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত এবং এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে। নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া।

27 February 2004 : ২০০৪ সালের আজকের দিনে একুশে বইমেলা থেকে ফেরার পথে  জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (বা সংক্ষেপে জেএমবি)  নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 27 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 27 February, Today’s Famous day on 27 February in the World. On this day Historical Famous Events in The World)

27 February 272 : ২৭২ সালের আজকের দিনে রোমান সম্রাট কনস্ট্যানটাইনের জন্ম হয়।

27 February 1816 : ১৮১৬ সালের আজকের দিনে নেপোলিয়নের পতনের পর ওলন্দাজরা ফরাসিদের কাছ থেকে সুরিনাম পুনঃঅর্জন করে।

27 February 1874 : ১৮৭৪ সালের আজকের দিনে ইংল্যান্ডের লর্ডস’ ক্রিকেট মাঠে বেসবলের প্রথম ম্যাচটি খেলা হয়।

27 February 1881 : ১৮৮১ সালের আজকের দিনে ওলন্দাজ গণিতবিদ লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার জন্মগ্রহণ করেন।

27 February 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে ডোনাল্ড ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে ২২৩ মিনিটের মধ্যে ১৬৯ রান তোলেন।

27 February 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে চেইম ওয়েজম্যান ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন।

27 February 1050 : ১৯৫০ সালের আজকের দিনে জেনারেল চিয়াং কাই শেক জাতীয়তাবাদী চিনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

27 February 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে ডমিনিকা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা পুনঃঅর্জন করে।

27 February 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে চিনা কমিউনিস্ট দলের সভাপতি মাও জে দং ও মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের মধ্যে সর্বশেষ বৈঠকটি সম্পন্ন হয়।

27 February 2010 : ২০১০ সালের আজকের দিনে চিলির মধ্যবর্তী অংশে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়।

27 February 2011 : ২০১১ সালের আজকের দিনে তুরস্কের প্রধানমন্ত্রী নাজমউদ্দিন এরবাকানের মৃত্যু হয়।

27 February 2014 : ২০১৪ সালের আজকের দিনে সুইডেনের স্টকহোমে সুইডিশ সরকার ভুলবশত ৬১,০০০ মানুষকে চাকরির সাক্ষাৎকারের জন্য ডাকার ফলে ভীষণ বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

27 February 2015 : ২০১৫ সালের আজকের দিনে মস্কোতে রাশিয়ার বিশিষ্ট রাজনীতিক বরিস নেম্তসভ-কে হত্যা করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৭ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 27 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 27 February. On this day Famous Birthdays in Bengali)

27 February 1912 : ১৯১২ সালের আজকের দিনে লরেন্স ডুরেল, ভারতীয়-ব্রিটিশ লেখক (বেসরকারী দেশ, আলেকজান্দ্রিয়া কোয়ার্টেট), পাঞ্জাব, ব্রিটিশ ভারতের জলন্ধর শহরে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু: 1990)।

27 February 1992 : ১৯১২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কুসুমগ্রাজ, ভারতীয় লেখক (মৃত্যু: 1999)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৭ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 27 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 27 February. On this day Famous Deaths in Bengali)

27 February 1712 : ১৭১২ সালের আজকের দিনে বাহাদুর শাহ প্রথম, ভারতের সপ্তম মুঘল সম্রাট 68 বছর বয়সে মারা যান।

27 February 1931 : ১৯৩১ সালের আজকের দিনে চন্দ্র শেখর আজাদ, ভারতীয় বিপ্লবী (হিন্দুস্তান সমাজতান্ত্রিক রিপাবলিকান আর্মি), 24 বছর বয়সে মারা যান।

27 February 2012 : ২০১২ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন শৈলেন মান্না ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় ।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৭ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 27 February | History QNA 

  1. আন্তর্জাতিক মেরু ভল্লুক দিবস কবে পালন করা হয়?

Ans. ২৭ ফেব্রুয়ারি (27 February) আন্তর্জাতিক মেরু ভল্লুক দিবস পালন করা হয়।

  1. বিশ্ব এনজিও দিবস কবে পালন করা হয়?

Ans. ২৭ ফেব্রুয়ারি (27 February) বিশ্ব এনজিও দিবস পালন করা হয়।

  1. ভারতীয় লেখক কুসুমগ্রাজ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯২ সালের ২৭ ফেব্রুয়ারি (27 February 1992) ভারতীয় লেখক কুসুমগ্রাজ জন্মগ্রহণ করেন।

  1. ভারতের সপ্তম মুঘল সম্রাট বাহাদুর শাহ কবে মারা যান?

Ans. ১৭১২ সালের ২৭ ফেব্রুয়ারি (27 February 1712) ভারতের সপ্তম মুঘল সম্রাট বাহাদুর শাহ মারা যান।

  1. ভারতীয় বিপ্লবী চন্দ্র শেখর আজাদ কবে মারা যান?

Ans. ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি (27 February 1931) ভারতীয় বিপ্লবী চন্দ্র শেখর আজাদ মারা যান।

  1. ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় শৈলেন মান্না কবে মারা যান?

Ans. ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি (27 February 2012) ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় শৈলেন মান্না কবে মারা যান।

  1. মারাঠা কবি, সাহিত্যিক বিষ্ণু বমন শিরওয়াদকার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১২ সালের ২৭ ফেব্রুয়ারি (27 February 1912) মারাঠা কবি, সাহিত্যিক বিষ্ণু বমন শিরওয়াদকার জন্মগ্রহণ করেন।

  1. বাংলাদেশ আণবিক শক্তি কমিশন কবে গঠিত হয়?

Ans. ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি (27 February 1973) বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।

আজকের বিখ্যাত দিনে ২৭ ফেব্রুয়ারি – The Famous Day 27 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 27 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *