Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ মার্চ | Today's Historical Events 10 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১০ মার্চ | Today's Historical Events 10 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ মার্চ | Today’s Historical Events 10 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ মার্চ  : Today’s Historical Events 10 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১০ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ মার্চ  : Today’s Historical Events 10 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১০ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 10 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 10 March. On this day Important Day in Bengali)

10 March : আজ ১০ মার্চ – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 10 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 10 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 10 March. Today’s Famous day on 10 March in India. On this day Historical Famous Events in India)

10 March 1585 : ১৫৮৫ সালের এই দিনে সম্রাট আকবরের ফরমান জারি : আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলী সন প্রবর্তিত হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন।

10 March 1907 : ১৯০৭ সালের এই দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।

10 March 1934 : ১৯৩৪ সালের এই দিনে ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।

10 March 1980 : ১৯৮০ সালের এই দিনে  বাঙালি কথাসাহিত্যিক সুবোধ ঘোষ পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 10 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

10 March 1983 : ১৯৮৩ সালের এই দিনে বাংলাদেশী কূটনীতিক, সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার আতিকুজ্জামান খান পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 10 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 10 March, Today’s Famous day on 10 March in the World. On this day Historical Famous Events in The World)

10 March 1624 : ১৬২৪ সালের এই দিনে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

10 March 1801 : ১৮০১ সালের এই দিনে প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু হয়।

10 March 1876 : ১৮৭৬ সালের এই দিনে আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।

10 March 1942 : ১৯৪২ সালের এই দিনে জাপানিরা রেঙ্গুন দখল করে নেয়।

10 March 1945 : ১৯৪৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যার বেশির ভাগই বেসামরিক।

10 March 1956 : ১৯৫৬ সালের এই দিনে বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে বিমান চালনা করেন।

10 March 1969 : ১৯৬৯ সালের এই দিনে মার্টিন লুথার কিং-এর হত্যাকারী জেমস আর্ল রে-কে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের সাজা প্রদান করেন।

10 March 2000 : ২০০০ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার আন্দাজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার।

আজকের বিখ্যাত জন্মদিন : ১০ মার্চ | Today Famous Birthdays : 10 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 10 March. On this day Famous Birthdays in Bengali)

10 March 1784 : ১৭৮৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর (Raja Radhakanta Deb Bahadur)। প্রথম জীবনে তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুনশি। ওয়ারেন হেস্টিংস ও ওয়েলেসলির অধীনে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি ‘মহারাজা’ উপাধি লাভ করেন। তার রচিত সংস্কৃত অভিধান “শব্দকল্পদ্রুম” তাকে স্মরণীয় করে রেখেছে এবং এর জন্য ইংরেজ সরকার তাকে ‘রাজা বাহাদুর’ উপাধীতে ভূষিত করে , একই সাথে তিনি Knight Commander of the Star of India খেতাব প্রাপ্ত হন।

10 March 1944 : ১৯৪৪ সালে(অনেক ওয়েবসাইটেে ১৯৪২ সাল দেওয়া হয়েছে) আজকের দিনে জলপাইগুড়ি জেলায় জন্ম গ্রহণ করেন ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদার (Samares Mazumdar)। তার প্রথম গল্প “অন্যমাত্রা” লেখাই হয়েছিলো মঞ্চনাটক হিসাবে, আর সেখান থেকেই তার লেখকজীবনের শুরু। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস “দৌড়”। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে “সাতকাহন”, “তেরো পার্বণ”, “স্বপ্নের বাজার”, “উজান গঙ্গা”, “ভিক্টোরিয়ার বাগান”, “আট কুঠুরি নয় দরজা”, “অনুরাগ” ইত্যাদি উল্লেখযোগ্য।

10 March 1945 : ১৯৪৫ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন জাতীয় কংগ্রেসের রাজনীতিক মাধবরাও সিন্ধিয়া (Madhavrao Scindia)। 

10 March 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে পাটনাতে(বিহার) জন্ম গ্রহণ করেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী পদ্মা খান্না (Padma Khanna)। She is most remembered for her role in the film Saudagar with Amitabh Bachchan and also as Queen Kaikeyi in Ramanand Sagar’s epic series Ramayan(1987–1988).

10 March 1957 : ১৯৫৭ সালে আজকের দিনে সৌদি আরবের রিয়াদে জন্ম গ্রহণ করেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন (Osama Bin Laden)।

10 March 1970 : ১৯৭০ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ওমর আবদুল্লা (Omar Abdullah)। He is an Indian politician and former Chief Minister of the erstwhile state of Jammu and Kashmir.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১০ মার্চ | Today Famous Deaths : 10 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 10 March. On this day Famous Deaths in Bengali)

10 March 1897 : ১৮৯৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে (Savitribai Phule)। তিনি ও তার সহধর্মী একত্রে ব্রিটিশ শাসনামলে নারী অধিকার নিয়ে কাজ করেছেন। ১৮৪৮ সালে তিনি পুনে শহরে প্রথম বারের মতো মেয়েদের জন্য বিদ্যালয় ‘ভিদে ওয়াদা’ স্থাপন করেন।

10 March 1972 : ১৯৭২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হুগলীর চন্দননগরের বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ (Harihar Seth)। আধুনিক চন্দননগর গঠনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। ১৯২০ খ্রিস্টাব্দে চন্দননগরে প্রথম মহিলা উচ্চ বিদ্যালয় ‘কৃষ্ণভবানী নারীশিক্ষা মন্দির’ গঠন করেন। বিশাল পাঠাগার সঙ্গে নাট্যমঞ্চ নিয়ে ‘নিত্যগোপাল স্মৃতি মন্দির’, অঘোরচন্দ্র শেঠ প্রাইমারি স্কুলসহ দুটি প্রাথমিক বিদ্যালয় তিনি স্থাপন করেন।

10 March 1980 : ১৯৮০ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক সুবোধ ঘোষ (Subodh Ghosh)। তার প্রথম গল্প ‘অযান্ত্রিক(ঋত্বিক ঘটক পরিচালিত ১৯৫৮)’, এরপর ‘ফসিল’। তার আর একটি বিখ্যাত গল্প ‘থির বিজুরি’। এছাড়াও জতুগৃহ, ভারত প্রেমকথা(মহাভারতের গল্প অবলম্বনে রচিত), তিলাঞ্জলি (১৯৪৪), গঙ্গোত্রী (১৯৪৭), ত্রিযামা (১৯৫০), ভালোবাসার গল্প, শতকিয়া (১৯৫৮) প্রমূখ।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১০ মার্চ | Today’s History Question and Answer : 10 March | History QNA 

  1. ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৭৮৪ সালের ১০ মার্চ (10 March 1784) ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর জন্মগ্রহণ করেন।

  1. জলপাইগুড়ি জেলায় জন্ম গ্রহণ করেন ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৪ সালের ১০ মার্চ (10 March 1944) জলপাইগুড়ি জেলায় জন্ম গ্রহণ করেন ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন।

  1. জাতীয় কংগ্রেসের রাজনীতিক মাধবরাও সিন্ধিয়া কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৫ সালের ১০ মার্চ (10 March 1945) জাতীয় কংগ্রেসের রাজনীতিক মাধবরাও সিন্ধিয়া জন্মগ্রহণ করেন।

  1. অভিনেত্রী ও নৃত্যশিল্পী পদ্মা খান্না কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৯ সালের ১০ মার্চ (10 March 1949) অভিনেত্রী ও নৃত্যশিল্পী পদ্মা খান্না জন্মগ্রহণ করেন।

  1. আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৭ সালের ১০ মার্চ (10 March 1957) আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন জন্মগ্রহণ করেন।

  1. ওমর আবদুল্লা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭০ সালের ১০ মার্চ (10 March 1970) ওমর আবদুল্লা জন্মগ্রহণ করেন।

  1. ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে কবে মারা যান?

Ans. ১৮৯৭ সালের ১০ মার্চ (10 March 1897) ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে মারা যান।

  1. সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ কবে মারা যান?

Ans. ১৯৭২ সালের ১০ মার্চ (10 March 1972) সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ মারা যান।

আজকের বিখ্যাত দিনে ১০ মার্চ – The Famous Day 10 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ মার্চ | Today’s Historical Events : 10 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *