Close Ad close
Breaking
Mon. Nov 25th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ মার্চ | Today's Historical Events 12 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১২ মার্চ | Today's Historical Events 12 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ মার্চ | Today’s Historical Events 12 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ মার্চ  : Today’s Historical Events 12 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১২ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ মার্চ  : Today’s Historical Events 12 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১২ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 12 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 12 March. On this day Important Day in Bengali)

12 March : আজ ১২ মার্চ – বিশ্ব গ্লুকোমা দিবস (World Glaucoma Week)। গ্লুকোমার অন্ধত্বকে প্রতিরোধ করতে বিশ্বব্যাপী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ‘বিশ্ব গ্লুকোমা সপ্তাহ’ পালিত হয়। এ বছর সপ্তাহটি পালিত হচ্ছে ৭ থেকে ১৩ মার্চ। গ্লুকোমা  হলো চোখের একপ্রকার রোগ যাতে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ও চোখ অন্ধ হয়ে যায়। মানুষের চোখের অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে গ্লুকোমা। সারাবিশ্বে ছানির পরে গ্লুকোমা অন্ধত্বের দ্বিতীয় কারণ।

12 March : আজ ১২ মার্চ – ডাণ্ডি অভিযান দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 12 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 12 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 12 March. Today’s Famous day on 12 March in India. On this day Historical Famous Events in India)

12 March 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন।

12 March 1911 : ১৯১১ সালের আজকের দিনে  গোয়া, দমন ও দীউর প্রথম মুখ্যমন্ত্রী দিওয়ানন্দ বালকৃষ্ণ বান্দোদকার জন্মগ্রহণ করেন।

12 March 1913 : ১৯১৩ সালের আজকের দিনে মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত বালোচন্দ্র চৌহান জন্মগ্রহণ করেন  যিনি পরবর্তী কালে ভারতের পঞ্চম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। একাধারে তিনি ছিলেন একজন শক্তিশালী কংগ্রেস নেতা, সামাজিক কর্মী ও লেখক।

12 March 1930 : ১৯৩০ সালে আজকের দিনে ডান্ডি পদযাত্রা বা লবন সত্যাগ্রহ শুরু হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।

12 March 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে ভারতীয় প্রতিষ্ঠান ‘সাহিত্য অকাদেমি’-এর প্রতিষ্ঠা হয়।

12 March 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার কর্তৃক ‘সাহিত্য অকাদেমি’ প্রতিষ্ঠিত হয়।

12 March 1960 : ১৯৬০ সালের আজকের দিনে ভারতীয় লেখক, পণ্ডিত ও সংস্কৃত অধ্যাপক ক্ষিতিমোহন সেন পরলোক গমন করেন।তিনি অমর্ত্য সেনের পিতামহ ছিলেন।

12 March 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে বিশিষ্ট শিল্পপতি এম.এ ইস্পাহানী পরলোক গমন করেন।

12 March 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে কথাশিল্পী সমরেশ বসু (কালকূট) পরলোক গমন করেন।

12 March 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে মুম্বাইয়ে বিভিন্ন জায়গায় ১২টি কুখ্যাত বােমা বিস্ফোরণ ঘটে , এর ফলে ২৫৭ জন নিহত হয় এবং ১৪০০ জন আহত হয়।

12 March 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে কংগ্রেস পার্টি ভারতের জাতীয় নির্বাচন হেরেছে।

12 March 2013 : ২০১৩ সালের আজকের দিনে ভারতীয় শিল্পী গণেশ পাইন পরলোক গমন করেন।

12 March 2018 : ২০১৮ সালের আজকের দিনে ভারতের রাজ্য মহারাষ্ট্রের কয়েক হাজার কৃষক মওকুফ, দাম এবং জমির অধিকার নিয়ে রাজ্য আধিকারিকদের প্রতিশ্রুতি দেওয়ার পরে এবং মুম্বাইয়ের 167 কিলোমিটার পথ চলার পরে বিক্ষোভ শেষ করেছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 12 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

12 March 1911 : ১৯১১ সালের আজকের দিনে কথাসাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর শামসুদ্দীন জন্মগ্রহণ করেন।

12 March 1928 : ১৯২৮ সালের আজকের দিনে বাংলাদেশের টিভিব্যক্তিত্ব ফজলে লোহানী জন্মগ্রহণ করেন।

12 March 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক রেহমান সোবহান জন্মগ্রহণ করেন ।

12 March 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং লেখক আবু হেনা মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন।

12 March 1972 : ১৯৭২ সালে আজকের দিনে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ হয়েছিল।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 12 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 12 March, Today’s Famous day on 12 March in the World. On this day Historical Famous Events in The World)

12 March 1289 : ১২৮৯ সালের আজকের দিনে জর্জিয়ার রাজা দ্বিতীয় দিমিত্রি পরলোক গমন করেন।

12 March 1365 : ১৩৬৫ সালের আজকের দিনে ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

12 March 1479 : ১৪৭৯ সালের আজকের দিনে সম্রাট গিওলিয়ানি জন্মগ্রহণ করেন যিনি পরবর্তীকালে ফ্লোরেন্সের সম্রাট হয়েছিলেন।

12 March 1496 : ১৪৯৬ সালের আজকের দিনে ইহুদীরা সিরিয়া থেকে বহিষ্কৃত হয়।

12 March 1572 : ১৫৭২ সালের আজকের দিনে লুয়েস ওয়াজ দে ক্যামোজ পর্তুগালে ‘ওস লুসিডোস’ প্রকাশ করেন ।

12 March 1594 : ১৫৯৪ সালের আজকের দিনে কোম্পানি অফ ডিস্টান্স ‘ইস্ট ইন্ডিজ’ প্রতিষ্ঠা করে।

12 March 1597 : ১৫৯৭ সালের আজকের দিনে ইংল্যান্ড এমিয়েন্সে সৈন্য পাঠায়।

12 March 1609 : ১৬০৯ সালের আজকের দিনে বারমুডায় ইংরেজ উপনিবেশ স্থাপন হয়।

12 March 1619 : ১৬১৯ সালের আজকের দিনে জাভাতে ডাচ বসতিটি ‘বাটাভিয়া’ নামাঙ্কিত হয়।

12 March 1685 : ১৬৮৫ সালের আজকের দিনে আইরিশ বিজ্ঞানী জর্জ বার্কলি জন্মগ্রহণ করেন।

12 March 1789 : ১৭৮৯ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম পোস্ট অফিস স্থাপিত হয়।

12 March 1799 : ১৭৯৯ সালের আজকের দিনে অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

12 March 1867 : ১৮৬৭ সালের আজকের দিনে শেষ ফরাসি সৈন্যদল মেক্সিকো ত্যাগ করে।

12 March 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে লিবিয়ার বাদশাহ মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি জন্মগ্রহণ করেন।

12 March 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।

12 March 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।

12 March 1904 : ১৯০৪ সালের আজকের দিনে ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়।

12 March 1925 : ১৯২৫ সালের আজকের দিনে চীনের নেতা সান ইয়াৎ সেন মারা যান।

12 March 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েল মারা যান।

12 March 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

12 March 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম আকাশে ওড়ে।

12 March 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তথা World Wide Web (www) বৈশ্বিক তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।

12 March 2003 : ২০০৩ সালের আজকের দিনে স্পার্টাকাসের লেখক বিশ্বখ্যাত ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ১২ মার্চ | Today Famous Birthdays : 12 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 12 March. On this day Famous Birthdays in Bengali)

12 March 1884 : ১৮৮৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত (Atulchandra Gupta)। তিনি ভারতীয় কংগ্রেস দলের একজন সক্রিয় সদস্য ছিলেন।

12 March 1911 : ১৯১১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন গােয়া, দমন ও দীউর প্রথম মুখ্যমন্ত্রী দিওয়ানন্দ বালকৃষ্ণ বান্দোদকার (Dayanand Balkrishna Bandodkar)। He swept the polls in 1963, 1967 and in 1972 while representing the Maharashtrawadi Gomantak Party (MGP) and remained in power until his death in 1973.

12 March 1913 : ১৯১৩ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী (01.05.1960 – 14.11.1962) যশবন্ত বালােচন্দ্র চৌহান (Yashwantrao Balwantrao Chavan) , যিনি পরবর্তী কালে ভারতের পঞ্চম উপপ্রধানমন্ত্রী (28.07.1979 – 14.01.1980) হয়েছিলেন। একাধারে তিনি ছিলেন একজন শক্তিশালী কংগ্রেস নেতা, সামাজিক কর্মী ও লেখক।

12 March 1917 : ১৯১৭ সালের আজকের দিনে গুগি উইথার্স, অভিনেত্রী (1 of Our Aircraft is Missing), ভারতের করাচিতে জন্মগ্রহণ করেছিলেন।

12 March 1924 : ১৯২৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন প্রখ্যাত বাঙালি গায়িকা উৎপলা সেন (Utpala Sen)। ১৯৪১ সালে তিনি প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন ‘এক হাতে মোর পূজার থালি’ গানটির জন্য। এরপর আরও জনপ্রিয়তা পেলেন মহিষাসুর মর্দিনীর ‘শান্তি দিলে ভরি গানে’ যা আজও শোনা যায়।

12 March 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে ভারতীয় জন্মগ্রহণকারী ব্রিটিশ ভাস্কর আনিস কাপুর, ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।

12 March 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে গুজরাতের ভদোদরায় জন্ম গ্রহণ করেন ভারতের বিখ্যাত গায়িকা “ডান্ডিয়া-রানি” ফাল্গুনী পাঠক (Falguni Pathak)। ফাল্গুন মাসে জন্ম বলে নাম রাখা হয়েছিল ফাল্গুনী। 

12 March 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং প্রযোজক অরিন্দম শীল (Arindam Sil)। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো: আবর্ত, এবার শবর, হর হর ব্যোমকেশ ও ঈগলের চোখ।

12 March 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে বহরমপুরে(মুর্শিদাবাদ) জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ষোল বছর বয়সে তিনি জিটিভির সা রে গা মা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর মায়ের নজর কাড়েন। এই প্রতিযোগিতা জয়ের পর ২০০২ সালে ভন্সালীর প্রণয়মূলক নাট্যধর্মী ‘দেবদাস’ চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদানের মাধ্যমে চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার বলিউডে অভিষেক ঘটে। এ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার, এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।

12 March 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১২ মার্চ | Today Famous Deaths : 12 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 12 March. On this day Famous Deaths in Bengali)

12 March 1960 : ১৯৬০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি গবেষক, সংগ্রাহক এবং শিক্ষক ক্ষিতিমোহন সেন (Kshitimohan Sen)। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন তার দৌহিত্র(কন্যার পুত্র)।

12 March 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর কলকাতার প্রতিভাময়ী অপেশাদার ভারতীয় মঞ্চশিল্পী কেয়া চক্রবর্তী (Keya Chakraborty)। তার প্রথম অভিনয় ১৯৬১ সালে ‘চার অধ্যায়’ নাটকে। এরপর ১৯৬৬ সাল হতে নিয়মিত অভিনয় করতেন। ‘তিন পয়সার পালা’ অভিনয়ের পর তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ে।

12 March 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক সমরেশ বসু (Samaresh Basu)। ‘কালকূট’ ও ‘ভ্রমর’ তার ছদ্মনাম। ১৯৪৩ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি ইছাপুরের বন্দুক ফ্যাক্টরিতে কাজ করেন। ট্রেড ইউনিয়ন ও ভারতের কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। এ কারণে তাকে ১৯৪৯-৫০ সালে জেলও খাটতে হয়। জেলখানায় তিনি তার প্রথম উপন্যাস ‘উত্তরঙ্গ’ রচনা করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি লেখালেখিকেই পেশা হিসেবে গ্রহণ করেন। ছোটদের জন্যে তার সৃষ্ট গোয়েন্দা ‘গোগোল’ অত্যন্ত জনপ্রিয় হয়। গোগোলের দুটি কাহিনি ‘গোয়েন্দা গোগোল’ ও ‘গোগোলের কীর্তি’ নামে চলচ্চিত্রায়িতও হয়েছে।

12 March 2013 : ২০১৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতায় জন্মগ্রহণকারী একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন (Ganesh Pyne)। “বেঙ্গল স্কুল অফ আর্টের” সবচেয়ে উল্লেখযোগ্য সমসাময়িক শিল্পীদের একজন তিনি,যিনি বাংলার লোককাহিনী এবং পৌরাণিক কাহিনির থিমগুলি সম্পর্কে “কাব্যিক অতিরিওবাদ”,ফ্যান্টাসি এবং গাঢ় চিত্রকল্পের নিজস্ব শৈলী গড়ে তোলেন। তিনি “অন্ধকারের চিত্রশিল্পী(Painter Of Darkness)” নামেও পরিচিত ছিলেন কারণ তিনি গাঢ় রং ব্যবহার করতেন যেমন কালো এবং নীল।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১২ মার্চ | Today’s History Question and Answer : 12 March | History QNA 

  1. বিশ্ব গ্লুকোমা দিবস (World Glaucoma Week) কবে পালন করা হয়?

Ans. ১২ মার্চ (12 March 1840) বিশ্ব গ্লুকোমা দিবস (World Glaucoma Week) পালন করা হয়।

  1. ডাণ্ডি অভিযান দিবস কবে পালন করা হয়?

Ans. ১২ মার্চ (12 March 1840) ডাণ্ডি অভিযান দিবস পালন করা হয়।

  1. বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৪ সালের ১২ মার্চ (12 March 1884) বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন।

  1. গােয়া, দমন ও দীউর প্রথম মুখ্যমন্ত্রী দিওয়ানন্দ বালকৃষ্ণ বান্দোদকার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১১ সালের ১২ মার্চ (12 March 1911) গােয়া, দমন ও দীউর প্রথম মুখ্যমন্ত্রী দিওয়ানন্দ বালকৃষ্ণ বান্দোদকার কবে জন্মগ্রহণ করেন।

  1. মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত বালােচন্দ্র চৌহান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৩ সালের ১২ মার্চ (12 March 1913) মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত বালােচন্দ্র চৌহান কবে জন্মগ্রহণ করেন।

  1. অভিনেত্রী গুগি উইথার্স কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৭ সালের ১২ মার্চ (12 March 1917) অভিনেত্রী গুগি উইথার্স জন্মগ্রহণ করেন।

  1. প্রখ্যাত বাঙালি গায়িকা উৎপলা সেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২৪ সালের ১২ মার্চ (12 March 1924) প্রখ্যাত বাঙালি গায়িকা উৎপলা সেন জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় জন্মগ্রহণকারী ব্রিটিশ ভাস্কর আনিস কাপুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৪ সালের ১২ মার্চ (12 March 1954) ভারতীয় জন্মগ্রহণকারী ব্রিটিশ ভাস্কর আনিস কাপুর জন্মগ্রহণ করেন।

  1. সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৮ সালের ১২ মার্চ (12 March 1988) সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন কবে মারা যান?

Ans. ২০১৩ সালের ১২ মার্চ (12 March 2013) ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন মারা যান।

আজকের বিখ্যাত দিনে ১২ মার্চ – The Famous Day 12 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ মার্চ | Today’s Historical Events : 12 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *