Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ মার্চ | Today's Historical Events 24 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ মার্চ | Today's Historical Events 24 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ মার্চ | Today’s Historical Events 24 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ মার্চ  : Today’s Historical Events 24 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৪ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ মার্চ  : Today’s Historical Events 24 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৪ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৪ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 24 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৪ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 24 March. On this day Important Day in Bengali)

24 March : আজ ২৪ মার্চ – বিশ্ব যক্ষ্মা দিবস (World Tuberculosis Day)। যক্ষ্মা বা যক্ষা (টিউবার্‌কিউলোসিস্‌ বা টিবি) একটি সংক্রামক রোগ যার কারণ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামের জীবাণু। “যক্ষ্মা” শব্দটা এসেছে “রাজক্ষয়” থেকে। ক্ষয় বলার কারণ এতে রোগীরা খুব শীর্ণ(রোগা) হয়ে পড়েন। ১৮৮২ সালে রবার্ট কোচ আজকের দিনটিতেই যক্ষ্মা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন। এই বছরের(২০২১) থিম হলো- ‘The Clock is Ticking’.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 24 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 24 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 24 March. Today’s Famous day on 24 March in India. On this day Historical Famous Events in India)

24 March 1351 : ১৩৫১ সালের আজকের দিনে ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন

24 March 1770 : ১৭৭০ সালের আজকের দিনে নবাব আশরাফ আলি খান পরলোক গমন করেন।

24 March 1841 : ১৮৪১ সালের আজকের দিনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 24 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

24 March 1925 : ১৯২৫ সালের আজকের দিনে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান জন্মগ্রহণ করেন।

24 March 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।

24 March 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার সাকিব আল-হাসান জন্মগ্রহণ করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 24 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 24 March, Today’s Famous day on 24 March in the World. On this day Historical Famous Events in The World)

24 March 1603 : ১৬০৩ সালের আজকের দিনে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ পরলোক গমন করেন।

24 March 1834 : ১৮৩৪ সালের আজকের দিনে ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী উইলিয়াম মরিস জন্মগ্রহণ করেন।

24 March 1899 : ১৮৯৯ সালের আজকের দিনে পেশাদার ইংরেজ ক্রিকেটার বিলি বার্নস পরলোক গমন করেন।

24 March 1905 : ১৯০৫ সালের আজকের দিনে ফরাসি লেখক জুল ভার্ন পরলোক গমন করেন।

24 March 1940 : ১৯৪০ সালের আজকের দিনে এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।

24 March 1961 : ১৯৬১ সালের আজকের দিনে ইংরেজ সাবেক ক্রিকেটার ডিন জোন্স জন্মগ্রহণ করেন।

24 March 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকার জন্মগ্রহণ করেন।

24 March 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেসিকা চ্যাস্টেইন জন্মগ্রহণ করেন।

24 March 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার গ্রেমি সোয়ান জন্মগ্রহণ করেন।

24 March 2008 : ২০০৮ সালের আজকের দিনে প্রথম সাধারণ নির্বাচনের মাধ্যমে ভুটান আনুষ্ঠানিকভাবে গণতন্ত্র গ্রহণ করে।

24 March 2010 : ২০১০ সালের আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার রন হামেন্স পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৪ মার্চ | Today Famous Birthdays : 24 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 24 March. On this day Famous Birthdays in Bengali)

24 March 1841 : ১৮৪১ সালে আজকের দিনে মীরুটে (উত্তর প্রদেশ) জন্ম গ্রহণ করেন মুসলমান রাজনীতিবিদ এবং নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী (Nawab Waqar-ul-Mulk Kamboh)। তিনি মুস্তাক হোসেন নামেও পরিচিত ছিলেন।

24 March 1863 : ১৮৬৩ সালে আজকের দিনে রাইপুরে (বীরভূম জেলা) জন্ম গ্রহণ করেন খ্যাতনামা আইনবিদ লর্ড সত্যপ্রসন্ন সিনহা (Satyendra Prasanna Sinha)। He was the first Governor of Bihar and Orissa, first Indian Advocate-General of Bengal, first Indian to become a member of the Viceroy’s executive Council and the first Indian to become a member of the British ministry.

24 March 1950 : ১৯৫০ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন চিত্র পরিচালক প্রহ্লাদ

কক্কর (Prahlad Kakkar)। He best known for his work on the famous Pepsi TV commercial with Amitabh Bachchan and Sachin Tendulkar. He is the founder and main director for Genesis Film Productions, established in 1977.

24 March 1979 : ১৯৭৯ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা ইমরান হাশমি (Syed Emraan Anwar Hashmi)। তিনি পরিচালক,প্রযোজক মহেশ ভাটের ভাগ্নে।

24 March 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার সাকিব আল-হাসান (Shakib Al Hasan)।

24 March 1991 : ১৯৯১ সালে আজকের দিনে গুজরাটে জন্ম গ্রহণ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া (Krunal Himanshu Pandya)। তিনি একজন অলরাউন্ডার যিনি বামহাতে ব্যাট করেন এবং বাম হাতের ধীর গতির অর্থোডক্স বোল করেন এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৪ মার্চ | Today Famous Deaths : 24 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 24 March. On this day Famous Deaths in Bengali)

24 March 1770 : ১৭৭০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাংলা-বিহার-উড়িষ্যার নবাব আশরাফ আলি খান (Sayyid Ashraf Ali Khan Bahadur)। তিনি ছিলেন মীর জাফরের চতুর্থ সন্তান।

24 March 1776 : ১৭৭৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন (John Harrison)।

24 March 2005 : ২০০৫ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন ভারতীয় সঙ্গীতপরিচালক, আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারা (Vistasp Ardeshir Balsara)। পনেরো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান কাজের চেষ্টায়৷ মিলিটারি ক্যাম্পে ঘোড়াকে স্নান করানোর কাজ জুটল কিন্তু পোষাল না সে কাজ৷ তাই বাড়ি ফিরে আরম্ভ করলেন পার্সি বিয়েবাড়িতে জ্যাজ বাজানোর কাজ এবং সেই থেকে শুরু সঙ্গীত ৷

24 March 2020 : ২০২০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মতিউর রহমান পানু (Motiur Rahman Panu)। তিনি ১৯৯০-১৯৯১ সালে ভারতের কলকাতায় সবচেয়ে ব্যবসা সফল “বেদের মেয়ে জোসনা” ছবিটি নির্মাণ করেছিলেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৪ মার্চ | Today’s History Question and Answer : 24 March | History QNA 

  1. বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়?

Ans. ২৪ মার্চ (24 March) বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়।

  1. ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯১ সালের ২৪ মার্চ (24 March 1991) ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া জন্মগ্রহণ করেন।

  1. হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা ইমরান হাশমি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৯ সালের ২৪ মার্চ (24 March 1979) হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা ইমরান হাশমি জন্মগ্রহণ করেন।

  1. বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার সাকিব আল-হাসান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৭ সালের ২৪ মার্চ (24 March 1987) বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার সাকিব আল-হাসান জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২৪ মার্চ – The Famous Day 24 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ মার্চ | Today’s Historical Events : 24 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *