আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ এপ্রিল | Today’s Historical Events 3 April in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ এপ্রিল : Today’s Historical Events 3 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ৩ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ এপ্রিল : Today’s Historical Events 3 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ৩ এপ্রিল।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 3 April
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 April. On this day Important Day in Bengali)
3 April : আজ ৩ এপ্রিল – বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবস।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 3 April
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 3 April
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 3 April. Today’s Famous day on 3 April in India. On this day Historical Famous Events in India)
3 April 1325 : ১৩২৫ সালের এই দিনে বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া পরলোক গমন করেন।
3 April 1680 : ১৬৮০ সালের এই দিনে মারাঠা সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী শিবাজী মহারাজ পরলোক গমন করেন।
3 April 1904 : ১৯০৪ সালের এই দিনে বিশিষ্ট সাংবাদিক ও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা রামনাথ গোয়েঙ্কা জন্মগ্রহণ করেন। জরুরি অবস্থার সময়ে নির্ভীক সাংবাদিকতার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।
3 April 1914 : ১৯১৪ সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম ম্যানেকশ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে হওয়া যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
3 April 2017 : ২০১৭ সালের এই দিনে ভারতের ক্লাসিক্যাল সংগীতের বিশিষ্ট গায়িকা কিশোরী আমোনকার পরলোক গমন করেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 3 April
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
3 April 1929 : ১৯২৯ সালের এই দিনে বিখ্যাত স্থপতি ফজলুর রহমান খান জন্মগ্রহণ করেন।
3 April 1950 : ১৯৫০ সালের এই দিনে বিশিষ্ট জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর জন্মগ্রহণ করেন।
3 April 1979 : ১৯৭৯ সালের এই দিনে প্রখ্যাত বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ পরলোক গমন করেন।
3 April 1995 : ১৯৯৫ সালের এই দিনে বিশিষ্ট ক্রিকেটার তাসকিন আহমেদ জন্মগ্রহণ করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 3 April
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 3 April, Today’s Famous day on 3 April in the World. On this day Historical Famous Events in The World)
3 April 1884 : ১৮৮৪ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার জিমি ম্যাথুজ জন্মগ্রহণ করেন।
3 April 1922 : ১৯২২ সালের এই দিনে জোসেফ স্ট্যালিন, ভ্লাদিমির লেনিনকে রাশিয়ার কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করেন।
3 April 1924 : ১৯২৪ সালের এই দিনে অস্কার পুরস্কার বিজয়ী বিখ্যাত মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডো জন্মগ্রহণ করেন।
3 April 1948 : ১৯৪৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ‘মার্শাল পরিকল্পনা’-য় স্বাক্ষর করেন।
3 April 1973 : ১৯৭৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম বহনযোগ্য মোবাইল থেকে ফোন করা হয়।
3 April 1977 : ১৯৭৭ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক রাইডার পরলোক গমন করেন।
3 April 1978 : ১৯৭৮ সালের এই দিনে বিশিষ্ট জার্মান টেনিস খেলোয়াড় টমি হাস জন্মগ্রহণ করেন।
3 April 1991 : ১৯৯১ সালের এই দিনে বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রীন পরলোক গমন করেন।
3 April 2010 : ২০১০ সালের এই দিনে ‘অ্যাপল’ কোম্পানি তার ‘আইপ্যাড’-এর উদ্বোধন করে।
3 April 2013 : ২০১৩ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা প্লাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে বন্যায় পঞ্চাশজন মানুষ মৃত্যুমুখে পতিত হয়।
3 April 2016 : ২০১৬ সালের এই দিনে ‘পানামা পেপারস্’ প্রকাশিত হয়। এটি ছিল বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের বেআইনি কাজকর্ম সংক্রান্ত বৃহত্তম তথ্যফাঁস।
আজকের বিখ্যাত জন্মদিন : ৩ এপ্রিল | Today Famous Birthdays : 3 April
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 3 April. On this day Famous Birthdays in Bengali)
3 April 1781 : ১৭৮১ সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্ম গ্রহণ করেন ভারতীয় ধর্মীয় নেতা স্বামীনারায়ণ (Swaminarayan/Sahajanand Swami)। তিনি সাহাজানন্দ স্বামী হিসাবেও পরিচিত, যার জীবন ও শিক্ষা কেন্দ্রীয় হিন্দু প্রথাগুলির ধর্ম, অহিংসা এবং ব্রহ্মচর্চাকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি তার অনুসারীরা তাকে ঈশ্বরের পাঠানো দূত বলে বিশ্বাস করত।
3 April 1903 : ১৯০৩ সালে আজকের দিনে মাঙ্গালোরে(কর্ণাটক) জন্ম গ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায় (Kamaladevi Chattopadhyay)। স্বাধীনতার পর ভারতীয় হস্তশিল্প, নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে তাঁর নিরলস প্রয়াস অবিস্মরণীয়।
3 April 1904 : ১৯০৪ সালে আজকের দিনে দ্বারভাঙাতে(বিহার) জন্ম গ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক ও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা রামনাথ গোয়েঙ্কা (Ramnath Goenka)। জরুরি অবস্থার সময়ে নির্ভীক সাংবাদিকতার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।
3 April 1914 : ১৯১৪ সালে আজকের দিনে পাঞ্জাবের অমৃতসরে জন্ম গ্রহণ করেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম ম্যানেকশ (Sam Manekshaw/Sam Hormusji Framji Jamshedji Manekshaw)। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। এর মাধ্যমেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের উত্থান ঘটে।
3 April 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে তিরুবনন্তপুরমে(কেরালা) জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের নেপথ্য গায়ক হরিহরন/হরিহরণ অনান্থ সুব্রামানি (Hariharan)।
3 April 1962 : ১৯৬২ সালে আজকের দিনে অন্ধ্রপ্রদেশে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং রাজনীতিক জয়াপ্রদা (Jaya Prada)।
3 April 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে কর্ণাটকে জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেবা (Prabhu Deva)।
3 April 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে নাগপুরে(মহারাষ্ট্র) জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা বিক্রান্ত মাস (Vikrant Massey)।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩ এপ্রিল | Today Famous Deaths : 3 April
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 3 April. On this day Famous Deaths in Bengali)
3 April 1325 : ১৩২৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশে চিশতিয়া তরিকার প্রখ্যাত সূফি সাধক নিজামুদ্দিন আউলিয়া (Muhammad Nizamuddin Auliya)।
3 April 1680 : ১৬৮০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজ (Chhatrapati Shivaji Maharaj)। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনি ১৬৭৪ সালে মারাঠা সাম্রাজ্যের রাজা ‘ছত্রপতি’ হিসেবে মুকুট ধারণ করেন।
3 April 1932 : ১৯৩২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সাতগাছিয়ার(বর্ধমান) সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায় (Bamapada Banerjee)। তাঁর অঙ্কিত ‘কৃষ্ণকান্তের উইল’-হস্তে বঙ্কিমচন্দ্রের মূল প্রতিকৃতি কলিকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রক্ষিত আছে। তাঁর অন্যান্য বিখ্যাত চিত্ৰ : ‘জাগলার অ্যান্ড মংকি’, ‘দুর্বাসা ও শকুন্তলা’, ‘শান্তনু ও গঙ্গা’, ‘উত্তরা ও অভিমন্যু’ প্রভৃতি।
3 April 1969 : ১৯৬৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল (Madhu Shil)। ১৯৩৬ খ্রী. নিজস্ব পদ্ধতিতে ‘মুক্তিস্নান’ চিত্রে রি-রেকর্ডিং এবং প্লে-ব্যাক পদ্ধতির উন্নতি করেন। তিনি ডাবিং-এ ব্যবহারের উপযোগী ‘স্ত্রীপটোগ্রাফ’ যন্ত্রের আবিষ্কারক। ১৯৫২ খ্রী. ‘ব্রিটিশ ইনস্টিটিউট অফ রেডিও ইঞ্জিনীয়ার্স’ সংস্থার ফেলো হন।
3 April 2017 : ২০১৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের ক্লাসিক্যাল সংগীতের বিশিষ্ট গায়িকা কিশোরী আমোনকার (Kishori Ravindra Amonkar)। তাকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শ্রেষ্ঠ শিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৩ এপ্রিল | Today’s History Question and Answer : 3 April | History QNA
- বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবস কবে পালন করা হয়?
Ans. ৩ এপ্রিল (3 April) বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হয়।
- হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা বিক্রান্ত মাস কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৮৭ সালের ৩ এপ্রিল (3 April 1987) হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা বিক্রান্ত মাস জন্মগ্রহণ করেন।
- ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেবা কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৭৩ সালের ৩ এপ্রিল (3 April 1973) ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেবা জন্মগ্রহণ করেন।
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং রাজনীতিক জয়াপ্রদা কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৬২ সালের ৩ এপ্রিল (3 April 1962) ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং রাজনীতিক জয়াপ্রদা জন্মগ্রহণ করেন।
আজকের বিখ্যাত দিনে ৩ এপ্রিল – The Famous Day 3 April in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ এপ্রিল | Today’s Historical Events : 3 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।