Close Ad close
Breaking
Tue. Dec 3rd, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ এপ্রিল | Today’s Historical Events 6 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ৬ এপ্রিল | Today’s Historical Events 6 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ এপ্রিল | Today’s Historical Events 6 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ এপ্রিল  : Today’s Historical Events 6 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ৬ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ এপ্রিল  : Today’s Historical Events 6 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৬ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 6 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 6 April. On this day Important Day in Bengali)

6 April : আজ ৬ এপ্রিল – আন্তর্জাতিক ক্রীড়া দিবস (The International Day of Sport for Development and Peace)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে ২০১৩ সালে ৬ এপ্রিলকে ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো এ দিবসটি উদযাপন করা হয়ে থাকে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 6 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 6 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 6 April. Today’s Famous day on 6 April in India. On this day Historical Famous Events in India)

6 April 1876 : ১৮৭৬ সালে আজকের দিনে কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।

6 April 1930 : ১৯৩০ সালের এই দিনে ওই বছরের-ই ১২ মার্চ শুরু হওয়া গান্ধীজির বিখ্যাত ‘ডান্ডি মার্চ’-এর সমাপ্তি ঘটে এবং এই দিন-ই তিনি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতে প্রচলিত লবণ আইন  ভঙ্গ করেন।

6 April 1931 : ১৯৩১ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন।

6 April 1956 : ১৯৫৬ সালের এই দিনে বিশিষ্ট ক্রিকেটার দিলীপ ভেঙ্সারকার জন্মগ্রহণ করেন।

6 April 1990 : ১৯৯০ সালের এই দিনে বিশিষ্ট কমিউনিস্ট ভাবাদর্শী রাজনীতিক ভালচন্দ্র ত্রিমবাক রানাদিভে পরলোক গমন করেন।

6 April 2010 : ২০১০ সালের এই দিনে ভোরবেলায় নকশাল ভাবাদর্শী মাওবাদীদের আক্রমণে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ছিয়াত্তরজন সি.আর.পি.এফ জওয়ান মৃত্যুমুখে পতিত হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 6 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

6 April 1972 : ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 6 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 6 April, Today’s Famous day on 6 April in the World. On this day Historical Famous Events in The World)

6 April 1483 : ১৪৮৩ সালের এই দিনে রেনেসাঁস যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী রাফায়েল জন্মগ্রহণ করেন।

6 April 1520 : ১৫২০ সালের এই দিনে রেনেসাঁস যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী রাফায়েল পরলোক গমন করেন।

6 April 1652 : ১৬৫২ সালের এই দিনে জ্যাঁ ভ্যান রেইবেকের নেতৃত্বে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিন আফ্রিকার কেপ কলোনিতে প্রথম ইউরোপিয়ান উপনিবেশটি গড়ে তোলেন।

6 April 1722 : ১৭২২ সালের এই দিনে রাশিয়ার জাঁর পিটার দ্য গ্রেট সমস্ত দাড়িবিশিষ্ট পুরুষদের করদানের হাত থেকে রেহাই দেন।

6 April 1883 : ১৮৮৩ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ ফুটবলার চার্লি রবার্টস জন্মগ্রহণ করেন।

6 April 1896 : ১৮৯৬ সালের এই দিনে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক সময়ের অলিম্পিকের উদ্বোধন হয়।

6 April 1917 : ১৯১৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে।

6 April 1928 : ১৯২৮ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন আণবিক জীববিজ্ঞানী জেমস ওয়াটসন জন্মগ্রহণ করেন।

6 April 1971 : ১৯৭১ সালের এই দিনে বিশিষ্ট রুশ সুরকার ইগর স্ট্রাভিনস্কি পরলোক গমন করেন।

6 April 1975 : ১৯৭৫ সালের এই দিনে বিখ্যাত চিনা রাজনীতিক চিয়াং কাই শেক পরলোক গমন করেন।

6 April 1991 : ১৯৯১ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড পরলোক গমন করেন।

6 April 1992 : ১৯৯২ সালের এই দিনে বিশিষ্ট রুশ লেখক ও শিক্ষাবিদ আইজাক আসিমভ পরলোক গমন করেন।

6 April 2016 : ২০১৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মেক্সিকোতে তিনজন অভিভাবকের ডি.এন.এ-এর সংমিশ্রণে প্রথম একটি সন্তানকে জন্ম দেওয়া হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৬ এপ্রিল | Today Famous Birthdays : 6 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 6 April. On this day Famous Birthdays in Bengali)

6 April 1483 : ১৪৮৩ সালে আজকের দিনে ইতালিতে জন্মগ্রহণ এবং মৃত্যুবরন(১৫২০) করেন চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী রাফায়েল (Raffaello Sanzio da Urbino)। তিনি তার ছবিতে মানুষের আবেগ-অনুভূতি জীবন্ত করে তুলতেন। তার বিখ্যাত ৫টি চিত্রকর্ম হলো – ম্যাডোনা অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট , ডিস্পুটেশন অব দ্য হোলি স্যাক্রামেন্ট , দ্য ট্রান্সফিগারেশন , সিস্টিন ম্যাডোনা এবং দ্য স্কুল অব এথেন্স।

6 April 1849 : ১৮৪৯ সালে আজকের দিনে উড়িষ্যার কটকে জন্ম গ্রহণ করেন কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী (Syed Ameer Ali)।

6 April 1886 : ১৮৮৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম স্যার মীর উসমান আলি খান। তিনি ১৯১১ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত হায়দ্রাবাদ শাসন করেছেন। এরপর অপারেশন পোলোর ফলে হায়দ্রাবাদ ভারতের অংশ হয়। পরবর্তীতে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তাকে হায়দ্রাবাদ রাজ্যের রাজপ্রমুখ করা হয়। ১৯৫৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এসময় রাজ্যকে ভাষার ভিত্তিতে ভাগ করে অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্রের অংশ করা হয়।

6 April 1931 : ১৯৩১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বিশিষ্ট বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন/রমা দাশগুপ্ত (Suchitra Sen)। ১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন “সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস” জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।

6 April 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে মহারাষ্ট্রের রাজাপুরে জন্ম গ্রহণ করেন বিশিষ্ট ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার (Dilip Balwant Vengsarkar)। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারত ক্রিকেট দলের ব্যাটিং চালিকাশক্তির অন্যতম সদস্য ছিলেন তিনি।

6 April 1971 : ১৯৭১ সালে আজকের দিনে শ্রীনগর জম্বু এন্ড কাশ্মীরে জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেতা সঞ্জয় সুরি (Sanjay Suri)।

6 April 1996 : ১৯৯৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় টেলিভিশন অভিনেতা রােহিত সুচানতি (Rohit Suchanti)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৬ এপ্রিল | Today Famous Deaths : 6 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 6 April. On this day Famous Deaths in Bengali)

6 April 1990 : ১৯৯০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট কমিউনিস্ট ভাবাদর্শী রাজনীতিক ভালচন্দ্র ত্রিমবাক রানাদিভে (Bhalchandra Trimbak Ranadive)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৬ এপ্রিল | Today’s History Question and Answer : 6 April | History QNA 

  1. আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালন করা হয়?

Ans. ৬ এপ্রিল (6 April) আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়।

  1. ভারতীয় টেলিভিশন অভিনেতা রােহিত সুচানতি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯৬ সালের ৬ এপ্রিল (6 April 1996) ভারতীয় টেলিভিশন অভিনেতা রােহিত সুচানতি জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেতা সঞ্জয় সুরি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭১ সালের ৬ এপ্রিল (6 April 1971) ভারতীয় অভিনেতা সঞ্জয় সুরি জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৬ সালের ৬ এপ্রিল (6 April 1956) ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার জন্মগ্রহণ করেন।

  1. বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন/রমা দাশগুপ্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩১ সালের ৬ এপ্রিল (6 April 1931) বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন/রমা দাশগুপ্ত জন্মগ্রহণ করেন।

  1. কলকাতা কর্পোরেশন কবে অনুমোদিত হয়?

Ans. ১৮৭৬ সালের ৬ এপ্রিল (6 April 1876) কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।

আজকের বিখ্যাত দিনে ৬ এপ্রিল – The Famous Day 6 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ এপ্রিল | Today’s Historical Events : 6 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *