Close Ad close
Breaking
Tue. Dec 3rd, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ এপ্রিল | Today’s Historical Events 8 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ৮ এপ্রিল | Today’s Historical Events 8 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ এপ্রিল | Today’s Historical Events 8 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ এপ্রিল  : Today’s Historical Events 8 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ৮ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ এপ্রিল  : Today’s Historical Events 8 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৮ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 8 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 April. On this day Important Day in Bengali)

8 April : আজ ৮ এপ্রিল – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 8 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 8 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 8 April. Today’s Famous day on 8 April in India. On this day Historical Famous Events in India)

8 April 1759 : ১৭৫৯ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ অঞ্চলটি দখল করে নেয়।

8 April 1894 : ১৮৯৪ সালের এই দিনে বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন।

8 April 1902 : ১৯০২ সালের এই দিনে কলকাতায় মূক ও বধিরদের জন্য বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

8 April 1950 : ১৯৫০ সালের এই দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী হেমচন্দ্র কানুনগো পরলোক গমন করেন।

8 April 1950 : ১৯৫০ সালের এই দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘লিয়াকত-নেহরু’ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 8 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

8 April 1942 : ১৯৪২ সালের এই দিনে বিশিষ্ট রাজনীতিবিদ কাজী আরেফ আহমেদ জন্মগ্রহণ করেন।

8 April 1971 : ১৯৭১ সালের এই দিনে বিশিষ্ট কবি, লেখক ও শিক্ষাতত্ত্ববিদ শোয়াইব জিবরান জন্মগ্রহণ করেন।

8 April 1994 : ১৯৯৪ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম.এম মোহাইমিন পরলোক গমন করেন।

8 April 2002 : ২০০২ সালের এই দিনে, ১৯৭২ সালের পর আবার ঢাকায় ‘বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক’ অনুষ্ঠিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 8 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 8 April, Today’s Famous day on 8 April in the World. On this day Historical Famous Events in The World)

8 April 711 : ৭১১ সালের এই দিনে ‘সাফহ’ নামে বিশেষভাবে পরিচিত আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খিলাফতের সিংহাসনে বসেন।

8 April 1513 : ১৫১৩ সালের এই দিনে জুয়ান দ্য লেওন ফ্লোরিডা দ্বীপটি আবিষ্কার করেন।

8 April 1605 : ১৬০৫ সালের এই দিনে স্পেনের রাজা চতুর্থ ফিলিপ জন্মগ্রহণ করেন।

8 April 1878 : ১৮৭৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট ব্যাটসম্যান সি এম মার্থন জন্মগ্রহণ করেন।

8 April 1908 : ১৯০৮ সালের এই দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ‘হার্ভার্ড বিজনেস স্কুল’ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়।

8 April 1913 : ১৯১৩ সালের এই দিনে চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়।

8 April 1938 : ১৯৩৮ সালের এই দিনে ঘানার বিশিষ্ট কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব কোফি আন্নান জন্মগ্রহণ করেন।

8 April 1946 : ১৯৪৬ সালের এই দিনে ‘লিগ অব নেশনস্’-এর শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

8 April 1962 : ১৯৬২ সালের এই দিনে পারস্য উপসাগরে থাকাকালীন একটি ব্রিটিশ জাহাজে বোমা বিস্ফোরণ হলে প্রায় দুইশত ছত্রিশজন মৃত্যুমুখে পতিত হয়।

8 April 1970 : ১৯৭০ সালের এই দিনে ইজরায়েলের যুদ্ধবিমান কর্তৃক কায়রো থেকে ৮০ কিলোমিটার উত্তরে বাহরুল বাকের স্কুলে হামলা চালানোর ফলে সেই স্কুলের ছেচল্লিশটি শিশু মৃত্যুমুখে পতিত হয়।

8 April 1996 : ১৯৯৬ সালের এই দিনে বিখ্যাত ইংরেজ ক্রিকেটার মরিস অলম পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৮ এপ্রিল | Today Famous Birthdays : 8 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 8 April. On this day Famous Birthdays in Bengali)

8 April 1938 : ১৯৩৮ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ঘানার বিশিষ্ট কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব কোফি আন্নান (Kofi Atta Annan)। খ্রিস্টান ধর্মালম্বী হিসেবে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। আনান এবং জাতিসংঘ যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার(২০০১) লাভ করেন। তিনি কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া নেলসন ম্যান্ডেলা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন দা এল্ডারস-এর চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

8 April 1979 : ১৯৭৯ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন গায়ক ও কম্পােজার অমিত ত্রিবেদি (Amit Trivedi)। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘দেব.ডি’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য অমিত প্রশংসিত হয়েছিলেন এবং এই চলচ্চিত্রটিল জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন।

8 April 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে চেন্নাইতে জন্ম গ্রহণ করেন ভারতীয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)।

8 April 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং মডেলার সাকিব সালিম (Saqib Saleem Qureshi)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৮ এপ্রিল | Today Famous Deaths : 8 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 8 April. On this day Famous Deaths in Bengali)

8 April 1857 : ১৮৫৭ সালে আজকের দিনে ব্যারাকপুরে(কলকাতা) ফাঁসি হয় ১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী মঙ্গল পাণ্ডে (Mangal Pandey)। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৩৪তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি (বিএনআই) সৈন্যদলের (রেজিমেন্টের) সিপাহী ছিলেন। সমকালীন ব্রিটিশ মতামত তাকে বিশ্বাসঘাতক এবং বিদ্রোহী হিসাবে নিন্দা করলেও পাণ্ডে আধুনিক ভারতের একজন নায়ক। ১৯৮৪ সালে, ভারত সরকার তার স্মরণে ডাকটিকিট জারি করেছিল। একাধিক চলচ্চিত্রে তার জীবন ও ক্রিয়াকলাপ চিত্রিত হয়েছে।

8 April 1894 : ১৮৯৪ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee)। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন‍্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।

8 April 1950 : ১৯৫০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিম মেদিনীপুরের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী হেমচন্দ্র কানুনগো (Hemchandra Kanungo Das)। তিনি গোপন রাজনৈতিক সংগঠনের অগ্রদূত নেতা, এবং আলিপুর বোমা মামলায় (১৯০৮-৯) অরবিন্দ ঘোষের সহ-অভিযুক্তের জন্য তাকে আন্দামানে যাবজ্জীবন দ্বীপান্তর দেয়া হয়, কিন্তু ১৯২১ সালে মুক্তি পান। সম্ভবত তিনি প্রথম বিপ্লবী ছিলেন যিনি ভারত থেকে সামরিক এবং রাজনৈতিক প্রশিক্ষণের জন্য বিদেশে গিয়েছিলেন। তিনি রুশ সাম্রাজ্যের প্যারিস থেকে বোমা তৈরির প্রশিক্ষণ নেন। ১৯০৮ সালের জানুয়ারিতে দেশে ফিরে আসেন। তিনি কলকাতার নিকটে মুরারিপুকুরে অনুশীলন সমিতির এক বোমা বানানোর কারখানা তৈরি করেন। সেই সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন হেমচন্দ্র কানুনগো, অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারীন্দ্রকুমার ঘোষ। মুরারিপুকুরে তার তৈরি তিনটি বোমার প্রথমটি ফরাসি চন্দননগরের মেয়রকে হত্যার উদ্দেশ্যে ব্যবহৃত হয় কিন্তু মেয়র অল্পের জন্য বেঁচে যান। দ্বিতীয়টি বইয়ের আকারের এবং তাতে স্প্রিং লাগানো ছিলো। যথা সময়ে বই না খোলাতে কিংসফোর্ড বেঁচে যান। তৃতীয় বোমাটি ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকী মুজাফফরপুরে ব্যবহার করেছিলেন।

8 April 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার পাবলো পিকাসো (Pablo Picasso)। তার বিখ্যাত চিত্রকাজের মধ্যে রয়েছে লেই দেমোয়াজেল দে’ভিনিয়োঁ(১৯০৭), দ্য উইপিং উইম্যান(১৯৩৭) এবং স্পেনের গৃহ যুদ্ধের বিরুদ্ধে আঁকা গের্নিকা(১৯৩৭)।

8 April 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পাল (Gostha Pal)। রক্ষণে খেলার জন্য খ্যাতিলাভ করেছিলেন তিনি। দৈনিক ইংলিশম্যান তাকে ‘চিনের প্রাচীর’ উপাধিতে ভূষিত করেছিল।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৮ এপ্রিল | Today’s History Question and Answer : 8 April | History QNA 

  1. ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং মডেলার সাকিব সালিম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৮ সালের ৮ এপ্রিল (8 April 1988) ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং মডেলার সাকিব সালিম জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৩ সালের ৮ এপ্রিল (8 April 1983) ভারতীয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) জন্মগ্রহণ করেন।

  1. গায়ক ও কম্পােজার অমিত ত্রিবেদি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৯ সালের ৮ এপ্রিল (8 April 1979) গায়ক ও কম্পােজার অমিত ত্রিবেদি জন্মগ্রহণ করেন।

  1. কবে ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ অঞ্চলটি দখল করে নেয়?

Ans. ১৭৫৯ সালের ৮ এপ্রিল (8 April 1759) ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ অঞ্চলটি দখল করে নেয়।

  1. কবে বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান?

Ans. ১৮৯৪ সালের ৮ এপ্রিল (8 April 1894) কবে বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান।

আজকের বিখ্যাত দিনে ৮ এপ্রিল – The Famous Day 8 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ এপ্রিল | Today’s Historical Events : 8 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *