Close Ad close
Breaking
Mon. Dec 2nd, 2024

টুইটার সম্পর্কে কিছু অজানা তথ্য – Amazing Facts about Twitter

টুইটার! টুইটার একটি মাইক্রো ব্লগিংসাইট। আমাদের মধ্যে কম বেশি অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ব্যবহার করে থাকি। টুইটার সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা শুনলে আপনারা হয়তো চমকে যেতে পারেন। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো শুকতারা Tv র এই পর্বে। তো চলুন শুরু করা যাক।

টুইটার কি?

টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন (এখন আরো বর্ধিত হয়েছে)। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। টুইটারের সদস্যদের টুইটবার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায় (যদিনা সদস্য সেটা কে দেখতে পাবে তা বাছাই করেন)। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য নিবন্ধন করতে পারেন। এই কাজটিকে বলা হয় অনুসরণ করা। কোনো সদস্যের টুইট পড়ার জন্য যারা নিবন্ধন করেছে, তাদেরকে বলা হয় অনুসরণকারী। টুইট লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এছাড়াও, মোবাইল ফোন বা এসএমএসের মাধ্যমেও টুইট লেখার সুযোগ রয়েছে।

টুইটার (Twitter) সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন

  • আপনি কি জানেন যে প্রতি মিনিটে প্রায় 350,000 টি টুইট পাঠানো হয়।
  • প্রতি মাসে টুইটারে প্রায় 310 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যা আমেরিকার জনসংখ্যার প্রায় সমান।
  • আপনি কি জানেন যে টুইটারের জন্য প্রথমে যে নাম গুলি বাছাই করা হয় তাদের মধ্যে একটি হলো “Friendstalker”.
  • এখনো পর্যন্ত সর্বোচ্চ 4.4 মিলিয়ন বার একটি পোস্টকে রিটুইট করা হয়।
  • আপনি জেনে অবাক হবেন যে সুইডেনের যে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টটি রয়েছে সেটি প্রতি সপ্তাহে Random নাগরিককে পরিচালনা করার জন্য দেওয়া হয়।
  • ২০১৩ সালে, একটি জাল টুইটের মাধ্যেমে সাময়িক ভাবে শেয়ার বাজার থেকে ১৩০ বিলিয়ন মার্কিন ডলার মুছে দেওয়া হয়েছে। 
  • একদিনের সকল টুইট গুলি যদি আপনি কোন বইয়ের মধ্যে পাবলিশ করতে চান তাহলে সেই বইয়ের মোট পৃষ্ঠার সংখ্যা হবে প্রায় 10 কোটি।
  • আমেরিকার ইন্টেলিজেন্ট এজেন্সি সিআইএ একদিনে পাঁচ মিলিয়ন পর্যন্ত টুইট পড়ে থাকে।
  • স্পেনের মোট জনসংখ্যার চেয়ে টুইটারে জাস্টিন বিবারের বেশি ফলোয়ার রয়েছে।
  • একটি রিপোর্ট অনুযায়ী টুইটারে জাস্টিন বিবারের প্রায় 50% ফলোয়ার ই ফেইক।
  • টুইটারে রেজিস্টার করা প্রায় 44 শতাংশ Users কখনো টুইট করে নি ।
  • মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবরটি আসার পর , প্রতি মিনিটে 5000 টি টুইটে মাইকেল জ্যাকসনকে মেনশন করা হয় ।
  • টুইটারের লোগোতে যে পাখিটি রয়েছে তাকে ল্যারি বলা হয়।
  • ফেসবুক, টুইটার এবং দ্য নিউ ইয়র্ক টাইমস ২০০৯ সাল থেকে চীনে বন্ধ করে রেখেছে ।
  • বিশ্বের 90% ইন্টারনেট ব্যবহারকারী টুইটার ব্যবহার করেন না।
  • একটি সমীক্ষায় বলা হয়েছে যে, সিগারেট এবং অ্যালকোহলের চেয়ে টুইটার নাকি বেশি আসক্তিযুক্ত।
  • আপনি জেনে অবাক হবেন যে প্রায় 120000 এর বেশি টুইটার ব্যবহারকারী “123456” এই পাসওয়ার্ডটি ব্যবহার করেন ।
  • ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি প্রথম মাসে আনুমানিক 18 ঘন্টা সময় টুইটারে কাটিয়েছেন।
  • আপনি জানলে অবাক হবেন যে, একজন ব্যক্তি তার টুইটার পোস্টের মাধ্যমে নাস্তিকবাদ দাবি করার জন্য সৌদি আরবের একটি আদালত তাকে 10 বছর কারাদণ্ড এবং 2000 বেত্রাঘাতের সাজা দেয় ।
  • 2012 সালে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ তার 30 লক্ষ তম টুইটার ফলোয়ার 19 বছর বয়সী এক মেয়েকে নতুন বাড়ি দিয়ে পুরস্কৃত করেছেন।

Twitter এ কিছু বিশেষ option

Twitter এ কিছু বিশেষ option, টুলস বা বিষয় রয়েছে। যেমন: 

1) Follow

2) Message

3) Followers

4) Following

5) Search

6) Setting

ইত্যাদি যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিষয়ের নির্দেশ দেয়। 

  1. Follow : Follow দ্বারা মূলত একজন অন্যজনকে অনুসরণ করা যায়। একজন অন্যজনকে অনুসরণ করতে এই option/tool বা বাটন টি ব্যবহার করে। আপনি কাউকে Follow করতে চাইলে এটি ব্যবহার করুন। এবং আপনি যদি কাউকে Follow করেন, তাহলে আপনি সেই ব্যক্তির post বা বিশেষ তথ্য গুলো নিয়মিত সাধারনত আপনার account এর Home page এ দেখতে পাবেন।
  2. Message : এই option এর মাধ্যমে আপনি অন্যকে message পাঠাতে পারবেন। এবং অন্যরা আপনাকে যে message পাঠাবে তা পড়তে পারবেন। অর্থাৎ আপনি এর মাধ্যমে message আদান – প্রদান করতে পারবেন।
  3. Followers : Followers মানে আপনি যদি কাউকে Follow করেন তাহলে সে আপনার আইডি তার Followers List এ দেখতে পাবে। এবং একই ভাবে কেউ যদি আপনাকে Follow করে তাহলে আপনি তার আইডি আপনার Followers List এ দেখতে পাবেন।
  4. Following : Following মানে আপনি যদি কাউকে Follow করেন তাহলে আপনার তার আইডি আপনার Followings List এ দেখতে পাবেন। এবং একই ভাবে কেউ যদি আপনাকে Follow করে তাহলে সেও আপনার আইডি তার Followings List এ দেখতে পাবেন।
  5. Search : Twitter এ Search option টির মাধ্যমে id বা account, post and others তথ্য search করা যায় বা search করে সহজে বের করা যায়।

6. Setting : এই setting option টির মাধ্যমে আপনার account এর বিভিন্ন তথ্য খুব সহজেই setting করতে পারবেন যা খুবই গুরুত্বপূর্ণ।

টুইটারের অবস্থান ও হেড কোয়াটার্স 

টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে। এছাড়াও, টেক্সাসের সান অ্যান্টোনিও এবং ম্যাসাচুসেটসের বস্টনে টুইটারের সার্ভার ও শাখা কার্যালয় রয়েছে।

২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার সারা বিশ্ব্জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টুইটার বিশ্বের দ্বিতীয় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১০ সালের ৩১শে অক্টোবর নাগাদ টুইটারে ১৭৫ মিলিয়ন অর্থাৎ ১৭.৫ কোটিরও বেশি সদস্য ছিলো। অন্যান্য পরিসংখ্যান অনুসারে একই সময়ে টুইটারের ১৯০ মিলিয়ন বা ১৯ কোটি সদস্য ছিলো এবং দিনে ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি টুইট বার্তা, এবং ৮ লাখ অনুসন্ধানের কাজ সম্পন্ন হতো। টুইটারকেইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হয়েছে।

টুইটার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর – Twitter QNA

  1. টুইটারের প্রতিষ্ঠাতা(গণ) কে?

Answer : জ্যাক ডোরসে, নোয়া গ্লাস, বিয স্টোন, ইভান উইলিয়ামস।

  1. টুইটারের সদরদপ্তর কোথায়?

Answer : সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র।

  1. টুইটার কবে প্রতিষ্ঠা হয়?

Answer : ২১ মার্চ ২০০৬

  1. টুইটার কেমন ধরনের ওয়েবসাইট?

Answer : সামাজিক নেটওয়ার্ক।

  1. টুইটার কোন তারিখে চালু হয়?

Answer : ১৫ জুলাই ২০০৬

  1. টুইটারের ব্যবহারকারী কত জন?

Answer : 145 million.

  1. টুইটার অফিসে কত জন কর্মচারী আছেন?

Answer : 5000

  1. TWEET কী?

Answer : টুইটার (twitter) সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এর মাধ্যমে করা পোস্ট (post) গুলোকেই বলা হয় টুইট (tweets)।

  1. RETWEET কী?

Answer : Twitter এ, যখন আপনি অন্যদের tweet করা পোস্ট গুলো “retweet button” এর মাধ্যমে শেয়ার করেন, তখন সেই retweet করা পোস্টটি আপনার twitter profile এ দেখানো হয়।

এতে, আপনার প্রোফাইল ফলো করা লোকেরা আপনার retweet করা পোস্টটি আপনার প্রোফাইলের মাধ্যমে দেখতে পারবেন।

Retweet মানে হলো, “যেকোনো পোস্ট শেয়ার করার মাধ্যম”।

◆ আরও দেখুন :-

তো এই ছিল মাইক্রো ব্লগিং সাইট টুইটার সম্পর্কে কিছু অজানা তথ্য। আশা করি এই পোস্টটি বা ” টুইটার সম্পর্কে কিছু অজানা তথ্য – Amazing Facts about Twitter ” থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আশ্চর্যজনক, রোমাঞ্চকর, অজানা এবং অদ্ভুত বিষয় সম্পর্কে জানতে এই SuktaraTv.com ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *