আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 9 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 9 July in History |
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৯ জুলাই।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 9 July. On this day Important Day in Bengali)
আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 9 July in History (Bengali)
আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 9 July in India (Bengali)
আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 9 July in India. On this day Historical Famous Events in India)
9 July 1755 : ১৭৫৫ সালের আজকের দিনে ব্রিটিশ জেনারেল এডওয়ার্ড ব্র্যাডক ফরাসী এবং ভারতীয় যুদ্ধের সময় মারাত্মক আহত হন।
9 July 1875 : ১৮৭৫ সালের আজকের দিনে ‘দ্য বম্বে স্টক এক্সচেঞ্জ’ (The Bombay Stock Exchange : BST) প্রতিষ্ঠিত হয়।
9 July 1925 : ১৯২৫ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা গুরু দত্তের জন্ম হয়।
9 July 1930 : ১৯৩০ সালের আজকের দিনে তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার কৈলাসম বালাচন্দরের জন্ম হয়।
9 July 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় অভিনেতা সঞ্জীব কুমারের জন্ম হয়।
9 July 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে শিশু সাহিত্যিক সুখলতা রাওয়ের মৃত্যু হয়।
9 July 1982 : ১৯৮২ সালের আজকের দিনে বোথাম 225 বলে 208 রান করেছিলেন, ইংল্যান্ড বনাম ভারত।
9 July 2019 : ২০০৯ সালের আজকে দিনে ভারতীয় পুনর্নির্মাণবিদ “দোশা রাজা” পি. রাজগোপাল অবশেষে হত্যার আয়োজনের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড শুরু করেছেন, তাকে দোষী সাব্যস্ত হওয়ার 15 বছর পরে।
আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 9 July in Bangladesh (Bengali)
আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 9 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)
9 July 1924 : ১৯২৪ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ, প্রাক্তন রেলমন্ত্রী মসিউর রহমানের জন্ম হয়।
9 July 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে রাজনীতিবিদ, আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ মণ্ডলের জন্ম হয়।
9 July 2009 : ২০০৯ সালের আজকের দিনে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের টেস্টে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অভিষেক টেস্টেই তিনি ৮ উইকেট নিয়ে বিদেশের মাটিতে বাংলদেশের প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
9 July 2013 : ২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে আয়কর চুক্তি স্বাক্ষরিত হয়।
9 July 2019 : ২০১৯ সালের আজকের দিনে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে প্রায় ১৭১৭৩ একর জমির ফসল নষ্ট হয়।
আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 9 July in The World (Bengali)
আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 9 July in the World. On this day Historical Famous Events in The World)
9 July 1797 : ১৭৯৭ সালের আজকের দিনে বিশিষ্ট অ্যাঙ্গলো-আয়ারল্যান্ডীয় লেখক ও রাজনৈতিক তত্ত্ববিদ এডমান্ড বার্কের জন্ম হয়।
9 July 1810 : ১৮১০ সালের আজকের দিনে নেপোলিয়ানের অধীনে হল্যান্ড ফরাসী সাম্রাজ্যের অধিভুক্ত হয়।
9 July 1816 : ১৮১৬ সালের আজকের দিনে আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
9 July 1850 : ১৮৫০ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি জ্যাকারি টেইলারের জন্ম হয়।
9 July 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে বিশিষ্ট ইতালীয় রসায়নবিদ আমাদিও আভোগাদ্রোর জন্ম হয়।
9 July 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়।
9 July 1916 : ১৯১৬ সালের আজকের দিনে ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের জন্ম হয়।
9 July 1941 : ১৯৪১ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের ‘পসকভ’ অঞ্চলটি জার্মানির নাৎসি বাহিনীর দখলে চলে যায়।
9 July 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে এক মাস যুদ্ধ বিরতির পর আরব ও ইজরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়।
9 July 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে বিশিষ্ট মার্কিন চলচ্চিত্র অভিনেতা টম হ্যাংক্সের জন্ম হয়।
9 July 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে বিশিষ্ট মার্কিন চিত্রনাট্য রচয়িতা এবং টেলিভিশন প্রযোজক টিম ক্রিং এর জন্ম হয়।
9 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাহামাস স্বাধীনতা লাভ করে।
9 July 1991 : ১৯৯১ সালের আজকের দিনে মেক্সিকোতে দীর্ঘস্থায়ী (৫৮ সেকেন্ড) সূর্যগ্রহণ হয়।
9 July 2002 : ২০০২ সালের আজকের দিনে আফ্রিকার দেশগুলির নেতৃবৃন্দ ‘অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি’-এর জায়গায় ‘আফ্রিকান ইউনিয়ন’ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।
9 July 2011 : ২০১১ সালের আজকের দিনে সুদান থেকে পৃথক হয়ে দক্ষিণ সুদান একটি স্বতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 9 July. On this day Famous Birthdays in Bengali)
9 July 1908 : ১৯০৮ সালের আজকের দিনে রাশিদ তুরবী, পাকিস্তানি পন্ডিত, বক্তা ও দার্শনিক, ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু: ১৯৭৩) ।
9 July 1925 : ১৯২৫ সালের আজকের দিনে গুরু দত্ত [ভাসান্থ পাড়ুকোন], ভারতীয় বলিউড অভিনেতা, সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক হিসাবে বিবেচিত (পিয়াসা, কাগজ কে ফুল), বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন, মহীশূর কিংডম (মৃত্যু – ১৯৬৪) ।
9 July 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে সঞ্জীব কুমার [হরিহর জারিওয়ালা], ভারতীয় বলিউড অভিনেতা (অ্যাঙ্গুর, দস্তক, কোশিশ), সুরত, বোম্বাই প্রেসিডেন্সি (জন্ম – 1985) -এ জন্মগ্রহণ করেছিলেন ।
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 9 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)
আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)
9 July 1755 : ১৭৫৫ সালের আজকের দিনে ফরাসী ও ভারতীয় যুদ্ধের সময় ফোর্ট ডুকসনে মারাত্মক আহত ব্রিটিশ জেনারেল এডওয়ার্ড ব্র্যাডক 13 জুলাই মারা যায়।
9 July 2005 : ২০০৫ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ ও ইসলামী ধর্মীয় ধর্মগুরু রফিক জাকারিয়া 86 বছর বয়সে মারা যান।
আজকের বিখ্যাত দিনে : The Famous Day 9 July in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 9 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।
Please share with your friends