Close Ad close
Breaking
Fri. Oct 4th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 5 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 5 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 5 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৫ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 July. On this day Important Day in Bengali)

5 July : ৫ জুলাই আজ যান্ত্রিক পেনসিল দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 5 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 5 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 5 July in India. On this day Historical Famous Events in India)

5 July 1882 : ১৮৮২ সালের আজকের দিনে সুফী সাধক ও শিক্ষাগুরু ইনায়েৎ খাঁর জন্ম হয়।

5 July 1918 : ১৯১৮ সালের আজকের দিনে কেরালার সপ্তম মুখ্যমন্ত্রী কে. করুণাকরণের জন্ম হয়।

5 July 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিক রামবিলাস পাসওয়ানের জন্ম হয়।

5 July 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।

5 July 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে গান্ধীবাদী নেতা, বর্তমান বিহারের অন্যতম রূপকার ড. অনুরাগ নারায়ন সিনহার মৃত্যু হয়।

5 July 2017 : ২০১৭ সালের আজকের দিনে ভারতের আধ্যাত্মিক নেতা আশুতোষ মহারাজের অনুগামীরা তাঁর মৃত্যুর 3 বছর পরে একটি আদালত মামলা জিতেছে, যাতে তাঁর মৃত দেহকে ফ্রিজে রাখা হয় যদি তিনি জীবিত অবস্থায় ফিরে আসে।

5 July 2018 : ২০১৮ সালের আজকের দিনে আইনের নতুন সংশোধনীতে ভারতের কেরালার বিক্রয় মহিলা বসে এবং টয়লেটের বিরতি নেওয়ার অধিকার পান।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 5 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 5 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

5 July 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদের জন্ম হয়।

5 July 1941 : ১৯৪১ সালের আজকের দিনে বাংলদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হকের জন্ম হয়।

5 July 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে রাজনীতিবিদ, প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জন্ম হয়।

5 July 1951 : ১৯৫১ সালের আজকের দিনে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.এফ.এম আব্দুর রহমানের জন্ম হয়।

5 July 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে লেবাননে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কর্মরত মুহম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 5 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 5 July in the World. On this day Historical Famous Events in The World)

5 July 649 : ৬৪৯ সালের আজকের দিনে প্রথম মার্টিন পোপের পদ অলংকৃত করেন।

5 July 1201 : ১২০১ সালের আজকের দিনে সিরিয়া ও ইজিপ্টের উত্তর অংশে এক বিধ্বংসী ভূমিকম্পের ফলে প্রায় এগারো লাখ মানুষের মৃত্যু হয়।

5 July 1687 : ১৬৮৭ সালের আজকের দিনে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি আইজ্যাক নিউটনের ‘প্রিন্সিপিয়া’ গ্রন্থটি প্রকাশ করে।

5 July 1811 : ১৮১১ সালের আজকের দিনে ভেনেজুয়েলার সাতটি প্রদেশ নিজেদেরকে স্পেনের অধীনতা থেকে মুক্ত স্বাধীন অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে।

5 July 1826 : ১৮২৬ সালের আজকের দিনে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যামফোর্ড রাফেলসের মৃত্যু হয়।

5 July 1924 : ১৯২৪ সালের আজকের দিনে ব্রাজিলের সাও পাওলোতে মিলিটারি বিদ্রোহ সংঘটিত হয়।

5 July 1958 : ১৯৫৪ সালের আজকের দিনে বিবিসি টেলিভিশনে তাদের প্রথম অনুষ্ঠান সম্প্রচার করে।

5 July 1960 : ১৯৬০ সালের আজকের দিনে মোঙ্গলিয়ায় সংবিধান সংগৃহীত হয়।

5 July 1962 : ১৯৬২ সালের আজকের দিনে আলজেরিয়া, ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

5 July 1970 : ১৯৭০ সালের আজকের দিনে কানাডার টরেন্টোতে এয়ার কানাডার বিমান ডিসি-৮ ভেঙে পড়ায় একশত আট জন মানুষের মৃত্যু হয়।

5 July 1982 : ১৯৮২ সালের আজকের দিনে বিশিষ্ট ইটালীয় ফুটবলার আলবের্তো জিলার্দিনোর জন্ম হয়।

5 July 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে জেফ বেজোস মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অ্যামাজন.কম প্রতিষ্ঠা করেন।

5 July 2004 : ২০০৪ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ায় প্রথমবারের জন্য রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

5 July 2012 : ২০১২ সালের আজকের দিনে ইউরোপের সর্বোচ্চ বিল্ডিং ‘দ্য সার্দ’ (১০১৬ ফুট উঁচু) লন্ডনে আত্মপ্রকাশ করে।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 5 July. On this day Famous Birthdays in Bengali)

5 July 1882 : ১৮৮২ সালে আজকের দিনে ইনায়াত খান, ভারতীয় সূফী (১৯১৪ সালে পশ্চিমের সূফী আদেশের প্রতিষ্ঠাতা (লন্ডন), ব্রিটিশ ভারতের বম্বে স্টেট, বমোদার রাজ্যে জন্মগ্রহণ করেন (মৃত্যু ১৯২৭)।

5 July 1995 : ১৯৯৫ পি.ভি. (পুসরলা ভেঙ্কাটা) ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সিন্ধু, ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণকারী রৌপ্যপদক (২০১৬) অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 5 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

5 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

5 July : Click here

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 5 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 5 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *