Close Ad close
Breaking
Tue. Nov 19th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 4 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 4 July in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 4 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৪ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 4 July. On this day Important Day in Bengali)

4 July : ৪ জুলাই আজ আন্তর্জাতিক সমবায় দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 4 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 4 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 4 July in India. On this day Historical Famous Events in India)

4 July 1897 : ১৮৯৭ সালের আজকের দিনে বিশিষ্ট ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর জন্ম হয়।

4 July 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে ভারতের স্বল্পমেয়াদী কার্যনির্বাহী প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দার জন্ম হয়।

4 July 1902 : ১৯০২ সালের আজকের দিনে ভারতের বিখ্যাত সন্ন্যাসী ও দার্শনিক স্বামী বিবেকানন্দের মৃত্যু হয়।

4 July 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ব্রিটিশ আইনসভায় ভারতের স্বাধীনতা বিল পেশ করা হয়।

4 July 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে স্বাধীন ভারতের পতাকার নকশা নির্মাণকারী পিঙ্গালি ভেঙ্কাইয়ার মৃত্যু হয়।

4 July 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে ভারতে প্রথম ‘প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া’ (Press Council of India) স্থাপিত হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 4 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 4 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

4 July 1920 : ১৯২০ সালের আজকের দিনে সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাসভবনে এর অস্থায়ী অফিসও প্রতিষ্ঠিত হয়।

4 July 1952 : ১৯৫২ সালের আজকের দিনে রাজনীতিবিদ ও ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত ও সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের জন্ম হয়।

4 July 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের জন্ম হয়।

4 July 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে সাবের হোসাইন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

4 July 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে রেডিও বাংলদেশের নাম পরিবর্তন করে বাংলদেশ বেতার রাখা হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 4 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 4 July in the World. On this day Historical Famous Events in The World)

4 July 1095 : ১০৯৫ সালের আজকের দিনে বিশিষ্ট সিরীয় কবি, লেখক ও কূটনীতিবিদ উসামা ইবনে মুনকিজের জন্ম হয়।

4 July 1807 : ১৮০৭ সালের আজকের দিনে ইতালিকে ঐক্যবদ্ধ করার মূল কারিগর গিউসেপ্পে গ্যারিবল্ডির জন্ম হয়।

4 July 1826 : ১৮২৬ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন এডাম্সের মৃত্যু হয়।

4 July 1826 : ১৮২৬ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি টমাস জেফারসনের মৃত্যু হয়।

4 July 1831 : ১৮৩১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি জেমস মন্‌রোর মৃত্যু হয়।

4 July 1872 : ১৮৭২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ্ এর জন্ম হয়।

4 July 1886 : ১৮৮৬ সালের আজকের দিনে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অফ লিবার্টি’ উপহার দেয়।

4 July 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে পাকিস্তানের ভবিষ্যত প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ করাচির সিন্ধ মাদ্রেসাতুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন।

4 July 1901 : ১৯০১ সালের আজকের দিনে বিশিষ্ট জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহানেস শ্মি‌টের মৃত্যু হয়।

4 July 1926 : ১৯২৬ সালের আজকের দিনে আর্জেন্টিনার বিশিষ্ট ফুটবলার আলফ্রেডো ডি স্টিফানোর জন্ম হয়।

4 July 1938 : ১৯৩৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মারি ক্যুরির মৃত্যু হয়।

4 July 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি ও সোভিয়েত সেনাবাহিনীর মধ্যে কুর্স্কের যুদ্ধ শুরু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 4 July. On this day Famous Birthdays in Bengali)

4 July 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে গুলজারিলাল নন্দ, ভারতীয় রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ, ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী মন্ত্রমন্ত্রী (১৯64৪, ১৯6666), ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন (মৃত্যু ১৯৯) ।

4 July 1922 : ১৯২২ গোলাম আহমেদ, ভারতীয় ক্রিকেটার (১৯৫০ এর দশকে ভারতের হয়ে ২২ টেস্টে অফ স্পিনার), ভারতের অন্ধ্র প্রদেশে, হায়দরাবাদে জন্মগ্রহণ করেন (মৃত্যু ১৯৯৯) ।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 4 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

4 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

4 July 1902 : ১৯০২ সালের আজকের দিনে ভারতীয় হিন্দু আধ্যাত্মিক নেতা এবং পশ্চিমা বিশ্বের যোগব্যায়ামের মূল ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে ধ্যান করার সময় মারা গেলেন।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 4 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 4 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *